বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মুহাম্মদ উল্লাহর সম্মানিতা মাতার ইন্তেকালে চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর মাতা লায়লা বেগম (৯০) আজ সকাল ১০টায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী নিবাসী লায়লা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, 'প্রিয় ভাই জনাব মুহাম্মদ উল্লাহর সম্মানিতা আম্মার ইন্তেকালে আমরা অত্যন্ত ব্যথিত। আল্লাহপাক তাঁর সমস্ত আমলগুলো কবুল করুন, তাঁর যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে পরকালে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন। তাঁর নিকটজন সহ সকলকে ধৈর্য্য ধারণের তাওফীক দিন, আমীন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন