১. সাদাক্বাহ (দান):
রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তোমরা
সদকা কর এবং
সদকা দ্বারা রোগীর
রোগ চিকিৎসা কর।
কেননা, সদকা রোগ
এবং বালা-মুসিবত
দূর করে এবং
আয়ু ও নেকী
বৃদ্ধি করে। -বায়হাকী।
২. ইস্তিগফার (হাদিসসম্মত উপায়ে আল্লাহর নিকট
গোনাহ্ থেকে ক্ষমা
প্রার্থনা। এটি
জপতে পারেন: "রাব্বিগফিরলি", "আসতাগফিরুল্লাহা ওয়া
আতূবু ইলাইহি")
‘যে
ব্যক্তি সর্বদা
ইস্তিগফার করতে
থাকে, আল্লাহ তাআলা
তাকে সংকট থেকে
মুক্তির পথ
করে দেন। যাবতীয়
দুশ্চিন্তা থেকে
মুক্তি ও প্রশান্তি দান করেন এবং
তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক
দান করেন।’
(আবুদাউদ: ১৫১৮)।
৩. দরুদ পাঠ
(হাদিসসম্মত হলে
উত্তম। "আল্লাহুম্মা সল্লি
ওয়া সাল্লিম আলা
নাবিয়্যিনা মুহাম্মাদ" পাঠ করে
সংক্ষেপে দরুদ
পড়তে পারেন)
নবীজি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের এক
সাহাবি নবীজিকে বলেন,
'আমার পুরো দু'আই
আপনার প্রতি দরুদের
জন্য নির্ধারিত করে
দেব।' তখন নবীজি
বলেন, "তাহলে তোমার
(সকল) ইচ্ছা/অভিপ্রায় পূরণের জন্য এটাই
যথেষ্ট হবে এবং
তোমার গোনাহ্ ক্ষমা
করা হবে।" [তিরমিযি: ২৪৫৭, মুসতাদরাক: ২/৪২১
(সহিহ)]
এগুলো
খুব দ্রুত উপকার
পৌঁছায়। হাদিস
দ্বারাও এসব
আমল প্রমাণিত। সাথে
হাদিসসম্মত উপায়ে
দু'আ তো
করবেনই।
সৌজন্যে কুরআনের আলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন