বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

সোমবার, ১২ জুলাই, ২০২১

জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল

 

আমাদের বাংলাদেশ নিউজ24: জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল আমাদের বাংলাদেশ নিউজ24
আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল:

১. মহান আল্লাহ তাআলার জিকির করা (বেশি বেশি)।

২. বেশি বেশি নেক আমল করা। সালাত, কোরআন তেলাওয়াত ইত্যাদির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া।

৩.গুনাহ থেকে বেঁচে থাকা। অন্যান্য সময়ের তুলনায় এই দশ দিন গুনাহ থেকে বেচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

৪. সামর্থ্যবানদের জন্য হজ্জ্ব পালন করা।

৫. সামর্থ্যবানদের জন্য কোরবানি করা।

৬. যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা শরীরের পশম মাথার চুল নখ ইত্যাদি ১০ দিনের ভিতরে না কাটা না কাটা।

৭. বেশি বেশি তাকবীর, তাহমিদ, ও তাহলীল পাঠ করা (الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد)।

৮. ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন এটি(الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد) বেশি বেশি পরিমাণে পাঠ করা। প্রতি ওয়াক্ত সালাতের পর কমপক্ষে একবার পাঠ করা।

৯. আরাফার দিন অর্থাৎ ৯ই  জিলহজ নফল রোজা রাখা, সম্ভব হলে পূর্ববর্তী  আট দিনও রাখা। যেহেতু আরাফাহ এর দিবস ৯ তারিখ হবে না ৮ তারিখ হবে তা নিয়ে মতবিরোধ আছে, ৮ ও ৯ দুইদিন রোজা রাখাটা এর ফযীলত পাওয়ার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। 

১০. ঈদুল আযহার দিন ঈদুল আযহার সুন্নত সমূহ পালন করা এবং ঈদুল আযহার নামাজ জামাতে আদায় করা।

১১। বেশি বেশি সাদাক্বাহ করা, যা এই করোনা পরিস্থিতিতে আরও বেশি জরুরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী