বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

কুরআন পড়ি বুঝে বুঝে: মা মু ন প্লা ব ন

 সূরা বাকারাহ, আয়াত ৯৯-১০১

প্রারম্ভিকাঃ

আলোচ্য আয়াতগুলো মহাগ্রন্থ আলকুরআনের সূরা আল বাকারাহ এর ৯৯,১০০ ১০১ নং আয়াত।৯৯ নং আয়াতে আল কুরআনও রাসূল(সাঃ) এঁর মহিমা বর্ণনা করা হয়েছে এবং ১০০ ১০১ নং আয়াতে ইহুদীদের চরিত্র উম্মোচন করা হয়েছে।নিম্নে আমরা কয়েকটি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থের আলোকে আয়াতগুলো অধ্যয়নান্তে এর অন্তর্নিহিত শিক্ষা বুঝে নেবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ।

আয়াতঃ৯৯

অনুবাদঃ

"আমি তোমার প্রতি এমন সব আয়াত নাযিল করেছি যেগুলো দ্ব্যর্থহীন সত্যের প্রকাশে সমুজ্জ্বল। একমাত্র ফাসেক গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি।"

তাফসীর পড়ে যা বুঝলামঃ

আলোচ্য আয়াতে আলকুরআন রাসূল (সাঃ) এঁর মহিমা বর্ণনা করে বলা হয়েছে যে, রাসূল (সাঃ)এঁর প্রতি যে আয়াত, নিদর্শন বা Sign গুলো নাজেল করা হয়েছে সেগুলো সত্য প্রকাশে সমুজ্জ্বল সাক্ষ্য।মূলতঃ ফাসিকরা তা মানতে পারে না।

তাফসীর ইবনে কাসীরঃ

বলা হচ্ছে, হে মুহাম্মদ(সাঃ) আমি এমন এমন নিদর্শনাবলী তোমার উপর অবতীর্ণ করেছি যা তোমার নবুয়তের জন্য প্রকাশ্য দলীল।ইয়াহুদীদের বিশেষ জ্ঞান ভান্ডার,তাওরাতোর গোপনীয় কথা,তাদের পরিবর্তন কৃত আহকাম ইত্যাদি সব কিছুই আমি অলৌকিক কিতাব আলকুরআন মজীদে বর্ণনা করেছি।ওটা শুনে প্রত্যেক জীবিত অন্তর তোমার নবুয়তের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়।তবে ইহুদীরা যে হিংসা বিদ্বেষ বশতঃ মানছে না ওটা অন্য কথা।নতুবা প্রত্যেক লোকই বুঝতে পারে যে,একজন নিরক্ষর লোক কখনো এরকম পবিত্র অলংকার নিপূনতাপূর্ণ কথা বানাতে পারে না।'

ইয়াহুদীদের নিকট শেষ নবী (সাঃ)কে স্বীকার করার উপর অংগীকার নেওয়া হয়েছিলো তা অস্বীকার করেছিলো বলে আল্লাহ তাআলা বলেন যে,অংগীকার ভঙ্গ করা এটাতো ইহুদীদের চিরাচরিত অভ্যাস,বরং তাদের অধিকাংশের অন্তরইতো ঈমান শূণ্য।

ফাসিক কারাঃ

যারা সত্য স্বীকার করে কিন্তু কার্যতঃ মানেনা তারাই ফাসিক।

ফাসিক আরবী শব্দ ফিসক থেকে এসেছে যার অর্থ অবাধ্য।এরা জানে কিন্তু মানেনা।হীন দুনিয়াবী স্বার্থে ফাসিকরা জেনে বুঝেই সত্য গোপন করে।

তওবা নসূহা করে মরতে না পারলে ফাসিকরাও জাহান্নামী হবে।

আয়াতঃ১০০

অনুবাদঃ

"যখনই তারা কোন অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোন না কোন উপদল নিশ্চিতরূপেই তার বুড়ো আঙুল দেখায়নি? বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ঈমান আনে না।"

তফসীর পড়ে যা বুঝলামঃ

আলোচ্য আয়াত টিতে বনি ইসরাইলদের সম্পর্কে বলা হয়েছে তারা যখনই অঙ্গীকার করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে।অথচ তারা নিজদেরকে ঈমানদার দাবী করে।তাদের এই নাম সর্বস্ব ঈমানের কোন দাম নেই।

