বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার
মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল ?

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ আজ পর্যন্ত কি কেউ কখনও শুনেছেন? বিশ্বের কোন মুসলিম খ্রিস্টানদের যীশুকে অবমাননা করেছে? কোন গালি দিয়েছে (নাউজুবিল্লাহ)। বা ব্যাঙ্গাত্বক কোন কার্টুন এঁকেছে?

না। কোন মুসলিমের পক্ষে কখনও এটা সম্ভব নয়। কারন মুসলমানরা তাদের ধর্ম বিশ্বাসের এক অবিচ্ছেদ্য ফরজ অংশ হিসেবেই তাদের অন্যতম নবী হযরত ঈসা (আঃ)-কে গভীরভাবে সম্মান করেন। কারন খ্রিস্টানদের যীশুই হচ্ছেন মুসলিমদের নবী হযরত ঈসা (আঃ)। ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে নাম ধরে উল্লেখ করা হয়েছে এমন নারী আছেন মাত্র একজন। তিনি হচ্ছেন হযরত মারইয়াম (আঃ)। আর তিনিই হচ্ছেন খ্রিস্টানদের “ঈশ্বরের মাতা” মেরি।
অন্যদিকে ইহুদিদের ‘মোশি’ হচ্ছেন মুসলিমদের সম্মানীত নবী হযরত মুসা (আঃ)। এভাবে আব্রাহাম হচ্ছেন মুসলিমদের জাতির পিতা হযরত ইবরাহিম (আঃ)। জোসেফ হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইউসুফ (আঃ)। জেকব হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইয়াকুব (আঃ)। ডেভিড হচ্ছেন মুসলিমদের নবী হযরত দাউদ (আঃ)। আইজেক হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইসহাক (আঃ)। নোয়াহ হচ্ছেন মুসলিমদের নবী হযরত নুহ (আঃ)। অ্যারন হচ্ছেন মুসলিমদের নবী হযরত হারুন (আঃ)। স্যামুয়াল হচ্ছেন মুসলিমদের নবী হযরত ইসমাঈল (আঃ)। সলেমন হচ্ছেন মুসলিমদের নবী হযরত সোলায়মান (আঃ)। মাইকেল হচ্ছেন মুসলিমদের সম্মানিত একজন ফেরেশতা হযরত মীকাঈল (আঃ)।
আল্লাহর প্রেরিত এই মহাসম্মানীত নবীদের উপর বিশ্বাস রাখা মুসলিমদের ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। তেমনিভাবে আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস রাখাটাও ঈমানের অংশ। তাই পৃথিবীর যে কোন প্রান্তেই হোক। কোন মুসলিমের পক্ষে খ্রিস্টানদের যীশুকে এবং ইহুদিদের মোশিকে কোনভাবেই অবমাননা, কটুক্তি বা ব্যাঙ্গাত্বক কার্টুন আঁকা একেবারেই অসম্ভব।
অন্যদিকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআনে অন্যান্য সব পৌত্তলিক ধর্মের উপাস্য দেব-দেবীদের গালিগালাজ করতেও নিষিদ্ধ করা হয়েছে। তাই মুসলিমদের পক্ষে আল্লাহর এই আদেশ অমান্য করে দেব-দেবীদের গালিগালাজ করাও সম্ভবপর নয়।
অথচ ফ্রান্সের মত উন্নত একটি দেশ তাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর চরমতম অবমাননাকর ব্যাঙ্গাত্বক কার্টুন শহরের সুউচ্চ ভবনে টাঙিয়ে জোড় গলায় দাবী করছে, এটাই নাকি তাদের বাক স্বাধীনতা! এটাই নাকি তাদের মত প্রকাশের স্বাধীনতা!
অথচ সারাবিশ্বের মুসলমানদের জীবনের চাইতেও অধিকতর প্রিয় মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)। মহানবীর প্রতি এহেন বর্বরোচিত হিংস্র আচরনে বিশ্বব্যাপী মুসলিমদের হৃদয় ভেংগে চুরমার হয়ে যাচ্ছে! হৃৎপিন্ডে রক্তক্ষরণ হচ্ছে! কান্নায় বুক ফেটে যাচ্ছে! যে নবী জীবদ্দশায় প্রতিটা মুহুর্তে মক্কার কাফের, মুনাফেক, ইহুদি ও খ্রিস্টানদের অপমান ও নির্যাতন মুখ বুঝে সহ্য করেছেন। রক্তাক্ত হয়েছেন। চরমতম অত্যাচারে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু আল্লাহর দরবারে আবার তাদের জন্যই দু’হাত তুলে দোয়া চেয়েছেন- ‘হে আল্লাহ, এদের বুঝ দাও, এদের ক্ষমা কর।’
এখন বলুন তো। কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি সহনশীল? কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল?

রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

জনগণের প্রত্যাশা অনুযায়ী আমিও আশা করছি জোট থেকে মনোনয়ন পাবো -সেলিম উদ্দিন

মেয়র প্রার্থী জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন
সাম্প্রতিক সময়ে ডিএনএন ডট নিউজের সাথে একান্ত সাক্ষাতকারে মিলিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও আসন্ন ডিএনসিসি’তে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। নিম্নে পাঠকদের জন্য সাক্ষাতকারটি হুবহু তুলে ধরা হলো-
প্রশ্ন- ডিএনএনঃ আপনি জানেন যে গতকাল, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে বিএনপি থেকে এখনো কোন প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। এতে করে কি আপনাকে ২০ দলীয় জোট থেকে প্রার্থীর করার সম্ভাবনা বাড়ছে?
উত্তর- সেলিম উদ্দিনঃ এর জবাবে তিনি বলেন, আমিও জনগণের প্রত্যাশার সাথে একমত এবং আশা করি আমিই ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পাবো।
প্রশ্ন- ডিএনএনঃ জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়ন না পেলে শেষ পর্যন্ত প্রার্থী থাকবেন কিনা প্রশ্ন করা হলে
উত্তরে জনাব সেলিম উদ্দিন বলেন, ‘‘ জনগণের প্রত্যাশা অনুযায়ী আমিও আশা করছি- ইনশাআল্লাহ্‌ আমি জোট থেকে মনোনয়ন পাবো। তবে এক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।”
প্রশ্ন- ডিএনএনঃ নির্বাচিত হলে ডিএনসিসিকে নিয়ে আপনার পরিকল্পনা কি?
উত্তর- সেলিম উদ্দিনঃ বিশ্বের অপরাপর জাতি-রাষ্ট্র যখন উন্নতির স্বর্ণশিখরে আরোহন করছে তখন আমাদের দেশের নগরব্যবস্থায় সনাতনী ধ্যান-ধারণা শুধুই হতাশাব্যঞ্জকই নয় বরং দুঃখজনকও। কারণ, কোন দেশের নগরব্যবস্থাপনা যদি আধুনিক মানে উন্নীত না যায় সেদেশ কখনোই বৈশ্বিক প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে না। তাই বৈশ্বিক নগরব্যবস্থার সাথে সঙ্গতি রেখে আমাদের নগরব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীর আইন-শৃঙ্খলাপরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। নগরবাসীর মধ্যে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করার কোন বিকল্প নেই। নগরবাসীর মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করার জন্য মোটিভেশন চালাতে হবে। শুধুমাত্র প্রশাসনিক শক্তি প্রয়োগ করে সার্বিক শান্তি প্রতিষ্ঠা কোন ভাবেই সম্ভব নয়।
ডিএনসিসির যানজট, আবাসন সমস্যা, পরিবহণ ব্যবস্থায় আধুনিকায়ন, সর্বাধুনিক পরিবহণ উপকরণ, যানজট সহনীয় পর্যায়ে রাখা, নগরীর রাস্তা-ঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, পর্যাপ্ত উড়াল সেতু, আন্ডার পাস, বাইপাসের সুবিধা বৃদ্ধি, শিক্ষা সম্প্রসারণ, শিক্ষা ক্ষেত্রে প্রণোদনা, বিত্তহীন শিক্ষার্থীদের নগর প্রশাসন কর্তৃক সার্বিক সহায়তা, ছিন্নমূলদের পূনর্বাসন, বায়ু ও শব্দ দুষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, ক্রীড়া ও আত্মবিনোদনের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা, সুস্থ্যধারার সংস্কৃতি চর্চা, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব জ্বালানী নিশ্চিতকরণ, নিরবিচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, লোডশেডিং সমস্যা নিরসনে সৌরবিদ্যুত প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরী। নগরবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা এবং চিকিৎসা সেবা বিকেন্দ্রীকরণে নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নতমান ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক। নগরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উল্লেখিত সকল সমস্যা সমাধান করে একটি বাস উপযোগী সর্বাধুনিক সুযোগ সুবিধাসম্পন মেগা সিটি নগরবাসীকে উপহার দেয়া হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য প্রয়াত আনিসুল হকের উত্তরসূরি নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ রেখে মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আবেদন জমা দেওয়া যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। তা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইহবে ২১ ও ২২ জানুয়ারি।
ডিএনএনঃ জনাব সেলিম উদ্দিন ডিএনএন নিউজকে সাক্ষাতকার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সেলিম উদ্দিনঃ আপনাকে, ডিএনএন নিজেরর কতৃপক্ষ ও আপনাদের পাঠকদেরও অসংখ্য ধন্যবাদ।

শনিবার, ৬ আগস্ট, ২০১৬

অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে


আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ  শীর্ষ নিউজ ডটকম, আরটিএনএন, আমার দেশ, দৈনিক দিনকাল পত্রিকার অনলাইন সংস্করণসহ প্রায় ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেয়ার সরকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল ৫ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কোন কারণ দর্শানো ছাড়াই সরকার ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার জন্য সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো সরকার ভিন্নমত ও সমালোচনাকে কোনভাবেই সহ্য করতে পারছে না। অথচ এ সব অনলাইন নিউজ পোর্টালগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে সহযোগিতা করছে। 
জনগণের নিকট সরকারের দায়বদ্ধতা থাকলে সরকার এভাবে অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ করতে পারত না। একটি গণতান্ত্রিক দেশে গায়ের জোরে গণমাধ্যমের উপর দলন-পীড়ন শুধু দুঃখজনকই নয় বরং এর সাথে জড়িত সাংবাদিকদেরকেও মানবেতর জীবন-যাপনের দিকে ঠেলে দেয়া হলো। অবশ্য আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণমাধ্যমের উপর জুলুম-নিপীড়ন চালায়। এই সরকার ইতোমধ্যেই চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন ও আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করে সরকার মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে।
১৯৭৫ সালের ১৬ জুন মাত্র ৪টি পত্রিকা রেখে বাকী সকল পত্রিকা বন্ধ করে দিয়ে শত শত সাংবাদিকরদেরকে পথে নামিয়ে দেয়া হয়েছিল। আসলে আওয়ামী লীগ সরকার এসব কর্মকাণ্ড চালিয়ে দেশে একদলীয় শাসনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যাদেরকে বাধা মনে করা হচ্ছে তাদেরকেই সরিয়ে দেয়া হচ্ছে এবং তাদের উপর জুলুম-অত্যাচার চালানো হচ্ছে। 
আমি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে ৩৫টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।” 

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী