১. মহান আল্লাহ তাআলার জিকির করা (বেশি বেশি)।
২. বেশি বেশি নেক আমল করা। সালাত, কোরআন তেলাওয়াত ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া।
৩.গুনাহ থেকে বেঁচে থাকা। অন্যান্য সময়ের তুলনায় এই দশ দিন গুনাহ থেকে বেচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
৪. সামর্থ্যবানদের জন্য হজ্জ্ব পালন করা।
৫. সামর্থ্যবানদের জন্য কোরবানি করা।
৬. যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা শরীরের পশম মাথার চুল নখ ইত্যাদি ১০ দিনের ভিতরে না কাটা না কাটা।
৭. বেশি বেশি তাকবীর, তাহমিদ, ও তাহলীল পাঠ করা (الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد)।
৮. ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন এটি(الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد) বেশি বেশি পরিমাণে পাঠ করা। প্রতি ওয়াক্ত সালাতের পর কমপক্ষে একবার পাঠ করা।
৯. আরাফার দিন অর্থাৎ ৯ই জিলহজ নফল রোজা রাখা, সম্ভব হলে পূর্ববর্তী আট দিনও রাখা। যেহেতু আরাফাহ এর দিবস ৯ তারিখ হবে না ৮ তারিখ হবে তা নিয়ে মতবিরোধ আছে, ৮ ও ৯ দুইদিন রোজা রাখাটা এর ফযীলত পাওয়ার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে।
১০. ঈদুল আযহার দিন ঈদুল আযহার সুন্নত সমূহ পালন করা এবং ঈদুল আযহার নামাজ জামাতে আদায় করা।
১১। বেশি বেশি সাদাক্বাহ করা, যা এই করোনা পরিস্থিতিতে আরও বেশি জরুরি।