আমাদের
বাংলাদেশ নিউজ
24 ডেস্কঃ
বুকের মাঝে কত কষ্ট চেপে আছে
যায়নাতো মুখে কিছু বলা,
জীবনের
নিয়মে
চলছে
জীবন
থামেনা কভু তার পথ চলা।
সারা দিনমান হাটি চলি ফিরি
মুখে সুখের মিছে হাসি,
ভিতরে
ভিতরে
জ্বলে
পুড়ে
ছাই
আছে বুকে ব্যাথা রাশি।
চাইতে পারিনা কারো কাছে
যায়না বলা কোনো কিছু,
ধৈর্য্য ধরে সয়ে যাই
সব
সংকট ছাড়েনা পিছু।
সারাদিন কত দৌড় ঝাপ চলে
শুধু দুটো রোজগারের আশায়,
তবুও মাস শেষে বাকী
পড়ে
যায়
আপন হিসাব খাতায়।
সুখ নামক পাখিটার পিছে
ছুটে চলি মোরা সারাময়।
সুখ কভু কপালে জুটেনা
করে যাই শুধু সুখের অভিনয়।
বুকের মাঝে কত কষ্ট চেপে আছে
যায়নাতো মুখে কিছু বলা,
থামেনা কভু তার পথ চলা।
সারা দিনমান হাটি চলি ফিরি
মুখে সুখের মিছে হাসি,
আছে বুকে ব্যাথা রাশি।
চাইতে পারিনা কারো কাছে
যায়না বলা কোনো কিছু,
সংকট ছাড়েনা পিছু।
সারাদিন কত দৌড় ঝাপ চলে
শুধু দুটো রোজগারের আশায়,
আপন হিসাব খাতায়।
সুখ নামক পাখিটার পিছে
ছুটে চলি মোরা সারাময়।
সুখ কভু কপালে জুটেনা
করে যাই শুধু সুখের অভিনয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন