আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ তফসিল ঘোষণার আগে ও পরে জাতীয় ঐক্যফ্রন্টের কারাবন্দি করে রাখা ১৪ জন প্রার্থীর মুক্তি য়েছেন ড. কামাল হোসেন। সোমবার একটি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান তিনি।
বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত লিখিত দাবিতে বলা হয়েছে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মওলানা আব্দুল হামিদ, রাজশাহী-৬ আসনের মোহাম্মদ আবু সাঈদ চাঁদ, মাগুরা-১ আসনের মো. মনোয়ার হোসেন, খুলনা-৬ আসনের আবুল কালাম আজাদ, সাতক্ষীরা-২ আসনের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের কাজী নজরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সুলতান সালাহ উদ্দিন টুকু, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, নরসিংদী-১ আসনের খায়রুল কবীর খোকন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, কুমিল্লা-১০ আসনের মনিরুল হক চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের আ. ন ম. শামসুল ইসলাম, কক্সবাজার-২ আসনের প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদকে মিথ্যা ও গায়েবি মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে।
অবিলম্বে তাদের মুক্তি দাবি এবং ভবিষ্যতে অন্য কোনো প্রার্থীকে গ্রেপ্তার না করার ব্যবস্থা নিতে ইসিতে চিঠিয়ে বলেছে ঐক্যফ্রন্ট।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন