বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

সু‌খের অ‌ভিনয়ঃ আব্দুল হান্নান চৌধুরী

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ
বুকের মাঝে কত কষ্ট চেপে ছে
যায়নাতো মুখে কিছু বলা,
জীবনের নিয়মে চলছে জীবন
থামেনা কভু তার পথ চলা।
সারা দিনমান হাটি লি ফিরি
মুখে সুখের মিছে হাসি,
ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই
ছে বুকে ব্যাথা রাশি।
চাইতে পারিনা কারো কাছে
যায়না বলা কোনো কিছু,
ধৈর্য্য রে য়ে যাই সব
সংকট ছাড়েনা পিছু।
সারাদিন কত দৌড় ঝাপ লে
শুধু দুটো রোজগারের আশায়,
তবুও মাস শেষে বাকী ড়ে যায়
আপন হিসা খাতায়।
সুখ নামক পাখিটার পিছে
ছুটে লি মোরা সারাময়।
সুখ কভু কপালে জুটেনা
রে যাই শুধু সুখের ভিনয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

সর্বশেষ

অনুসরণকারী