আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ চট্টগ্রাম ওয়াসা চট্টগ্রাম শহরে পানি সরবরাহ বিঘ্নের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়েছে, চট্টগ্রাম শহরের জলবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে চট্টগ্রাম ওয়াসার মড-২ আওতাধীন এলাকায় হিজরা খালে স্থিত কাপাসগোল ব্রিজ স্থানে ২৪ ইঞ্চি ব্যাসের পাইপ লাইন পুনর্বাসন কাজ চলমান আছে। পাইপ লাইন পুনর্বাসনের জন্য আগামী ১৭/২/২০২১ খ্রিঃ রোজ বুধবার রাত ১২:০০ ঘটিকা হইতে পরবর্তী ৩৬ ঘন্টা পানি সরবরাহ বন্ধ রাখিতে হইবে।
ফলে কালুরঘাট বুস্টার স্টেশনের আওতাধীন এলাকাসমূহ যথাক্রমে চান্দগাঁও আবাসিক এলাকা, চকবাজার, ডিসি রোড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকা, সিরাজুদ্দৌল্লাহ রোড, কাপাসগোলা রোড, বহদ্দারহাট, বাড়ইপাড়া, খাজারোড, প্রবর্তক মোড়, সুগন্ধ্যা আবাসিক এলাকা, কাতালগঞ্জ, বাদুরতলা, শুলকবহর (আংশিক), চাঁনমিয়া সওদাগর রোড ও তৎসংলগ্ন এলাকাসমূহে পানি সরবরাহ বন্ধ থাকিবে।
সম্মানিত গ্রহকবৃন্দের সামিয়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ আন্তরিকবাবে দুঃখ প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন