বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

আমাদের দেশে নিজের এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট বহন কোন আইন দ্বারা নিষিদ্ধ কিনা?

আমার পরিবারের সবার পাসপোর্ট আজ ডেলিভারি নিয়ে আগারগাও থেকে রিকশা যোগে লালমাটিয়ার দিকে যাওয়ার পথে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ঠিক পেছনে তাজমহল রোডে ঢোকার মুখে বজ্র কন্ঠে--এই রিকশা দাড়াও,শুনে রিকশা থামালাম,তখন বাজে বিকাল টা.....তারপরই শুরু হাসির কিন্তু চরম বিরক্তিকর নাটকের! এস আই সেলিম(যতদূর মনে পরে) সদস্যের টহল পুলিশের দল ঘিরে ধরলো আমাকে, উদ্দেশ্য চেক করবে,আমি বাড়িয়ে দিলাম সহযোগীতার হাত--নিজেই পকেট থেকে বের করে দিলাম সব কিছু,কিন্তু তারা সন্তুষ্ট না,নিজেরাই হাত ঢুকিয়ে চেক করবে-রাজী হলাম,ভাগ্যিস প্যান্টের বেল্ট পরা ছিলো,নাহলে ইজ্জতের দফা-রফা হয়ে যেত আমার পকেটে যা ছিলো তার মধ্যে উল্লেখ যোগ্য হোল ৪টি পাসপোর্ট -যেগুলো বের করে দেয়ার সাথে সাথেই একজন কনষ্টেবল খপ করে আমার এক হাত ধরে ফেললো এমনভাবে যেন জংগী তামিম চোউধুরীর সেকেন্ড-ইন-কমান্ড কে ধরে ফেলেছে! পরিচয় জিজ্ঞাসা করায় আমার প্রথম শ্রেণীর সরকারী চাকরির পরিচয়ে তাদের সন্দেহ ঘনীভুত হয়ে কালো মেঘের আকার নিলো,এমন সময় আরো তিনজন আনসার দলে যোগ দিয়ে শক্তিবৃদ্ধি করলো,শুরু হোল জেরা--প্রশ্ন:আপনার কাছে এতোগুলো পাসপোর্ট কেন? উত্তর:এই মাত্র ডেলিভারি নিয়ে আসলাম প্রশ্ন:এগুলো সহ আপনাকে থানায় নিয়ে যাচাই-বাছাই করতে হবে? উত্তর:ক্যানো,এই দ্বায়িত্ব কি আপনাদের? পুলিশের উত্তর:এতোগুলা পাসপোর্ট নিয়া চলাফেরা করার আইন নাই আমার উত্তর:এগুলো তো আমার স্ত্রী-সন্তানদের,দেশের কোন আইনে আছে পাসপোর্ট নিয়া চলা-ফেরা করা যাবে না? ইতিমধ্যে একজন-দু'জন করে পাবলিক জড়ো হওয়া শুরু করেছেপুলিশ:এরা যে আপনার পরিবার তার প্রমাণ কি? আমি:পাসপোর্ট গুলোতে স্বামী এবং বাবা হিসাবে আমার নাম আছে,এছাড়া আমার পাসপোর্ট এখানে আছে--আর কি প্রমাণ লাগবে? পুলিশ:ঠিক আছে থানায় গিয়ে এগুলো যাচাই হবেপুনরায় পুলিশ:আপনার পকেটে এতো টাকা ক্যান(সব মিলিয়ে ৫০০০/ মতো হবে)?আমি:মাত্র ৫০০০/ হতে পারে নাও হতে পারে,এটা বহন করা নিষেধ নাকি?পুলিশ:কোথায় পাইছেন? আমি:আমার জরুরী একটা কাজ আছে,আপনারা আমার সময় নষ্ট করছেন এবং আমাকে বিনা কারণে নাযেহাল করছেন,আমার সরকারী পরিচয়ে আপনাদের সন্তুষ্ট হওয়ার কথা পুলিশ:আপনি সরকারী অফিসারই হোন আর ভি আই পি হোন এগুলা দেয়া যাবে না,আচ্ছা আপনি বললেন এই মাত্র ডেলিভারি আনছেন,ডেলিভারি স্লিপ দেখান! আমি হাসবো না কাইন্দা দিবো বুঝতে পারছিলাম না,এতো জাদরেল পুলিশ জানেই না যে--ডেলিভারি স্লিপ জমা নিয়াই পাসপোর্ট ডেলিভারি দেয়! এরই মধ্যে উতসাহী জনতা পরামর্শ দিলো পাসপোর্ট- তথ্য গুলো আমি না দেখে বলতে পারি কিনা তা পরীক্ষা করলেই ঝামেলা মিটে যায়--আমি তাদের সহযোগীতায় মুগ্ধ,কারণ অনেকেই বুঝে গেছে পুলিশ অন্য কিছুর আশায় ঝামেলা করছে,তাই তারা আগ বাড়িয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করছে শুরু হলো নতুন করে জিজ্ঞাসাবাদ,একজন কনষ্টেবল পি এস সি- চেয়ারম্যানের ভাব নিয়ে প্রশ্ন শুরু করলো,সবগুলোর সঠিক উত্তর দিয়ে যখন আমিও বি সি এস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভাব ধরতে যাবো তখনই বাধলো বিপত্তি--শেষ প্রশ্নে গেলাম আটকে! প্রশ্ন:আপনার শ্বশুরের নাম? আমি:চান মিয়া সেই চেয়ারম্যান ভাবধারী পুলিশ;স্যার ধরা খাইসে,পুরা মুখস্ত করতে পারে নাই এস আই: ক্যান মিলে নাই? চেয়ারম্যান ভাবধারী:না স্যার নামের শুরুতে "ল্যাটা" আছে সেইটা বলতে পারে নাই,ভুইলা গেছে  
আপনারা নিশ্চয়ই জানান MRP-তে সকল তথ্য ইংরেজীতে লেখা থাকে,সেই মতো আমার শ্বশুরের নাম লেখা--Late Chan Mia! আমাকে প্রশ্নকারী চেয়ারম্যান ভাবধারী পুলিশ সাহেব Late মানে "প্রয়াত" কে "ল্যাটা" ভেবে এটিকে নামের অংশ ধরে নিয়ে আমার ভুল ধরে ফেলেছেন--বুঝতেই পারছেন বিদ্যার টাইটানিক এক একজন!আমি তখন তাকে বললাম--ভাইয়া এটা ল্যাটা হবে না,লেট হবে মানে প্রয়াত! ইতিমধ্যেই প্রায় ৩০ মিনিট পেরিয়ে গেছে এবং উপস্থিত জনতার মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে,পরিস্থিতির অবনতি আচ করতে পেরে তারা আমাকে বিদায় দেয়
আমার জিজ্ঞাসা :
.আমাদের দেশে নিজের এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট বহন কোন আইন দ্বারা নিষিদ্ধ কিনা? 
.৫০০০/টাকা সাথে বহন করার জন্য পুলিশের আগাম অনুমতি লাগে কিনা? 
.ইচ্ছে করলেই পুলিশ সাধারণ নাগরিককে নাযেহাল করার ক্ষমতা ধারণ করে কিনা?
.পথে-ঘাটে পাসপোর্ট যাচাই-বাছাই করার দ্বায়িত্ব/ক্ষমতা/যোগ্যতা পুলিশের আছে কিনা?
.প্রথম শ্রেণীর সরকারী চাকুরে পরিচয় পাওয়ার পরও ৩য় শ্রেণীর পদ মর্যাদা ধারী এই সব পুলিশ এভাবে নাযেহাল করার অধিকার বহন করে কিনা?
যদি এগুলো সবগুলোর উত্তর না বোধক হয় তবে আমার ফেইসবুক বন্ধু সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো বিষয়টি পুলিশের উপর মহলের নজরে আনুন এবং বাকী বন্ধুরা বেশী বেশী শেয়ার করে এদের বিরুদ্ধে সোচ্চার হন,ওই সড়কে চলাচলকারী দের সতর্ক করুন,কারণ পরে আমাকে বহন কারী স্থানীয় রিকশা চালকের কাছে শুনেছি এটি ওই স্থানের নিয়মিত ঘটনা

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

অধ্যাপক ড. শাব্বির আহমদএর নামাজে জানাজা ও দাফর সম্পন্ন

আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্ক ৫ সেপ্টেম্বর ২০১৬ঃ বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস ফেকাল্টির সাবেক ডীন চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক ১৪ নং রোড নিবাসী অধ্যাপক ড. শাব্বির আহমদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর্টস ফেকাল্টির সাবেক ডীন, ইসলামিক হিস্ট্রি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক  ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অবট্রাস্টিজের সদস্য  ড. শাব্বির আহমদ (৭৮) আজ ০৫ সেপ্টেম্বর’১৬ তারিখ  বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে আনুমানিক রাত ২টায় চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
নামাজে জানাজা ও দাফন
মরহুম অধ্যাপক ড. শাব্বির আহমদ এর নামাজে জানাজা ০৫ সেপ্টেম্বর’১৬ তারিখ চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে বাদ জহুর অনুষ্টিত হয়। 
মরহুমের নামাজে জানাজায়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি  বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাইনুদ্দিন খান, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.কে.এম. আজহারুল ইসলাম, আন্তর্জাতিক  ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অবট্রাস্টিজের সদস্য জনাব নুরুল্লাহ,  সাতকানিয়া লোহাগাড়া নির্বাচনী এলাকার সাংসদ অধ্যাপক আবু রেজা নদভী, বায়তুশরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার আন্তর্জাতিক  ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন জামেয়া দারুল মা;য়ারিফ আল ইসলামিয়া চট্টগ্রাম এর প্রিন্সিপাল মুহতারাম সুলতান যওক নদভী। জানাজা শেষে মরহমের লাশ চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

‘কর্মদক্ষতা ও যোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে মীর কাসেমকে হত্যা করা হয়েছে’ - রফিকুল ইসলাম খান


বাংলাদেশ বার্তা ডেস্কঃ  কর্মদক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মীর কাসেমকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি আজ রবিবার গণমাধ্যমে পাঠানো মহানগর জামায়াতের প্রচার বিভাগের সদস্য এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই অভিযোগ করেন।

মীর কাসেম আলীকে শহীদ উল্লেখ করে তিনি বলেন, শহীদ মীর কাসেম আলী ছিলেন ইসলামী আন্দোলনের উজ্জল নক্ষত্র। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি। সাথে সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির রুপকার ও নিবেদিতপ্রাণ সমাজসেবকও ছিলেন তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, ইসলামী ব্যাংক-বীমাসহ বহু মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি দারিদ্র বিমোচন ও বেকারদের আত্মকর্মসংস্থানে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। সরকার তার কর্ম দক্ষতা, মেধা, যোগ্যতা ও জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে কোন অভিযোগই প্রসিকিউশন প্রমান করতে পারেনি। বরং তার বিরুদ্ধে আনিত অভিযোগের সাথে তার কোন সম্পর্ক ছিল না। প্রসিকিউশন তার বিরুদ্ধে যেসব তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে তাতে কোথাও তার নামও ছিলনা।

তিনি অভিযোগ করে বলেন, মন্ত্রীদের অবৈধ হস্তক্ষেপে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে তার আইজীবী ও ছেলে ব্যারিষ্টার আরমানকে অপহরণ করার মাধ্যমে তাকে ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়েছে। শহীদদের রক্তের পথ ধরেই দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন এই নেতা।

তিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী