যাচ্ছে ছুটে যাচ্ছে গাড়ি
যাচ্ছে কনের শ্বশুর বাড়ি
সঙ্গে আছে রসের হাঁড়ি।
নেই জমিদারি, নেই তরী সওদাগরি
তবু দিতে হবে মহানন্দা পাড়ি,
হলে অন্যথা, মানসম্মান, সুখশান্তি
সবই হারাবে কনে বেচারি!
কনের বাবার নেই অর্থ কাঁড়ি কাঁড়ি
তবু যেতে হবে মৌসুমে ফলভর্তি গাড়ি,
রমজানে ইফতারি বাহারি।
আহা! উনুনে বাবার শূন্য হাঁড়ি
তবু ঈদে দিতে হবে জামা, লুঙ্গি, শাড়ি
হলে ব্যত্যয়, হবে বেজার শ্বশুর বাড়ি!
কান পাতলেই শোনা যায়,
ইথারে ইথারে ভেসে বেড়ায়
দায়গ্রস্ত শত পিতার আহাজারি।
পিতা ইব্রাহিম!
তোমার সন্তান, ভক্ত কুল, সহস্র অনুসারী
এভাবেই তো রেখেছে তোমার সুন্নত জারি!
নির্বোধ অবলা পশু আছে ঠাঁই দাঁড়িয়ে
সাথে লয়ে কফিন,
ভাবে অনুক্ষণ, ভাবে রাতদিন;
কারো চিত্তরঞ্জন আবার কারো
অসহায় মরণ, অসহায় আত্মসমর্পণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন