বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বেড়াইদের চালা গ্রাম : মোবারক হোসেন শ্যামল

 

বেড়াইদের চালা গ্রাম

আমার মনের মত নাম।
এই গ্রামে মোর দাদার ভিটা
বাবার জন্মস্হান।
এই গ্রামেতেই জন্ম আমার
ছেলেরও জন্ম ভুমি
এই গ্রামের নাম লিখে যাই
দুই ঠোটে যাই চুমি।
সবুজ ঘেরা গ্রামটি আমার
নিবির পরিপাটি
এই গ্রামেতে ফলায় ফসল
সোনায় মোড়া মাটি।
বেড়াইদের চালা গ্রাম
শান্তি অবিরাম
এই গ্রামেতে জন্ম যাদের
সবাই কে সালাম।
কত গুনী জন্ম নিলেন
ধন্য করে গ্রামের নাম
এই গ্রামেমেতেই জন্ম আমার
এই ভাবনায় সফলকাম।
ভালোবাসি এই গ্রাম আমার
গ্রামটা আরো গড়তে চাই
এই গ্রামেতেই হলাম বড়
এই গ্রামেতেই মরতে চাই।
আমার গ্রামে সবাই ভালো
মন্দ আমার নাই জানা
আমার গ্রামে সবার দাওয়াত
আসতে কারো নাই মানা।
ইদের খুশি সবার ঘরে
এই গ্রামেতে সব সময়
সবার হাতে হাত মিলিয়ে
গ্রামকে রাখি শান্তিময়।
তোমরা এসো আমার গ্রামে
বেড়াইদের চালা নামে
সবাই দেখো করবে আদর
সাদর স্ব সম্মানে।
৷৷৷৷৷৷৷৷৷৷ শ্যামল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

সর্বশেষ

অনুসরণকারী