ණ☛ জামাত ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই গ্রহণ করেনি করবেনা ইনশাল্লাহ গনতন্ত্রের বা যেকোনো তন্ত্রের যেই অংশটুকু ইসলামের সাথে সাংঘর্ষিক সেই অংশটুকু আমরা গ্রহণ করিনি , করবনা ইনশাল্লাহ। আমাদের আদর্শ ইসলাম , ইসলাম সবার উপরে ইসলামের সাথে খাপ খেয়ে যতটুকু গণতন্ত্র বা যেই তন্ত্রই থাকুক ততটুকু নিতে সমস্যা নেই ; ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক নাহলে এবং মানবতার জন্য কল্যাণকর হলে তা গ্রহণ করতে ইসলাম বাধা দেয়নি এন্ড উসুল আল ফিকহ।
ණ☛ এর একটি উৎস হলো উর্ফ (urf ) যেমন ব্যাঙ্কিং সিস্টেম আগে ছিলনা মুসলিম সমাজে কিন্তু ইসলামী চিন্তাবিদগণ বিশেষভাবে আল্লামা মওদুদী র. বাংকিং সিস্টেমকে ইসলামিকিকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। পাশ্চাত্য ব্যাঙ্ক প্রচলন করেছে বলে আমরা তা বাদ দেইনি বরং আমরা সুদকে বর্জন করেছি বাংকে নয় ব্যাঙ্কিং সিস্টেম কে ইসলামের আওতায় নিয়ে এসে কল্যাণকর অর্থনৈতিক সিস্টেম এর লক্ষে কাজ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ।
ණ☛ গনতন্ত্রের কমিটমেন্ট যদি হয় : মানবাধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। মানব সভ্যতার মধ্য থেকে বর্ণ বৈষম্য দূর করা সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা, মানুষের সম্মান প্রতিষ্ঠা করা, বাকস্বাধীনতা দেয়া তাহলে এগুলোর কথাতো ইসলাম গণতন্ত্রের জন্মের বহু আগেই আগে বলেছে। , আব্রাহাম লিঙ্কনের জন্মের বহু আগেই আল্লাহর রাসুল স. এগুলো বাস্তবে প্রতিষ্ঠা করে গেছেন সমাজ ও রাষ্ট্রে! কিন্তু গণতন্ত্রের নামে যদি ইসলামের মূলনীতির বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেয়া হয়, প্রস্তাব করা হয় সেটি অবশ্যই আমরা বর্জন করি এবং করব ইনশাল্লাহ আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি মানুষ শুধু দুনিয়াতে আল্লাহর খলিফা আমরা গণতন্ত্রের এক্সট্রিম ব্যখা গ্রহণ করিনা।
ණ☛ আমরা গণতন্ত্রের নামে পুরুষ কে মহিলা বানানো এবং মহিলাকে পুরুষ বানানোর তন্ত্রে বিশ্বাস করিনা আমরা মনে করি সভ্যতার যে ব্যপার গুলো, সিস্টেমগুলি ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর তা গ্রহণ করতে ইসলামী শরিয়াহ অ্যালাও করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউকে ও ইউরোপের মুখপাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন