16 Nov, 2015 আগামী ৫ বছরের মধ্যে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পেয়ে ২ কোটিতে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি আমেরিকার আন্তর্জাতিক পলিসি ইন্সটিটিউট কাউন্সিল স্টোন গেট এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সরকার এবার (২০১৫ সালে) প্রায় ১৫ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে এবং ২০১৬ সালে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও বর্তমানে জার্মানে প্রায় ৬ লাখ মুসলিম অধিবাসী বসবাস করছে।
বাভারিয়ার মিউনিসিপালিটির অ্যাসোসিয়েশনের সভাপতি ইউভা ব্রেন্ডেল এক বিবৃতিতে বলেছেন, ২০২০ সালে জার্মানে মুসলমানের সংখ্যা চারগুণ বৃদ্ধি পাবে।
জার্মানে মুসলিম জনসংখ্যার এ বৃহৎ পরিবর্তনের ফলে সেদেশের পরিবেশেও পরিবর্তনের ছোঁয়া লাগবে এটা বলা যায় নিঃসন্দেহে।উৎসঃ বাংলানিউজ24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন