‘ভূস্বর্গ’ নামে খ্যাত কাশ্মির উপত্যকা এখন জ্বলছে। বিগত মাসাধিককাল প্রতিদিন সেখানে ভারতীয় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হচ্ছেন স্বাধীনতাকমী কাশ্মিরিরা। গত ৮ জুলাই ভারত-অধিকৃত কাশ্মিরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর হাতে স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার বুরহান ওয়ানিসহ তিনজন নিহত হন। বুরহানের খবর ছড়িয়ে পড়লে কাশ্মিরজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। বিক্ষুব্ধ জনতা ভারতীয় শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মাত্রা বেড়ে গেলে কাশ্মিরের দশটি জেলা, এমনকি দূরবর্তী গ্রামেও কারফিউ জারি করা হয়। কারফিউ ভঙ্গ করে বিভিন্ন স্থানে জনতা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করলে নিরাপত্তাবাহিনী ও পুলিশের গুলিতে অন্তত অর্ধশত নিহত ও বহু আহত হয়েছেন।
তরুণ বুরহান ওয়ানি জনপ্রিয় ছিলেন। তার বড় ভাই খালিদ ওয়ানিকেও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে নিরাপত্তা বাহিনী হত্যা করেছিল। এ দিকে ভারতীয় নিরাপত্তাবাহিনীর ‘জুলুম-নিপীড়নের শিকার’ হওয়া মানুষের চিকিৎসা সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আহতদের সহায়তার জন্য কাশ্মিরে প্রবেশের যাতে অনুমতি দেয়া হয়, সে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে দেশটি। কাশ্মির প্রশ্নে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ্ধের দুই দিনের মাথায় এই প্রস্তাব দেয়া হলো।
কাশ্মিরের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এর আগে মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে সাক্ষাৎ করে বলেছেন, ‘আশা করি, প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মিরের সমস্যা নিরসনের জন্য সেখানকার লোকদের সংলাপ আয়োজনের সুযোগ গ্রহণ করবেন।’ মোদির বৈঠককে ‘স্বাধীনতাকামী’রা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, সঙ্ঘাতে লিপ্ত পক্ষগুলোর সাথে আলোচনা ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মিরের চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে অস্বীকার করেছেন। কিছু দিন আগে নওয়াজ শরিফ ‘কাশ্মির একদিন পাকিস্তানের সাথে যুক্ত হবে’ এমন আশা ব্যক্ত করলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এটাকে ‘পাক প্রধানমন্ত্রীর কল্পনাবিলাস’ বলে মন্তব্য করেন।
স্বাধীনচেতা কাশ্মিরিরা বিভিন্ন সময় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত উপত্যকাটি এখন তিনভাগে বিভক্ত। ১৯৪৭ সালে ভারত ভাগের জন্য দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যে বাউন্ডারি লাইন টানার কথা ছিল, তা যথাযথভাবে অনুসরণ করা হলে, কাশ্মির পাকিস্তানের মধ্যে যাওয়ার কথা।
১৯৪৭-এ ভারত বিভক্তির সময় কাশ্মির ছিল স্বাধীন রাজার শাসনাধীন একটি বৃহৎ দেশীয় রাজ্য। এর রাজা ছিলেন হিন্দু-মহারাজা হরি সিং। ব্রিটিশরা স্বাধীন রাজা শাসিত অঞ্চলগুলোর ব্যাপারে এই নীতি ঘোষণা করেনÑ ইচ্ছা করলে তারা ভারত বা পাকিস্তানে অন্তর্ভুক্ত না হয়েও স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারেন। আবার সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছানুসারে যেকোনো অংশে যুক্ত হতে পারবেন।
১৯৪৭-এ ভারত বিভক্তির সময় ক্রিপস মিশনের মূলনীতিগুলো উপেক্ষা করা হয়। এই ফর্মুলা অনুসরণ করা হলে বাংলা, পাঞ্জাব ও আসাম অবিভক্ত থাকত। দেশীয় রাজ্য হিসেবে কাশ্মিরও সরাসরি ব্রিটিশ রাজার অধীনে স্বায়ত্তশাসিত মর্যাদার একটি রাজ্য হিসেবে থাকার অধিকার পেত। মহারাজা হরি সিং নিজেও এমনটি চেয়েছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে পাকিস্তানের সাথে যাওয়া না যাওয়ার প্রশ্নটি গণভোটের মাধ্যমে নিষ্পত্তি হতে পারত। হরি সিং প্রথমে ভারতভুক্তির ছিলেন বিরোধী। এমন সময় কাশ্মিরে দাঙ্গা লাগিয়ে দেয়া হয়। হরি সিং ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ১৯৪৭-এর ২২ সেপ্টেম্বর হুঞ্জা, নগর ও গিলগিটের জনগণ রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিরে আসা এবং কাশ্মিরি সেনাবাহিনী থেকে বহিষ্কৃত সৈনিকদের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে পুঞ্চ ও মিরপুরের জনগণ। ১৫ সেপ্টেম্বর বিদ্রোহ করে মুজাফফরাবাদ। ২২ তারিখে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ সংলগ্ন ডোমেল চেকপোস্ট দিয়ে প্রবেশ করল পার্বত্য উপজাতি যোদ্ধা আফ্রিদি ও মাহসুদরা। সাথে যোগ দিলো বিদ্রোহী গিলগিট স্কাউটস, হুঞ্জা, নগর ইয়াসিনের বিদ্রোহীরা এবং মিরপুর, মুজাফফরাবাদ ও পুঞ্চের বিদ্রোহী সেনাদল। ২৪ সেপ্টেম্বর অগ্রসরমান বাহিনী হাজির হলো বারামুল্লায়-শ্রীনগর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। তখন ভারতীয় সেনাদের সাহায্য চাইলেন রাজা হরি সিং। কিন্তু কাশ্মিরের ভারতভুক্তির আগে কোনো সেনা পাঠাতে রাজি হলো না ভারত সরকার। ২৫ তারিখ রাতের অন্ধকারে শহর খালি করে দিয়ে হিন্দু অধ্যুষিত জম্মুতে পালালেন রাজা হরি সিং। ২৬ সেপ্টেম্বর ভারতভুক্তির ঘোষণা নিয়ে দিল্লি গেলেন রাজার প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স দলের নেতা শেখ আব্দুল্লাহ। ২৭ সেপ্টেম্বর এই ঘোষণা গ্রহণের সাথে সাথে কাশ্মির ভারতের অন্তর্ভুক্ত করে নেয়া হয়। ২৭ অক্টোবর রাজা জরুরি অবস্থা ঘোষণা এবং শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন। এ দিনই রাজা হরি সিংয়ের আহ্বানে ভারত ‘শ্রীনগর শহরকে রক্ষার কথা বলে এক ব্যাটেলিয়ন শিখ সৈন্য প্রেরণ করে। তবে অভিযোগ আছে, এর অনেক আগেই পাঞ্জাবের পাতিয়ালা রাজ্য থেকে কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী প্রেরণ করা হয়েছিল। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কাশ্মিরে ভারতভুক্তিকে অবৈধ এবং কাশ্মিরের ভারতীয় সৈন্য প্রেরণকে আগ্রাসন বলে আখ্যায়িত করেন। তিনিই প্রথম কাশ্মিরের অন্তর্ভুক্তির প্রশ্নে গণভোটের কথা বলেছিলেন। ১৯৪৮ সালে পাকিস্তান কাশ্মিরকে তার ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে দাবি করে ওই অঞ্চল দখলের জন্য সৈন্য পাঠায়। ফলে ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধ বেধে যায়। এ যুদ্ধে পাকিস্তান কাশ্মিরের এক-তৃতীয়াংশ নিজ নিয়ন্ত্রণে নেয়, যার নামকরণ করা হয় ‘আজাদ কাশ্মির’।
ভারত ও পাকিস্তানের মধ্যে এ অঞ্চলটি নিয়ে চরম বিরোধ ও উত্তেজনা চলতেই থাকে দশকের পর দশক। কাশ্মিরকে নিয়ে দু’টি দেশের মধ্যে দু’টি বড় যুদ্ধও সংঘটিত হয়েছে। ছোটখাটো যুদ্ধ ও গুলিবিনিময় প্রায়ই ঘটে আসছে।
কাশ্মির ইস্যু মীমাংসার জন্য জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। ভারতই কাশ্মির সমস্যাটি জাতিসঙ্ঘের কাছে উপস্থাপন করেছিল। এ প্রসঙ্গে বিশ্লেষকদের অভিমত হলোÑ ভারতের জাতিসঙ্ঘের শরণাপন্ন হওয়ার পেছনে একটা কূটরাজনীতি ছিল। জম্মু ও কাশ্মিরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, তা ভারত আসলে চায়নি। ভারত চেয়েছিল, জাতিসঙ্ঘের সহায়তায় কাশ্মিরি ‘স্বাধীনতাকামী’দের যুদ্ধবিরতিতে রাজি করানো। এ উদ্দেশ্য ভালোভাবে হাসিল হয়েছে।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ আলাপ-আলোচনার পর যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, কলম্বিয়া, চেকোশ্লোভাকিয়া ও আর্জেন্টিনা সমন্বয়ে পাকিস্তান ও ভারতবিষয়ক একটি কমিশন গঠন করেছিল। ১৯৪৮ সালের ১৩ আগস্ট কমিশন শান্তি পরিকল্পনা চূড়ান্ত করে। শর্ত ছিলÑ যুদ্ধবিরতি, উপজাতীয় পাঠানদের কাশ্মির উপত্যকা থেকে প্রত্যাহার এবং কমিশনের তত্ত্বাবধানে গণভোট। এ গণভোট ৬৮ বছরেও অনুষ্ঠান সম্ভব হয়নি ভারতের বিরোধিতার কারণে। প্রকৃতপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে স্বাধীনভাবে রায় প্রদানের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ দিকে চালানো হচ্ছে অব্যাহত দমনপীড়ন।
সম্প্রতি বিবিসি জানায়, ভারত অধিকৃত কাশ্মিরে কিছু হিন্দু পরিবারকে পুনর্বাসনের জন্য বিশেষ কলোনি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ’৯০-এর দশকের গোড়া থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পণ্ডিতসহ হিন্দু পরিবারগুলো উপত্যকা ছেড়ে জম্মু কিংবা ভারতের দিল্লি ও অন্যান্য এলাকায় চলে যায়। এখন তাদের ফিরিয়ে আনার জন্য কলোনি তৈরির পরিকল্পনা নেয়া হলে মুসালিম নেতারা এর তীব্র বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, ফিলিস্তিনিদের ভাগ্যে যা ঘটেছে অর্থাৎ ভূমিপুত্র ফিলিস্তিনিদের উচ্ছেদ করে যেভাবে ইহুদি জনবসতি গড়ে তোলা হয়েছে, এ ক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে।
নিরাপত্তা পরিষদের শান্তি কমিশন যুদ্ধবিরতি রেখা টেনে কাশ্মিরকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। ৩৪ হাজার ২৪৪ বর্গমাইল এলাকা পড়ে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে এবং ৮৬ হাজার ২৪ বর্গমাইলের বাকি অংশ পড়ে ভারতের অংশে। জম্মুর সামান্য অংশ, মিরপুর, মুজাফফরাবাদ, গিলগিট ও কারগিল ‘আজাদ’ কাশ্মিরের অন্তর্গত। রাজধানী শ্রীনগর, জম্মু, পুঞ্চ-এর অংশবিশেষ নিয়ে বিশাল উপত্যকা ভারতের জম্মু ও কাশ্মির প্রদেশের অন্তর্ভুক্ত হয়।
১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ভারত চীনের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। যুদ্ধে ভারতের হারানো অংশবিশেষ চীন অধিকৃত (১৪৩৮০ বর্গমাইল) আকসাই চীন হিসেবে পরিচিত। এটি মূল কাশ্মির ভূখণ্ডের অংশ ছিল। এটা এখন চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের অন্তর্ভুক্ত। ভারত আকসাই চীনের অস্তিত্ব স্বীকার করতে চায় না। এখানে ভারত-চীনের সীমান্তে উভয়ের সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময় লেগেই থাকে। কিন্তু ১৯৬৩ ও ১৯৯৬ সালে দু’টি দেশ একটি চুক্তি এই মর্মে স্বাক্ষর করেছে, উভয় দেশ ১৯৬২-এর যুদ্ধের পরপর যে অংশ যে নিয়ন্ত্রণ করছে, সে সেটি সীমান্তরেখা হিসেবে মেনে চলবে। তবুও ভারত ও চীন কেউই তা মেনে চলতে আগ্রহী নয়। চীন মনে করে, অরুণাচল প্রদেশটি তার দেশের অংশ প্রাকৃতিকভাবেই।
কাশ্মির সঙ্কট এখন আর দ্বিপক্ষীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই। যথাসময়ে যদি কাশ্মিরি জনগণকে গণভোটের সুযোগ দেয়া হতো, তাহলে অনেক আগেই ওই অঞ্চলের মানুষ খুঁজে পেত তাদের মর্যাদাকর অবস্থান। শান্তি ও স্থিতি প্রতিষ্ঠিত হতো জাতীয় জীবনে। এখন তিনটি দেশের স্বার্থ যুক্ত হওয়ায় এবং ছাড় না দেয়ার মানসিকতা প্রত্যেকে পোষণ করায় বলা খুব কঠিন, কাশ্মিরের ভবিষ্যৎ কী হবে। কিভাবে এ সঙ্কটের সুরাহা হবে, যুদ্ধে না আলোচনায়?
সোলায়মান আহসান