আমাদের বাংলাদেশিউজ 24 ডেস্কঃ নগর অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন পদক্ষেপ। চট্টগ্রাম সিটি করোরেমনের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজএর উদ্যোগেএমন পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি চার চাকার গাড়িতে না ঘুরে মটর সাইকেলে করে ঘুরার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এসি গাড়িতে কালো গ্লাসের ভিতর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত সমস্যা সঠিকভাবে বুঝা যায় না। তাই প্রশাসক নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছেন; যাতে করে মানুষের সমস্যা নিজের চোখের সামনে কিছুটা হলেও সমাধান করতে পারেন;সেই চেষ্টা।
২৪ আগষ্ট হতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের নেতৃত্বে শুরু হচ্ছে ক্রাস প্রোগ্রাম। এই উদ্দেশ্যে প্রশাসক মহোদয় নতুন একটি মটর-বাইক ক্রয় করেছেন।
নগর অভিযানে তিনি থাকবে একটি মটর-বাইকে এবং অন্য বাইকে থাকবে সিটিকরপোরেশনের ইঞ্জিনিয়ার/প্রকৌশলী; ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারগণ। যেই সড়ক দিয়ে প্রশাসক যাবেন সেই সড়কের ভাঙ্গা মেরামত, সড়কের রাইট মেরামত করবেন সাথে সাথে। যেখানে সমস্যা; সেখানেই সমাধান।
প্রশাসকের এই রকম উদ্যোগকে সচেতন মহলের জনগণ স্বাগত জানিয়েছে। পূবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা নাই। তবে বর্তমান নবনিযুক্ত প্রশাসক খুব অল্প সময়ের মধ্যেই জনগণের দৃষ্টি আকর্ষণ ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন