শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, ছাত্র ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
গতকাল রোববার দেয়া বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক সাধারণ ছাত্রদের নির্যাতন, পুলিশের হাতে তুলে দেয়া, মালামাল লুট এবং শিক্ষকদের ওপর হামলায় জাতি লজ্জিত ও ক্ষুব্ধ। সরকারি মদদে ছাত্রলীগের এই তাণ্ডব শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা ছাড়া কিছু নয়। ছাত্রসমাজ এই তাণ্ডব মেনে নেবে না। তাই ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে আজ সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
নেতৃদ্বয় দেশের সকল জনশক্তি ও ছাত্রসমাজকে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান। সাথে সাথে সরকার ও পুলিশ প্রশাসনকে ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা প্রদান করতে অনুরোধ করেন।