বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

নিঃসন্তান দম্পতির সন্তান লাভের উপায়!

 বাংলাদেশে আশংকাজনক হারে বাড়ছে সন্তানহীন দম্পতির সংখ্যা। সংসার জীবনে দীর্ঘ হচ্ছে হতাশার ছাঁয়া। অনেকে ডাক্তার দেখিয়ে ক্লান্ত হচ্ছেন, অনেকে ধরণা দিচ্ছেন পীরের দরবারে। অনেকে ধরণা দিচ্ছেন যিনিই সত্যিকারে সন্তান দিতে পারেন সে মহান আল্লাহর কাছে। কিন্তু কিছুতেই সন্তান হচ্ছেনা। কিন্তু কেন?

রাসুল (সাঃ) এর সাহাবীদের জীবনী পড়লে দেখা যায়, তারা যখন কোন অকল্যাণ দেখতে পেত, তখন চিন্তায় পড়ে যেত হয়তো তারা দ্বীনের ক্ষেত্রে ভুল করেছেন। দেখা যেত, হয়তো নিজেদের অলক্ষ্যে কোন সুন্নাত অনুসরণ থেকে পিছিয়ে পড়েছেন, তখনি নিজেদের শুধরিয়ে নিতেন। আর আল্লাহর রহমত আসতে দেরী হতোনা।
আল্লাহ চাহেতো আপনার বন্ধা স্ত্রীর গর্ভেও সন্তান দিতে পারেন। যেমন দিয়েছিলেন, হযরত ইব্রাহীম (আঃ) এর বন্ধা স্ত্রী সায়েরা (রাঃ) এর গর্ভে। আসুন আমরা কারণ খোঁজার আগে আল্লাহ কি বলছে তা জেনে নিই।
فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُ ۥ كَانَ غَفَّارً۬ا .
يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارً۬ا .
وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٲلٍ۬ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّـٰتٍ۬ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡہَـٰرً۬ا
“বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতিশয় ক্ষমাশীল; তিনি তোমাদের জন্য আকাশ হতে প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন ও প্রবাহিত করবেন নদী-নালা।”
(সূরা নুহ ১০-১২)
লক্ষ্য করুন, আল্লাহ বলছেন তিনি সমৃদ্ধ করবেন সন্তান-সন্ততিতে। কিন্তু একটি শর্ত জুড়ে দিয়েছেন। প্রশ্ন হলো শর্তটা কি? অর্থগুলো প্রথম থেকে আবার পড়ে আসুন। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদেরকে সমৃদ্ধ করা হবে। অর্থাৎ আল্লাহ আমাদের কোন কাজ কিংবা সকল কাজের প্রতি অসন্তুষ্ট। তাই তিনি আমাদেরকে সন্তান দেন না। আমাদের (স্বামীর অথবা স্ত্রীর অথবা উভয়ের) এমন কোন আচরণ কিংবা কাজ রয়েছে, যা আল্লাহর নিকট অপছন্দনীয়। তাই আল্লাহ আমাদের সন্তান দিচ্ছেন না।
তাফসীরে কুরতুবিতে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়, এক ব্যক্তি হযরত হাসান আল বাসরির (রঃ) নিকট এসে দোয়া চেয়ে বললেন - ”আল্লাহর কাছে প্রার্থনা করুন আমাকে একজন সন্তান দিয়ে রহম করার জন্য।” উত্তরে তিনি বললেন – “আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো।”
হাসান আল বাসরিও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের নিয়ে একটু পর্যালোচনা করি। নিজেদের দোষ খুঁজে বের করি। এমন কিছু কাজ খুঁজে বের করি, যার জন্য আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট। আর তাওবা করি। হাদীসে কুদসীতে আল্লাহ বলেছেন,
”হে আদম সন্তান! যাবৎ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে, তাবৎ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে থাকে অতঃপর তুমি আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোন পরোয়া করি না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং আমার সাথে কাউকে শরীক না করে থাক, তাহলে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার নিকট উপস্থিত হব।’’ (তিরমিযী, হাসান)
আসুন, ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আল্লাহর নৈকট্য লাভের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে পারেন, শহীদ মতিউর রহমান নিজামী’র লেখা বই, “আল্লাহর নৈকট্য লাভের উপায়”।
আর বেশি বেশি করে নিমোক্ত দোয়ার মাধ্যমে কল্যাণ চাইতে থাকি,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
’হে আমাদের পালনকর্তা, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান দান করুন এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ দান করুন।’ (সূরা ফুরকান ৭৪)
رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
হে, আমার পালনকর্তা! আপনার নিকট থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আলে-ইমরান ৩৮)
আমরা যদি, তাওবাতুন নাসুহার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভ করতে পারি, ইনশাল্লাহ তিনি আমাদের নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করবেন।
Collected

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী