আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্ক: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করার সময় র্যাবের হেফাজতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজ রহস্যজনকভাবে নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে বলেন, এ ঘটনার দ্বারাই প্রমাণিত হয় যে, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে।
শনিবার দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ঘটনার সাথে জড়িত রাঘব-বোয়ালদের আড়াল করার হীন উদ্দেশ্যেই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে সরকারের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। ওমর সিরাজের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হয়েছেন। সরকার তাকে হত্যা করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজের নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন