বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

কারো চিত্তরঞ্জন, কারো অসহায় মরণঃ মোহাম্মদ কফিল উদ্দীন

 

আমাদের বাংলাদেশ নিউজ24 : কারো চিত্তরঞ্জন, কারো অসহায় মরণ  --------   মোহাম্মদ কফিল উদ্দীন  বাংলাদেশ নিউজ24 আমাদের

যাচ্ছে ছুটে যাচ্ছে গাড়ি
যাচ্ছে কনের শ্বশুর বাড়ি
সঙ্গে আছে রসের হাঁড়ি।
নেই জমিদারি, নেই তরী সওদাগরি
তবু দিতে হবে মহানন্দা পাড়ি,
হলে অন্যথা, মানসম্মান, সুখশান্তি
সবই হারাবে কনে বেচারি!
কনের বাবার নেই অর্থ কাঁড়ি কাঁড়ি
তবু যেতে হবে মৌসুমে ফলভর্তি গাড়ি,
রমজানে ইফতারি বাহারি।
আহা! উনুনে বাবার শূন্য হাঁড়ি
তবু ঈদে দিতে হবে জামা, লুঙ্গি, শাড়ি
হলে ব্যত্যয়, হবে বেজার শ্বশুর বাড়ি!
কান পাতলেই শোনা যায়,
ইথারে ইথারে ভেসে বেড়ায়
দায়গ্রস্ত শত পিতার আহাজারি।
পিতা ইব্রাহিম!
তোমার সন্তান, ভক্ত কুল, সহস্র অনুসারী
এভাবেই তো রেখেছে তোমার সুন্নত জারি!
নির্বোধ অবলা পশু আছে ঠাঁই দাঁড়িয়ে
সাথে লয়ে কফিন,
ভাবে অনুক্ষণ, ভাবে রাতদিন;
কারো চিত্তরঞ্জন আবার কারো
অসহায় মরণ, অসহায় আত্মসমর্পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী