আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ সরকার যেভাবে প্রতিদিন আলেমদের গ্রেফতার করছে তাতে একটা ব্যাপার পরীক্ষিত হয়ে গেছে . পুলিশ যতোই গ্রেফতার করছে ততোই সানন্দে আলেমরা স্বপ্রনোদিত ভাবে নিজেদের সমর্পন করে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ।
গত কয়েকদিন যেভাবে গ্রেফতার যজ্ঞ চালানো হয়েছে তা আসলেই নজিরবিহীন . কি কারণে গ্রেফতার করছে সেই বিচার বা বিশ্লেষণ আমি না-ই বা করলাম ।
কিন্তু আলেমদের ঈমানী শক্তি এতোটা কঠোর ও পোক্ত তা প্রমাণিত হলো এই গ্রেফতার যজ্ঞের মাধ্যমে . এ যেন স্বেচ্ছায় কারাবরণ. যেখানেই গ্রেফতারের জন্য গিয়েছে সেখানেই তাদেরকে যথাস্থানে ও যথারীতি পাওয়া গেছে ।
এইসব গ্রেফতারি ভীতি থাকলে সচরাচর রাজনৈতিক নেতারা গা ঢাকা দিয়ে থাকেন . কিন্তু আলেমদের ক্ষেত্রে তা দেখা যায়নি ।
আরো আশ্চর্য বিষয় হলো প্রথম দিকে যা একটু ভীতি ছিল, এখন তাও কাজ করছেনা তাদের মনে . কারণ , নির্ঘাত গ্রেফতারের সম্ভাবনা নিয়ে তরুণ ইসলামিক নেতা মুফতি হারুন ইজহার নিজ বাসভবনেই ছিল . খুব সাধারণ ভাবেই পুলিশের কাছে নিজেকে সমর্পন করেছে ।
আমার দীর্ঘ টকশো জীবনে শুধুমাত্র গত ২/৩ মাসে আগে থেকে আলেম বা ইসলামিক বক্তাদের আসার সুযোগ দেই . এর আগে কখনোই এতটা সম্পর্ক ছিলোনা এই সম্মানিত আলেম সমাজের সাথে ।
টকশোতে ইনভাইট করতে গিয়ে তাদের সাথে আমার যথেষ্ট ভাল সম্পর্ক হয় . সরাসরি দেখা না হলেও ফোনে যতটুকু কথা হয়েছে তাতে তাঁদের প্রতি আমার অনেক সম্মানবোধ তৈরী হয়েছে।
কিন্তু আফসোস এখন টকশোতে তাঁদের কাউকেই পাচ্ছিনা . যাকেই কল দেই তার ফোন বন্ধ . পরিবারের কেউ ধরলে বলছে তিনি তো এখন জেলে । পরিবারের মানুষজনগুলিও যথেষ্ট স্বাভাবিক । কি আজব মানসিক শক্তি ।
রাষ্ট্রের ক্ষতি করলে যে কেউ গ্রেফতার হবে আইনি ভাবে বিচারপূর্বক সাজা ভোগ করবে , এটাই চিরাচরিত নিয়ম।
কিন্তু এই রোজার মাসে অন্ধকার প্রকোষ্টে আলেমদের এভাবে ফেলে রাখাটা কতটুকু সমর্থিত তা ভাবতে ভারী কষ্ট লাগছে।
সরকারের কাছে আবেদন করছি, সবকিছুর উর্দ্ধে উঠে এই রমজানের সময়ে কাউকে গ্রেফতার না করে ঈদুল ফিতর যেন পরিবারের সাথে কাটাতে পারে সবাই সেই ব্যবস্থা করুন দয়া করে . কি কারণে এই বিশাল গ্রেফতার আমি জানিনা, তবে যদি শুধুই রাজনৈতিক কারণে গ্রেফতার গুলো করা হয়ে থাকে তাহলে বলবো এই মাসটিতে নয়।
উনারা সবাই দ্বীনি ও পরহেজগার . রোজার মাসটির জন্য তারা সারা বছর তাকিয়ে থাকে. দয়া করে ব্যাপারটি বিবেচনায় নিন।
টকশোর কারণে যাদেরকে চিনেছি তাদের প্রতিনিয়ত গ্রেফতার দেখে হাতে কলম না নিয়ে শান্তি পাচ্ছিলামনা .
আমার এই কলম সবার জন্য . নির্যাতিতদের পাশে সবসময় আছি।
সাইফুর সাগর
সঞ্চালক , ফেস দ্যা পিপল