তাফসীর বয়ানুল কুরআনঃ

মুহাম্মদ(সাঃ) কুরআন আবির্ভূত হলে তাঁর প্রতি ঈমান আনার জন্য তাওরাতে ইহুদীগণ হতে গৃহিত ওয়াদা তাদেরকে স্মরণ করিয়ে দিলে তারা সেওয়াদা পরিস্কার অস্বীকার করে বসলো।এ আয়াতে তা বর্ণিত হয়েছে।

আয়াত ১০১

অনুবাদঃ

"আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে তার প্রতি সমর্থন দিয়ে কোন রসূল এসেছে তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছু জানেই না।"

তাফসীর পড়ে যা বুঝলামঃ

আল কুরআন পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন কারী।তাওরাত, যাবুর এবং ইঞ্জিলেরও সত্যায়ন কারী।কুরআন প্রকাশিত হবার পর বনি ইসরাইলগণ এমন ভাবে তা অস্বীকার করছে যেন তারা তাদের অঙ্গীকার সমূহ সম্পর্কে কিছুই জানে না।

তাফসীর বয়ানুল কুরআনঃ

শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর আগমনের পর তাঁর উপর ঈমান আনার ব্যাপারে আল্লাহ তা'আলা ইহুদী নাসারাদের নিকট থেকে যে প্রতিশ্রুতি গ্রহন করেছিলেন তাওরাত ইঞ্জিলে তার উল্লেখ রয়েছে।ইঞ্জিলে নবীজীকে আহমাদ নামে উল্লেখ করা হয়েছে।একবার নবীজী ইহুদী পন্ডিত মালিক ইবনে সায়িফকে সে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।তখন সে শপথ করে বলে, কোথায় মুহাম্মদ সম্পর্কে আমাদের নিকট হতে কোন প্রতিশ্রুতি নেওয়া হয়নিতো! তার অস্বীকৃতির জবাবে আলোচ্য আয়াতটি নাজেল হয়।

তাফসীর আহসানুল বয়ানঃ

মহান আল্লাহ নবী করীম (সাঃ)-এর প্রতি ইঙ্গিত করে বলছেন যে, আমি রসূলকে বহু উজ্জ্বল নিদর্শনাবলী দান করেছি; যা দেখে ইয়াহুদীদেরও ঈমান আনা উচিত ছিল। তাছাড়া তাদের কিতাব তাওরাতেও তার গুণাবলীর উল্লেখ এবং তার উপর ঈমান আনার অঙ্গীকার রয়েছে, কিন্তু তারা পূর্বে কি কোন অঙ্গীকারের কোনই পরোয়া করেছে যে, এই অঙ্গীকারেরও করবে? অঙ্গীকার ভঙ্গ করা তাদের একটি দলের অভ্যাসই ছিল। এমন কি আল্লাহর কিতাবকেও তারা পশ্চাতে নিক্ষেপ করল; যেন তারা তা (আল্লাহর বাণী বলে) জানেই না।

 

আল কুরআন অধ্যয়নে আমরা জানতে পারি আল্লাহ বনি ইসরাইলদের থেকে নিম্মোক্ত অঙ্গীকার সমূহ নিয়ে ছিলেন-

. আল্লাহর কিতাবকে শক্ত ভাবে আঁকড়ে ধরার অঙ্গীকার

.কিতাবে যে সকল বিধান রয়েছে তা মেনে চলার অঙ্গীকার

.আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করার অঙ্গীকার

.মা বাবার সাথে ভালো ব্যবহারের অঙ্গীকার

.আত্মীয়ের সাথে ভালো ব্যবহারের অঙ্গীকার

.ইয়াতিমের সাথে ভালো ব্যবহারের অঙ্গীকার

.মিসকিনের সাথে ভালো ব্যবহারের অঙ্গীকার

.সকল মানুষের সাথে ভালো আচরণের অঙ্গীকার

.নামাজ কায়েমের অংঙ্গীকার

১০.যাকাত আদায়ের অঙ্গীকার

১১.পরস্পরকে হত্যা না করার অংঙ্গীকার

১২.পরস্পরকে গৃহচ্যুত না করার অঙ্গীকার

শিক্ষনীয়ঃ

আলকুরআনের আলোচ্য আয়াত গুলো থেকে আমাদের জন্য নিন্মোক্ত শিক্ষনীয় বিষয় রয়েছে-

আল কুরআন নিরংকুশ সত্যের স্বাক্ষ্যবাহী এক একমাত্র কিতাব।ইহা পরম সত্য বিগত সত্যের সত্যায়নকারী।আলকুরআনের নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস।আলকুরআন মহান আল্লাহর অমীয় বাণী বিশ্ব মানবতার অবশ্যপালনীয় সংবিধান।আল কুরআনকে ধারণ করেই কেবল দুনিয়া আখিরাতের সার্বিক সফলতা সম্ভব।

আল কুরআনে অবিশ্বাসীরা ফাসিক,কাফির,জালিম,জাহিল।অবিশ্বাসী অবস্থায় মৃত্যু বরণকারীর পরিণাম নিশ্চিত জাহান্নাম।

বনি ইসরাইলগণ এক ভয়ানক পাপী জাতির উদাহরণ।অঙ্গীকার ভঙ্গ করা তাদের বৈশিষ্ট্য।সূচনালগ্ন থেকে অধ্যাবদি তারা তাদের গৃহিত ছোট বড় সকল অঙ্গীকারই ভঙ্গ করে চলেছে।

বনি ইসরাইলগণ রাসূল(সাঃ) আলকুরআনকে অস্বীকার করে নিশ্চিত কাফিরে পরিণত হয়েছে।

পরিশেষঃ

বনি ইসরাইল তথা ইহুদী খৃষ্টানদের সত্য প্রত্যাখ্যানের প্রবনণতা চিরন্তন।তারা কেবল সত্য প্রত্যাখ্যান করে না বরং সত্য পন্থীদের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্রেও লিপ্ত থাকে।তারা কোন অঙ্গীকারই রক্ষা করে না।তারা নিচক দুনিয়াদার।দুনিয়াবী হীন স্বার্থ,মূর্খতা অহংকার বশতঃ তারা ইসলাম মুহাম্মদ (সাঃ)কে অস্বীকার করে কুফরীতে লিপ্ত রয়েছে।

বনি ইসরাইলদের ঘটনাবলী ইতিহাসকে আলকুরআনে মুসলিমদের জন্য শিক্ষনীয় করা হয়েছে।

আজকের নামধারী মুসলিমরাও আলকুরআনকে বেমালুম ভুলে রয়েছে।তাদের সংবিধান,রাষ্ট্র পরিচালনা, আইন, বিচার কোথাও আজ আলকুরআন মানা হয় না।যে জাতি জীবনের সকল ক্ষেত্রে কুরআন মানে না সে জাতি মুসলিম হতে পারে না।

তাই আমাদের উচিত আমাদের ঈমানী জেন্দেগীর অবস্থা পূনর্বিবেচনা করা।যে টুকু ঈমান আর ঈামানী জেন্দেগীর দুরাবস্থা নিয়ে আমরা নিজেদের মুসলিম দাবী করছি তা যেন বনি ইসরাইলদের ঈমানের দাবীর মতো অসার বাস্তবতা বিবর্জিত প্রমাণিত না হয়।

আল্লাহ আমাদেরকে আলকুরআনের বাস্তব অনুসারী হিসাবে কবুল করুন।আমিন

মামুন প্লাবন

//২১ঈসাব্দ

ঢাকা।

 

রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

গোপন আমল: মল্লিক মাহমুদ

বন্ধু তোমার এমন কী কোনো
গোপন আমল আছে?
যা কিছু কখনো হয় নি প্রকাশ
কোনো মানুষের কাছে।
জানো শুধু তুমি এবং জানেন
তোমার মহান রব—
সবার সকল খবর জানাটা
যার কাছে সম্ভব।।
জীবনে কখনো করেছো কী তুমি
এমন সাদাকা-দান,
যা কেউ জানে না কেবল জানেন
আল্লাহু সুবহান।
যার করুণায় খেয়ে-পরে বাঁচে
এই পৃথিবীর সব।।
মধুময় কোনো গল্প আছে কী
হিসেবের সে খাতায়,
প্রভূর সামনে বলবে যা খুলে
জান্নাতী দরোজায়।
যার বিনিময়ে মর্যাদা বাড়ে
থাকে নাকো পরাভব।।
২৮।০৮।২০

সবচেয়ে ভাল মানুষ কে?

আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলা হল, সবচেয়ে ভাল মানুষ কে? তিনি বলেন, ‘প্রত্যেক হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ’। ছাহাবীগণ বললেন, আমরা সত্য কথার অধিকারী জানি। কিন্তু হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তর কি জিনিস তা জানি না। তিনি বললেন, যে ব্যক্তি স্বচ্ছ ও পরহেযগার। যার মধ্যে (১) পাপ নেই, পাপ হলেই ক্ষমা চায় (২) সীমালংঘন নেই (৩) খিয়ানত নেই (৪) হিংসা নেই (ইবনু মাজাহ হা/৪২১৬)।

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

চান্দগাঁও এর ইয়াং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন

 

আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ ইয়াং স্পোর্টিং ক্লাব (চান্দগাঁও) কর্তৃক আয়োজিত ক্রিকেট লীগের ফাইনাল খেলা সম্পন্ন

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেদি বাগ ন্যাশনাল হাসফাতালের ডাইরেকটর বিশিষ্ট সমাজ সেবক, ক্রিয়াবিদ, বিশিষ্ট চিকিৎসক, জনাব ডা.মোঃ আবুনাছের সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া কলেজের সম্মানিত শিক্ষক, চট্রগ্রাম বিভাব স্কাউট লিডার, হক মার্কেটের প্রধান নির্বাচন কমিশনার, জনাব মোঃ ড.জাকির হাওলাদার সাহেব।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ল্যাকচারার, বিশিষ্ট সমাজ সেবক, ক্রিয়াবিদ, জনাব, মোঃ এম এ আব্দুল কাদের পাটোয়ারি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হক মার্কেটের স্বনামধন্য ব্যাবসায়ী ইন্জিনিয়ার,জনাব হাজি মোঃ নাছির উদ্দিন সাহেব।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে জনাব ডা.আবুনাছের সাহেব বলেন, ক্রিয়া মানুষের শারিরীক ও মানুষিক শক্তি যোগায়, সুস্থ সংস্কৃতি বিকাশে ক্রিয়ার কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব হাজি নাছির সাহেব বলেন, খেলোয়াড় তৈরির জন্য ক্রিয়াবিদ দের এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিতির মধ্যে আরো বক্তব্যে রাখেন, জনাব এম এ আব্দুল কাদের পাটোয়ারী সাহেব, ক্রিয়াবিদ ড.জাকির হোসাইন হাওলাদার সাহেব।
এসময় আরো উপস্থিত ছিলেন, খেলার আহব্বায়ক মোঃ নাঈম উদ্দিন, সহকারী আহব্বায়ক মোঃ আরিফুল ইসলাম, মোঃ খলিলুর রহমান,এ গ্রুপের অধিনায়ক মোঃ মহিউদ্দিন, বি গ্রুপের অধিনায়ক মোঃ কায়েস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মোবারক হোসেন।

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

আয়াতুল কুরসি পড়ার ফজিলত

 

আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ ১. আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০  হাজার ফেরেস্তা চারদিকে থেকে তাকে রক্ষা করে।

২. আয়াতুল করসি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না।

৩. আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা তাকে পাহাড়া দেন।

৪. ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মাঝে একটি জিনিসেরই দূরত্ব থাকে; তাহলো মৃত্যু এবং মৃত্যু আযাব এতই হালকা হয়; যেন একটে পিপড়ার কামরের সমান।

৫. অজুুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

বিয়েকে সহজ করুন; যিনা মুক্ত সমাজ গড়ুন

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ

একটি ফিতনাময় বিয়ের সূচিপত্রঃ

১) গায়ে হলুদের নাম ফ্রীমিক্সিং বেপর্দা!
২) মেহেদী নাইটের নামে বিধর্মীদের ফলো করা!
৩) সংগীতের অনুষ্ঠান ফটোশুট লাইটিং করা!
৪) অতিরিক্ত দেনমোহর ধার্য করা, যৌতুক প্রদান করা।

একটি সুন্নতি বিয়ের সূচিপত্রঃ

১) শুক্রবারে মসজিদে বিয়ে পড়া !
২)ছেলে মেয়ে আলাদা পর্দার সহীত বিয়ের ব্যবস্থা করা
৩) কম দেনমোহরে এবং ছেলের বাড়িতে ওয়ালিমা খাওয়ানোর ব্যবস্থা করা!
৪) যৌতুক আদান প্রদান না করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে খরচ কম এবং সহজ ; সেই বিয়ে বেশি বরকতময়। ( বায়হাকী, হাদিস নং ২৯৬৩)।

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী