বাংলাদেশ বার্তা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার নেতৃবৃন্দ গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানিয়েছে। সরকার কোন যৌক্তিক কারণ ছাড়াই বার বার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। এই মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে এর কি প্রভাব পড়ছে সরকার তার কোন তোয়াক্বাই করছে না। নেতৃবৃন্দ বলেন, দেশের মালিক জনগণ। সরকারের সকল কাজের উদ্দেশ্য হওয়া উচিত জনস্বার্থে। কিন্তু সরকারের অধিকাংশ ক্ষেত্রেই জনস্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। গ্যাস-বিদ্যুত সরকারের সেবাখাত এই খাতকে কিছুতেই ব্যবসায়িক পণ্য বানানো যাবে না। বিশেষ করে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের মূল্য কিছুূতেই বাড়ানো উচিত নয়। প্রয়োজনে এই খাতে ভর্তুকী দিয়ে জনগণকে সুবিধা দিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, জনস্বার্থে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। চান্দগাঁও থানা জামায়াতের সদস্য (রুকন) প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দএই দাবী জানান। ২৮ আগষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা জামায়াত নেতা আবু জাওয়াদের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য (রুকন) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এম.এম. হোসাইন। অন্যান্যের মধ্যে আলতাফ, মোঃ রফিক, আবু আফরিন, জসিম, ইসমাইলসহ থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন