বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার
প্রবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

টিকটকে গুলির শব্দ, দুবাইয়ে বাংলাদেশি গ্রেফতার!

আরব আমিরাতের দুবাইয়ে একটি টিকটক ভিডিওতে বন্দুকের গুলির ভুয়া শব্দ ব্যবহার করায় এক প্রবাসী গ্রেফতার হয়েছেন।


মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ জানায়, গ্রেফতার হওয়া ওই প্রবাসী বাংলাদেশি হোটেল শ্রমিক।

রোববার (১১ এপ্রিল) তাকে প্রথমবার দুবাইয়ের আদালতে হাজির করা হয়। ৩৪ বছর বয়সী বাংলাদেশি এই শ্রমিকের বিরুদ্ধে পার্কিং এরিয়ায় টিকটক ভিডিও রেকর্ডিং এবং তাতে বন্দুকের গুলি এবং মানুষের চিৎকার যোগ করার অভিযোগ আনা হয়েছে।

ওই বাংলাদেশি শ্রমিক এই বছরের জানুয়ারিতে নিজের টিকটক একাউন্টে ওই ভিডিওটি আপলোড করেন। ভিডিওতে বন্দুকের গুলির শব্দে মানুষের চিৎকারের শব্দ যোগ করে অনলাইনে পোস্ট করেন তিনি। পরে ভাইরাল হয়ে পড়া ভিডিওটি শনাক্ত করে দুবাই পুলিশ।

সেই সঙ্গে ওই প্রবাসীকে চিহ্নিত করে গ্রেফতার করে দুবাই পুলিশ।

গালফ নিউজ জানায়, ওই প্রবাসীর টিকটক অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদে ওই শ্রমিক ভিডিওটি রেকর্ডিং ও পোস্ট করার কথা স্বীকার করেছে।

অভিযুক্ত বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে পরবর্তী শুনানি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।

রবিবার, ২ আগস্ট, ২০২০

কাতারে ৩য় ধাপের বিধিনিষেধ প্রত্যাহার

আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃকাতার উপসাগরীয় একটি ছোট দেশ। তবে এভারেজ জিডিপির দিক দিয়ে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। কাতারে কোভিড-19 পরিস্থিতি উন্নাত হওয়ায় ৩য় ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
কাতারের রাজধানী দোহার অন্যতম পর্যটন এলাকা আল কার্নিশ সাগর পাড় খুলে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
ঈদুল আজহার ছুটিতে হাজারো স্থানীয় নাড়গরিক ও প্রবাসীদের আড্ডায় মুখরিত হয় এই এলাকা। দীর্ঘ  ৫ মাস পর কার্নিশ পাড়ে ঘুরতে পেরে বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা। তবে ছিলোনা সামাজিক দূরত্ব।
কোভিড-19’র মধ্যে সামাজিক দূরত্ব উপেক্ষা করে ঈদের ছুটিতে কাতারের রাজধানী দোহার আল কার্নিশ সাগর পাড়ে হাজারো মানুষের ঢল।
এত লোকের সমাগম দেখে বোঝার উপায় নেই যে করোনার থাবায় কাতারে ১৭৭ জন প্রাল হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১১১,১০৭ জন মানুষ।
যদিও এরই মধ্যে ১ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন কাতারে, করেনার ঝুঁকি থাকলেও দীঘদিন পরে ঘুরতে পারায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীঘ ৫ মাস আমরা ঘরে বন্দি ছিলাম। এখন পরিস্থিতি স্বাভাবিক। এ জন্য ভালো লাগছে।
কাতারে প্রায় ২৮ লাখ লোক বসবাস করে। এই েছোট দেশটিতে গড় অনুপাতে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার কারণে মৃত্যুর হার একবারে কম হয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

মায়ের কাছে ফিরতে ব্যাকুল অসুস্থ দুবাই প্রবাসী ফারুক

শরিয়াতপুর জেলার ভেদরগঞ্জ থানার আক্কেল আলী গাজীর ছেলে ফারুক গাজী ২০১১ সালে পাড়ি জমায় বাংলাদেশ থেকে হাজার বর্গ মাইল দূরে দুবাইতে। তার মনে ছিলো অনেক স্বপ্ন দুবাই এসে তার কামাইয়ের টাকা দিয়ে অনেক সুন্দর ভাবে চলবে তাদের ৬ জনের সংসার। ফারুক গাজী (বন্টাল মারবেল কোম্পানির) ভিসা নিয়ে দুবাই আসেন আসার ৩ বছর পর সে ৪৫ দিনের ছুটিতে যান বাংলাদেশে। ছুটি শেষে দুবাই এসে আবার আগের কর্মে যোগদান করেন। যোগদানের পর থেকে প্রায় ৮ মাস পার হয়ে গেলেও বেতন দেয়নি কোম্পানি। বেতনের কথা বললেই তাদেরকে বলা হতো বাংলাদেশের ভিসা বন্ধ একবারে কেন্সেল করে দেশে পাঠিয়ে দিবো। কেন্সেলের ভয়ে তারা বিনা বেতনে পার করে দিলো ৮ টি মাস। তাদের আর চলার কোনো পথ না পেয়ে তারা তিন বাংলাদেশি এবং চার ইন্ডিয়ানি সহ তারা ৭জন লেবার কোর্টে গিয়ে তাদের বেতন না দেয়ার অভিযোগে কোম্পানির নামে মামলা করে। তারা যে মামলা করেছে তার প্রেক্ষিতে লেবার কোর্ট থেকে কোম্পানির মোবাইলে মেসেজ দিয়েছে। মেসেজ আসার পরদিন তাদের সাতজন কে জিজ্ঞেস করলে তারা মামলার কথা স্বীকার করলে তাদের কে কেন্সেল করে কোম্পানির একামডিশন থেকে বের করে দেয় হয়।
তারা আবার লেবার কোর্টে যান লেবার কোর্টে গেলে লেবার কোর্ট থেকে তাদেরকে বলা হয় তাদেরকে কয়েকদিন পর ডাকা হবে। তারা এক এক জন এক এক দিকে তাদের থাকার তাগিদে চলে যান। ফারুক গাজী গিয়ে উঠে ছাতুয়া তার এক বন্ধুর বাসায় সে ওখানে থেকে একটি কন্সট্রাকশন কোম্পানিতে দৈনিক বেতনে কাজ নেন। কিছুদিন পর লেবার কোর্ট থেকে তাকে কোর্টে যাওয়ার জন্যে ফোন দিলে তার কাছে কোর্টে যাওয়ার মতো গাড়ি ভাড়া না থাকায় এবং ডিউটি থেকে ছুটি চেয়ে ছুটি না পাওয়ায় আর কোর্টে যেতে পারেনি। ছাতুয়াতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সে চলে আসে আজমান নওয়াইমিয়া তার এক বন্ধু সানাউল্লাহ গাজীর বাসায়। ১৫-০৬-২০১৫ তারিখ সোমবার ফারুক অসুস্থ হয়ে পরলে ছানাউল্লাহ গাজী সহ তার রুমের কয়েকজন মিলে অসুস্থ ফারুককে আজমান খলিফা হাসপাতালে নিয়ে যায়। ফারুকের ভিসা কেন্সল থাকার কারনে ফারুককে ভর্তি করাতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো পথ না পেয়ে সানাউল্লাহ গাজী তার আইডি কার্ড দিয়ে ফারুককে হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষন পর চিকিৎসক এর কাছে ফারুকের অবস্থা জানতে চাইলে চিকিৎসক জানান ফারুকের বাম হাত বাম পা মুখের বাম দিকটা অবশ হয়ে গেছে।
বেশ কিছু দিন ফারুককে হাসপাতালে ভর্তি থাকতে হবে। চিকিৎসক আরো বলেন যত তাড়াতাড়ি সম্ভব ফারুককে দেশে পাঠানোর ব্যাবস্থা করার জন্যে। ফারুকের হাসপাতাল থেকে দেয়া রিপোর্ট নিয়ে ০২/০৭/২০১৫ তারিখ সানাউল্লাহ বাংলাদেশ কন্সুলেট দুবাইতে যান। কন্সুলেট থেকে আউট পাসের ব্যাবস্থা করে দেয়া হয়। কন্সুলেট থেকে ফারুকের হাসপাতাল এর খরচ এবং দেশে যাওয়ার টিকেট এর ব্যাপারে কন্সুলেটের হস্তক্ষেপ কামনা করলে কন্সুলেট থেকে তাদের করার কিছু নেই বলে জানিয়ে দেন বলে জানান সানাউল্লাহ গাজী। আজ প্রায় দেড়মাস ফারুক গাজী আজমান খলিফা হাসপাতালে ভর্তি রয়েছেন। আরব আমিরাত প্রতিনিধি এম,শামছুর রহমান সোহেল ২২/০৭/২০১৫ তারিখ সন্ধ্যায় ফারুকে দেখতে আজমান খলিফা হাসপাতালে গেলে ফারুক গাজী কান্নায় ভেঙে পড়েন। অসুস্থ ফারুক গাজী বলেন আমার হাসপাতালের বিল এসেছে প্রায় ২৪ হাজার দিরহাম এর মতো এ টাকা পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই। দয়া করে আমাকে দেশে পাঠানোর ব্যাবস্থাটা করে দিন। ফারুক গাজী বাংলাদেশ কন্সুলেট এবং প্রবাসী বাংলাদেশীদের সাহায্য কামনা করেছেন। তার বিশ্বাস প্রবাসী বাংলাদেশীরা তার প্রবাস জীবনের শেষ ইচ্ছেটি পুরন করবেন এবং তাকে ফিরে যেতে সাহায্য করবে তার মমতাময়ী মায়ের কাছে।
এম,এস,আর সোহেল,আরব আমিরাত

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী