বেড়াইদের চালা গ্রাম
আমার মনের মত নাম।
এই গ্রামে মোর দাদার ভিটা
বাবার জন্মস্হান।
এই গ্রামেতেই জন্ম আমার
ছেলেরও জন্ম ভুমি
এই গ্রামের নাম লিখে যাই
দুই ঠোটে যাই চুমি।
সবুজ ঘেরা গ্রামটি আমার
নিবির পরিপাটি
এই গ্রামেতে ফলায় ফসল
সোনায় মোড়া মাটি।
বেড়াইদের চালা গ্রাম
শান্তি অবিরাম
এই গ্রামেতে জন্ম যাদের
সবাই কে সালাম।
কত গুনী জন্ম নিলেন
ধন্য করে গ্রামের নাম
এই গ্রামেমেতেই জন্ম আমার
এই ভাবনায় সফলকাম।
ভালোবাসি এই গ্রাম আমার
গ্রামটা আরো গড়তে চাই
এই গ্রামেতেই হলাম বড়
এই গ্রামেতেই মরতে চাই।
আমার গ্রামে সবাই ভালো
মন্দ আমার নাই জানা
আমার গ্রামে সবার দাওয়াত
আসতে কারো নাই মানা।
ইদের খুশি সবার ঘরে
এই গ্রামেতে সব সময়
সবার হাতে হাত মিলিয়ে
গ্রামকে রাখি শান্তিময়।
তোমরা এসো আমার গ্রামে
বেড়াইদের চালা নামে
সবাই দেখো করবে আদর
সাদর স্ব সম্মানে।
৷৷৷৷৷৷৷৷৷৷ শ্যামল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন