আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃতিরিশ চল্লিশ বছর আগেও গাঙের কিনার দিয়ে হেঁটে যেতো গুণটানা মাঝিমাল্লারা। একটি বাঁশের বা কাঠির সাথে বাঁধা থাকতো প্রত্যেকের গুণ বা সুতলির মাথা। অপর মাথাগুলো বাঁধা থাকতো মাস্তুলের উপর। ছবিতে পালে হাওয়া কম বিধায় উজান চলতে গুণটানায় নেমে গেছে সবাই। ঝোপঝাড় জঙ্গল ও নদীর পাড় ভাঙা স্থানে পথ চলতে চলতে রাস্তার মতো হয়ে যেতো। যারা নিয়মিত গুণ টানতেন তাদের ঘাড়ে দাগ পরে যেতো।
বর্তমানে অধিকাংশ নৌকাতে মেশিন যুক্ত হওয়ায় এই দৃশ্য আর কারো চোখে পড়ে না।
একদিকে এই খেটে কাওয়া মানুষগুলোর কষ্ট যেমন কমে গেছে, অপর দিকে পানি দুষত হচ্ছে মেশিনের তেলে আর অনেকের কর্মসংস্তানও কমেছে এই নৌকায়।
নদীমাতৃক বাংলাদেশে নদীর নাব্যতা কমে যাওয়ায় নৌকার ব্যবহারও অনেক কমেছে।
একটা সময় ছিলো নৌকার মাধ্যমে অনেক কাজ করা হতো। এখন বিকল্প পদ্ধতিতে সে সকল কাজ সম্পন্ন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন