বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্য

আমাদের বাংলাদেশ নিউজ24: বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্য নিউজ24 আমাদের বাংলাদেশ
আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ  বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্যঃ

★যদি বলা হয় বাংলার রানী বলা হয়কাকে???
উত্তরঃ বরিশাল
★বরিশাল একটি মাত্র বিভাগ, যাদেরসাথে ভারতীয় কোন বর্ডার সংযোগ নেই।
★বরিশাল একটি মাত্র নাম, যে বিভাগের প্রতিটা
জেলার মানুষের ভাষা, বরিশালের আঞ্চলিক ভাষা। এ
রকম আর কোন বিভাগে পাওয়া যাবে না।
★বর্তমানে বরিশালে শিক্ষার হার সব থেকে বেশি।
★বর্তমান সরকারের ১ম সারির মন্ত্রীর ৪-জনই বরিশালের।
★বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর,বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, দেশের সাত বীরশ্রেষ্ঠের দুইজনই বরিশালের সন্তান।
★মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টর গঠন করা হয়েছিল বরিশালে, যার সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল।
★রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস।
★সুরকার আলতাফ মাহমুদ।
★মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত।
★কবি আসাদ চৌধুরি "অমর একুশে" গানের রচয়িতা কবি।
& আলহামদুলিল্লাহ হক্কানি দরবারের মধ্যে সেষ্ট দরবার " ছারছীনা ও চরমোনাই দরবার শরীফ। বরিশাল বিভাগের মধ্যে।
★সাংবাদিক-"মানিকমিয়া" যারনামে করা হয়, ""ঢাকার মানিক-মিয়া এভিনিউ"" এবং সে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
★লেখক গাফফার চৌধরি বরিশালে জন্মেছেন।
★আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই।>>
★সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী দাশের মতো মহিলা কবিরা বরিশালে জন্মেছেন।
★""শেরে বাংলা একে ফজলুল হক"" ব্রিটিশরা তাকে *টাইগার অব ""বেঙ্গল""* উপাধি দিয়েছিল। তার মতো সাহসী রাজনিতিক, অসাধারণ প্রতিভাবান,বিখ্যাত বক্তার জন্মস্থান বরিশালে।
* মহাত্তা গান্ধি বলেছেন “ যখন ভারত বর্ষ ছিল চির নিদ্রায় মগ্ন ,তখন বরিশাল ছিল যাগ্রত”
★মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তার বাড়িও বরিশালের কুয়াকাটা।
★বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী মাতুব্বর অশ্বিনী কুমার দত্ত আরো অনেকের জন্ম স্থান বরিশালে।
★যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু বরিশালে।
* জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এমিলি, এমেকার নাম। একই পরিবারের ৩ ভাই জাতীয় দলে ফুটবল খেলার ইতিহাস বিশ্বে বিরল। এদের বাড়ি পিরোজপুরের উদয়কাঠী।
★বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর "পায়রা সমুদ্র বন্দর" বরিশালের পটুয়াখালী জেলার কলাপাড়ায় পায়রা নদীতে অবস্থিত।
★ "আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে" ধানসিড়ি নদীটিও কিন্তু এই বরিশালে।
★ দেশের সর্বোচ্চ সেতু - গাবখান সেতুটিও বরিশালের ঝালকাঠিতে।
★ এছাড়াও কবি আহসান হাবিব, হানিফ সংকেত, অভিনেতা মোশাররফ করিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, সোহেল রানা, রুবেল, সুচন্দা, মিঠুন চক্রবর্তী, কন্ঠশিল্পি জুয়েল, নচিকেতা, প্রমুখ এই বরিশালেরই সন্তান।
★দেশের একমাত্র "কোষ্ট গার্ড'' এর ট্রেনিং সেন্টারটিও বরিশালের পটুয়াখালীতে।
★বাংলাদেশের অন্যতম পর্যাটক কেন্দ্র "সাগরকন্যা বা কুয়াকাটা" নামে পরিচিত সেটাও বরিশালের পটুয়াখালীতে অবস্থিত।
★এছাড়াও বিশ্বের অন্যতম খেলোয়ার শাহরিয়া নাফিজ, সোহাগ গাজী, প্রমূখ ব্যক্তিবর্গও বরিশালের।
★চলচ্চিত্র অভিনেতা, খলনায়ক কাবিলার বাড়িও পিরোজপুরে।
★ সংগীত শিল্পী খালিদ হাসান মিলুর বাড়িও আমাদের পিরোজপুরে।
★নাসির খান বাংলা চলচিত্রের খলনায়ক অভিনেতা
★দেলাওয়ার হোসাইন সাঈদী একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য; পিরোজপুরে। তার বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলায়।
★ জায়েদ খান বাংলা চলচ্চিত্রের নায়ক তার বাড়িরও আমাদের বরিশালের পিরোজপুরে।
★সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল বাংলাদেশের খাদ্যভাণ্ডার নামে পরিচিত। বরিশালে যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ খাদ্য চাহিদা মেটানো হয়।
★বরিশালের মানুষগুলো অনেক সহজ সরল, অতিথিপরায়ণ ও আন্তরিক। বিখ্যাত ব্যাক্তিবর্গ সব জেলাতেই আছে ভাই। ভাল, খারাপ, পল্টিবাজ, ধোঁকাবাজ সব জেলাতেই আছে। শুধু যারা বরিশালকে একটু হেয় করে দেখেন তাদের জন্যই এই পোস্ট।
"# আমি_গর্বিত_কারন_আমি_বরিশাল বিভাগের_একজন_ সন্তান।
(Copy post)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী