বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

‘এ দেশে ইসলামের ইসলামের বিজয়-পতাকা উড়বেই’: হেফাজতে ইসলাম

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রঘোষিত দোয়া দিবসে চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেছেন, মুসলিমপ্রধান এ দেশে পুলিশ গুলি করে নিরীহ মুসলমান হত্যা করবে, এটি বরদাশত করা যায় না। এ সময় হত্যাকাণ্ডে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

রোববার হেফাজতের ডাকা হরতাল পালনকালে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ও আহতদের জন্য সোমবার আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
বাদ আসর চট্টগ্রাম নগরীর তালিমুল কুরআন মাদরাসা মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজ শাহ)।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ তাজুল ইসলাম বলেন, ‘এ দেশ মুসলিমপ্রধান দেশ। এ দেশের পুলিশ গুলি করে নিরীহ মুসলমান হত্যা করবে, এটি বরদাশত করা যায় না। খুনিদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মাধ্যমে সরকারের ইসলামবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। কওমি মাদরাসা বন্ধ করার ষড়যন্ত্র এ দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা মেনে নেবে না।’
দোয়া মাহফিলে হেফাজতের ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালে নিরীহ আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতার ওপর পুলিশ গুলি চালিয়েছে। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য যারা দেশের নিরপরাধ প্রতিবাদী নাগরিকদের হত্যা করতে দ্বিধা করে না, তারা জালিম ও অত্যাচারী।’
তিনি আরো বলেন, ‘যারা ধর্ম ও মানবতার প্রতি সম্মান প্রদর্শন করে না, তারা জনগণের কাছে সবসময় ঘৃণিত ও প্রত্যাখ্যাত।’
তিনি বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে এ দেশে একদিন ইসলামের বিজয়-পতাকা উড়বেই, ইনশাআল্লাহ।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী