আমাদের এলাকা চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাদিন খেজুরতলা। গত ৭ই আগস্ট আমাদের এলাকার ইলেকট্রিক টান্সফরমার বিকল হয়ে যায়। পি ডি বি কে জানানো হলে, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এসে দেখে এবং ২০০,০০০৳(দুই লক্ষ)টাকা দাবি করতেছে তথা ওপেন গুষ দাবি করতেছে। এমতাঅবস্থাই এলাকাবাসি চাদাঁ উটানোর কথা বলছে, কিন্তূ সকল ইলেকট্রিক ট্রান্সফরমার এর রক্ষনাবেক্ষন এর কথা পি ডি বি তথা সরকারএর কারন আমরা কি বিদ্যুত বিল দিচ্ছি না ,ট্যাক্স দিচ্ছি না। আমরা এ ব্যাপারে যথাযত কর্তিপক্ষের তথা সরকারের হস্তক্ষেপ চাই।
এখনই সময় দূর্নীতির কালো থাবা থেকে আমাদের সমাজ তথা বাংলাদেশকে রক্ষা করার। তাই আসুন আমরা নতুন প্রযন্ম একহই সোস্যাল মিডিয়ায় ঝড তুলি; শুধু একটি ছোট কাজ করে তা হল এই পোস্টটি শেয়ার করি এবং সকল কে শেয়ার করতে বলি।
ইমরান হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন