বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

যে কারণে মক্কা-মদিনায় হিন্দু খ্রিস্টানরা প্রবেশ করতে পারে না।

#ডা. জাকির নায়েকের প্রশ্ন উত্তর পর্বে নানাজন নানাভাবে প্রশ্ন করে থাকেন।
#একবার এক হিন্দু মেয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা ডা. জাকির! আপনি বলে থাকেন, হিন্দু-মুসলিম-খৃস্টান সবাই ভাই ভাই। আমরা সবাই যদি ভাই ভাই হয়ে থাকি তাহলে মক্কা-মদিনায় প্রবেশ করতে পারি না কেন?
#মেয়েটির প্রশ্নের প্রশংসা করে ডা.জাকির নায়েক বলেন, আপনার বাসা কোথায়?
মেয়েটির উত্তর : ইন্ডিয়ায়।
★জাকির নায়েক : জন্মস্থান কোথায়?
#মেয়েটির উত্তর : ইন্ডিয়ায়।
বোন আপনি কি জানেন, ইন্ডিয়ায় বসবাস বা ইন্ডিয়ায় জন্ম নিয়েও আপনি ইন্ডিয়ার এমন কিছু জায়গা আছে যেখানে প্রবেশ করতে পারবেন না?
#মেয়েটির উত্তর, না, এমন কোনো জায়গা থাকতে পারে না। আমি ইন্ডিয়ার সব জায়গায় প্রবেশ করতে পারি।
#ডা. জাকির নায়েক ফের বলেন, আপনি সব জায়গায় প্রবেশ করতে পারলেও একটা জায়গায় প্রবেশ করতে পারবেন না। আর সেটা হলো ক্যান্টনমেন্ট। এখানে তাদেরই প্রবেশ করতে দেয়া হয়, যারা দেশের যেকোনো কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। বোন ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটা হলো মক্কা ও মদিনা শরিফ। এখানে তারাই প্রবেশ করতে পারে, যারা আল্লাহর জন্য জানমাল দিতে পারে। আপনি ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’- এই ক্লাবের পাসপোর্টধারী হলেই আপনি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবেন।
ডা. জাকির নায়েকের এমন চমৎকার উত্তর শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। প্রশ্নকারী হিন্দু মেয়েটি মাথা নিচু করে নিজ আসনে বসে যান।

সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

শামসুল ইসলামকে জেল গেইট থেকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবী : চান্দগাঁও জামায়াত

shamsul-islamআমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি মাওলানা সামশুল ইসলামকে মুক্তির পর জেলগেইট থেকে পূনঃরায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন চান্দগাঁও থানার জামায়াত নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন, চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক এমপি মাওলানা সামশুল ইসলামকে মুক্তির পর বান বার জেলগেইট থেকে গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে দেশে কোন আইনের শাসন নেই। চান্দগাঁও থানা জামায়াতের মাসিক ওয়ার্ড সভাপতি সভায় নেতৃবৃন্দ এই দাবী জানান। নেতৃবৃন্দ মাসের পর মাস, বছরের পর বছর জামায়াতসহ বিরোধী নেতাকর্মীদের কারাগারে বন্দি রাখার এবং মুক্তির পর জেল গেইট থেকে পুনঃরায় গ্রেপ্তারের যে নিয়ম বর্তমান সরকারের সময় চালু করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে অঘোষিত এই ফ্যাসীবাদী নিয়ম বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা শামসুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা জামায়াত নেতা আবু জাওয়াদের সভাপতিত্বে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ওয়ার্ড সভাপতি সভায় অন্যান্যের মধ্যে মোস্তফা, আলতাফ, মোঃ রফিকসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

"দূর্নীতি রুখব এখনই" -ইমরান হোসাইন


আমাদের এলাকা চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাদিন খেজুরতলা। গত ৭ই আগস্ট আমাদের এলাকার ইলেকট্রিক টান্সফরমার বিকল হয়ে যায়। পি ডি বি কে জানানো হলে, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এসে দেখে এবং ২০০,০০০৳(দুই লক্ষ)টাকা দাবি করতেছে তথা ওপেন গুষ দাবি করতেছে। এমতাঅবস্থাই এলাকাবাসি চাদাঁ উটানোর কথা বলছে, কিন্তূ সকল ইলেকট্রিক ট্রান্সফরমার এর রক্ষনাবেক্ষন এর কথা পি ডি বি তথা সরকারএর কারন আমরা কি বিদ্যুত বিল দিচ্ছি না ,ট্যাক্স দিচ্ছি না। আমরা এ ব্যাপারে যথাযত কর্তিপক্ষের তথা সরকারের হস্তক্ষেপ চাই।
এখনই সময় দূর্নীতির কালো থাবা থেকে আমাদের সমাজ তথা বাংলাদেশকে রক্ষা করার। তাই আসুন আমরা নতুন প্রযন্ম একহই সোস্যাল মিডিয়ায় ঝড তুলি; শুধু একটি ছোট কাজ করে তা হল এই পোস্টটি শেয়ার করি এবং সকল কে শেয়ার করতে বলি।
ইমরান হোসাইন

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যায় চট্টগ্রাম এ “এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন করছেন ভিসি প্রফেসর ডঃ এ.কে.এম. আজহারুল ইসলাম
আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ ৪ আগষ্ট ২০১৫ ইং তারিখ, মঙ্গলবার দুপুর ১২:০০ টায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরা ক্যাম্পাসের অডিটরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডঃ শেখ সিরাজুল ইসলাম লিখিত “এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। 
সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেসন্স এর ডাইরেক্টর ও বিজনেস ফেকাল্টির ডীন অধ্যাপক ডঃ ফরিদ আহমেদ সোবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট বিজ্ঞানী জনাব অধ্যাপক ডঃ এ. কে. এম. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের এর প্রতিষ্ঠাতা মেম্বার ও বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মুমিনূল হক চৌধুরী। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাম্পাস চীফ ও সায়েন্স ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ডঃ দেলাওয়ার হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের একাংশ
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে “এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডঃ ফরিদ আহমেদ সোবহানী স্বাগত বাক্তব্য রাখেন। তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন, অত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছরের মধ্যে এই প্রথমবার কোন অধ্যাপকের  লিখিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে। সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেসন্স এর ডাইরেক্টর জনাব সোহানী আরো বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জনাব অধ্যাপক ডঃ এ. কে. এম. আজহারুল ইসলামের মরামর্শ ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডঃ শেখ সিরাজুল ইসলাম লিখিত “এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইয়ের প্রকাশনার কাজটি সম্পন্ন করেন সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেসন্স। জনাব সোবহানী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের বই লেখার বিষয়ে উৎসাহীত করতে গিয়ে বলেন, যে কেউ বই লিখলে যাচাই-বাছইয়ের পর নির্বাচিত হলে প্রথমবার ৫০০ কপি সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেসন্স মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে খরচে প্রকাশ করা হবে।
প্রধান অতিথি  ভাইস-চ্যান্সেলর জনাব অধ্যাপক ডঃ এ. কে. এম. আজহারুল ইসলাম  “এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর আগে তিনি বই এবং বই এর লেখক সম্পর্কে সংক্ষিপ্ত বণনা প্রদান করতে গিয়ে বলেন, লেখক প্রফেসার ডঃ সিরাজুল ইসলাম আমার পিছু ছাড়ছেন না। উল্লেখ্য- প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আবার শিক্ষকও ছিলেন। আবার তিনি লিবিয়ার আলফাত্তাহ ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ৩৮ বছর আগে। অধ্যাপক শেখ সিরাজুল ইসলামও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আবার লিবিয়াতে গিয়েছিলেন এবং প্রধান অতিথির পর তিনিও ইন্ডিয়াতে গিয়েছিলেন। তাই লেখকের উদ্দেশ্যে তিনি বলেন, আমার পিছু ছাড়তে না চাইলে ১টি বই লিখে থেমে গেলে হবে না্, আমার মতো ১৩টি বই লিখার চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথি পরে বইটি মোড়ক উন্মোচন করেন।
বিশেষ অতিথি বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মুমিনূল হক চৌধুরী“এ ম্যানুয়াল অন শ্যাম্পোলিং টেকনিক অব সার্ভে “ বইটি লেখক জনাব অধ্যাপক শেখ সিরাজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে আরো বই লিখতে প্রকৃতি ও মহান আল্লাহ সম্পর্কে কিছু লেখার আহবান জানান।
ক্যাম্পাস চীফ ও সায়েন্স ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ডঃ দেলাওয়ার হোসাইন,  বইটি লেখক জনাব অধ্যাপক ডঃ শেখ সিরাজুল ইসলামকে অভিনন্দন জানিয়ে লেখা অব্যাহত রাখার আহবান জানান।
বইটি লেখক জনাব অধ্যাপক ডঃ শেখ সিরাজুল ইসলাম বইটি লেখা থেকে শুরু করে প্রকাশনা পর্যন্ত সহযোগিতা ও উৎসাহ প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার, ৩ আগস্ট, ২০১৫

ধর্ষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি শীর্ষ আলেমদের আহ্বান

দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বলেছেন, দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সর্বত্র খুন, ধর্ষণ, হাইজ্যাক, রাহাজানী, ও নানাবিধ দুর্নীতিতে বিষাক্ত হয়ে পড়েছে গোটা সমাজ ব্যবস্থা। অসহায় মা-বোন, গার্মেন্টস কর্মী, চাকরিজীবী মহিলা রাস্তা-ঘাট ও স্কুল কলেজসহ কোথাও আজ মেয়েদের নিরাপত্তা নেই। এমনকি কচি কাচা শিশুরা গণধর্ষণের শিকার; নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ সমস্ত মরণ ব্যাধি দমনে আমরা সরকার, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ দাবি করছি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা বলেন-নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, খুন, গুুম, অপহরণ যেভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে তা দমনে সমন্বিত উদ্যেগ এখনি নিতে না পারলে সামাজিক শৃংখলা ভেঙ্গে পড়বে। দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী হবে এবং আল্লাহর গজবকে তরান্বিত করবে। আগামী শুক্রবার দেশের সকল মসজিদে মসজিদে এ সমস্ত সামাজিক ব্যাধির ব্যাপারে বিশেষ বয়ান ও গণসচেতনা সৃষ্টির জন্য আমরা ইমাম-খতীবদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেন- শীর্ষ আলেমেদ্বীন রাবেতা আলম আল-ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, আল্লামা আবদুল হালিম বোখারী, আল্লামা তাজুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা শামসুল আলম, খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হজুর, মাওঃ মোহাম্মাদ ইসহাক, মাওলানা আব্দুল লতিফ নেজামী, অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, শাহতলীর পীর মাওঃ আবুল বাসার, আল্লামা আব্দুল মালেক হালিম প্রমুখ। ইনসাফ টোয়েন্টিফোর ডটকম

বুধবার জামায়াতের বিক্ষোভ


দেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে আগামী ৫ আগস্ট বুধবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসুচি ঘোষনা দেওয়া হয়।
তিনি বলেন, “বিগত বেশ কিছুদিন থেকে সারাদেশে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এ সব ঘটনায় দেশবাসীর সাথে আমরাও উদ্বিগ্ন। মিডিয়ার বদৌলাতে এসব পৈচাশিক নির্যাতনের ঘটনার সাথে সাথে দেশবাসী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেনে যাচ্ছে।
থানায় সুনির্দিষ্টভাবে মামলাও দায়ের করা হচ্ছে। স্থানীয় লোকেরা এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভও করছে। কিন্তু এতোদসত্ত্বেও সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা সাথে সাথে গ্রেফতার হচ্ছে না এবং শাস্তিও পাচ্ছে না।
কর্মজীবী মহিলা, স্কুল-কলেজের ছাত্রীরাও ধর্ষিতা হচ্ছে। শিশুদেরকে অপহরণ, ধর্ষণ ও খুন করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে, দেশে যেন কোন সরকার নেই এবং আইন-শৃঙ্খলা বাহিনীও নেই।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, গত ৩০ জুলাই উত্তরায় একটি ডিপার্টমেন্টাল স্টোরের একজন বিক্রয় কর্মীকে দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে। ২৪ জুলাই সিলেটের কানাইঘাটে এক তরুণীকে বাড়ি থেকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। পাশের বাড়িতে পরিত্যক্ত টয়লেটে তার লাশ পাওয়া যায়।
২ আগস্ট মীরপুর ও হাজারীবাগে দু’টি শিশু ধর্ষণের শিকার হয়। এমনকি বাসে, ট্রাকে ও নৌকায় তুলে নিয়ে দুর্বৃত্তরা নারীদের গণধর্ষণ করছে। মাগুরাতে যুবলীগের দু’গ্রুপের গোলাগুলিতে একজন অন্তঃসত্ত্বা মহিলা ও তার পেটের সন্তানটি গুলিবিদ্ধ হয়।
এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে। মিডিয়ায় যে খবর আসছে তাতে দেখা যায় এ সকল পৈচাশিক ঘটনার সাথে সরকারী দলের সন্ত্রাসীরা জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোক দেখানোর মতো ভূমিকা রাখছে মাত্র। ফলে এ সব ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দেশের আইন-শৃঙ্খার এতোই অবনতি ঘটেছে যে, কেউ কোথাও নিরাপদ নয়, এমনকি নিজের বাড়িতেও।
তাই আমি সরকারের আশ্রয়-প্রশ্রয়, লালিত-পালিত এসব দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি এবং জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সব পৈচাশিক ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ আগস্ট বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য জামায়াতের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

শনিবার, ১ আগস্ট, ২০১৫

সাবেক কমিশনার আলহাজ্ব মোজাফ্ফর আহমদের নামাজে জানাজা অনুষ্ঠিত


আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশন চকবাজার ওয়ার্ডের সাবেক কমিশিনার, কাপাসগোল সিটি কর্পেোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী জনাব আলহাজ্ব মোজাফ্ফর আহম্মদ ০১ আগষ্ট ২০১৫ ইং তারিখ সকাল ১১:৩০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, ৪ ছেলে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।স্থানীয় মহল্লা কমিটির সাবেক সভাপতি মরহুম মোজাফ্ফর আহম্মদ কাপাসগোল সিটি কর্পেোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবা মূলক প্রথিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন।
০১ আগষ্ট ২০১৫ তারিখ বাদ এশা-রাত ৯টায় মরহুমের নামাজে জানাজা কাপাসগোল সিটি কর্পেোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আলহাজ্ব মনজুর আলম, বিএনপি চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী জনাব ডাঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম, চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর জনাব গোলাম হায়দার মিন্টুসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ স্থানীয় কাপাসগোলা কবস্থানে দাফন করা হয়। 

সিসিকে হঠাতে মিশরে বামপন্থী-মুসলিম ব্রাদারহুড ঐক্য ফ্রন্ট

মিডিয়া ওয়াচ ডেস্কঃ মিশরের সামরিক স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে দাঁড়াতে যৌথ 'বিপ্লবী ফ্রন্ট' গঠনে দেশটির বিপ্লবী সমাজতান্ত্রীদের এক আহবানে সাড়া দিয়েছে মুসলিম ব্রাদারহুড। সামনে রাবআ' দিবসের আগে এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নিতে আহবান জানিয়েছে ব্রাদারহুড। ২০১৩ সালে রাবআ' স্কয়ার এবং আল নাহদা স্কয়ারে কয়েকশ ইসলামপন্থী এবং অন্যান্য বিপ্লবী সংগঠনের নেতাকর্মীকে হত্যা করে সদ্য ক্ষমতা দখল করা সিসির নেতৃত্বে সামরিক সরকার।
ব্রাদারহুড নেতা গামাল হেশমাত এক বিবৃতিতে বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সামরিক ক্যুর বিরুদ্ধে বিপ্লবীদের সংগঠিত করি। তিনি আরো বলেন, আগামী ১৪ আগস্টের আগেই একটি বিপ্লবী ফ্রন্ট গঠনের আশা করছি। এতে সামরিক শাসনের বিরুদ্ধে মানুষের মধ্যে বিরাজ করা ক্ষোভের সুযোগ নেয়া যাবে এবং দ্রুত বিপ্লবীদের মধ্য রাজনৈতিক ভুল বোজাবুজির অবসান ঘটবে।
রাশদ নিউজ নেটওয়ার্কের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে হেশমাত আরো বলেন, বামপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে ব্রাদারহুডের প্রতি এই ঐক্যের আহবান অন্য বিপ্লবীদের সাথে ব্রাদারহুডের একটা দীর্ঘ যোগাযোগ প্রক্রিয়ার ফলাফল।
তিনি বলেন, আমরা এখন জানুয়ারি বিপ্লবের সুফল পূনরুদ্ধার প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্য দলগুলোকে নিয়ে ঐক্যবব্ধ হওয়ার জন্য তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। কারণ ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় যেভাবে ঐক্যবব্ধ হয়েছিলাম তা ছাড়া আর কোনো বিকল্প নেই এখন।
বামপন্থী বিপ্লবী আন্দোলনের নেতারা "সন্ত্রাসের ব্যাপারে এবং জাতীয় ঐক্যের জন্য আরও একবার" শিরোনামে এক বিবৃতিতে অন্য বিপ্লবীদের সাথে ব্রাদারহুডকে নিয়ে ঐক্যের প্রস্তাব করেন।

শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে -মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী


গত ৩০ জুলাই রাত পৌনে নয়টার দিকে ধানমন্ডি ঈদগাহ্ মসজিদের ইমামের রেস্টরুমে দুর্বৃত্তরা খাদেম দুলাল গাজীকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ৩১ জুলাই ’১৫ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“গত ৩০ জুলাই রাত পৌনে নয়টার দিকে ধানমন্ডি ঈদগাহ্ মসজিদের ইমামের রেস্টরুমে দুর্বৃত্তরা খাদেম দুলাল গাজীকে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো দেশে কারো জানমালের কোন নিরাপত্তা নেই। পবিত্র মসজিদের ইমামের রেস্টরুমে খাদেমকে হত্যা করা হয়েছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। 
ধানমন্ডি ঈদগাহ্ মসজিদের খাদেম দুলাল গাজীকে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

আমাদের সমাজে প্রচলিত ৮১টি রং নাম্বার

১) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।
২) নতুন স্ত্রীকে দুলা ভাই কোলে করে ঘরে আনতে হবে।
৩) দোকানের প্রথম কাস্টমর ফেরত দিতে নাই।
৪) নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে।
৫) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।
৬) ঔষধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ বললে’ রোগ বেড়ে যাবে।
৭) জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।
৮) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই।
৯) চোখে কোন গোটা হলে ছোট বাচ্চাদের নুনু লাগাইলে সুস্থ হয়ে যাবে।
১০) ভাই-বোন মিলে মুরগী জবেহ করা যাবে না।
১১) ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না।
১২) ঘর থেকে কোন উদ্দেশ্যে বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে যাত্রা অশুভ হবে।
১৩) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে।
১৪) কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে।
১৫) ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, দাঁত ফেলার সময় বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে, আমার মোটা দাঁত টা নে।”
১৬) মুরগীর মাথা খেলে মা-বাবার মৃত্যু দেখবে না।
১৭) বলা হয়, কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ। তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয়।
১৮) ঘরের ভিতরে প্রবেশ কৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা যাবে না। (অর্থাৎ শরীরের কিছু অংশ রৌদ্রে আর কিছু অংশ বাহিরে) তাহলে জ্বর হবে।
১৯) রাতে বাঁশ কাটা যাবে না।
২০) রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না।
২১) ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে।
২২) ঘরের চৌকাঠে বসা যাবে না।
২৩) মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে। তার হাতের কিছু খাওয়া যাবে না।
২৪) বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে।
২৫) ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না। তাতে চেহারা নষ্ট হয়ে যাবে।
২৬) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।
২৭) নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেক দিয়ে পড়তে হবে।
২৮) নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাইতে নাই।
২৯) বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে।
৩০) আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোন দিন বিবাহ হবে না।
৩১) খানার পর যদি কেউ গা মোচড় দেয়, তবে বলা হয় খানা না কি কুকুরের পেটে চলে যায়।
৩২) রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই।
৩৩) গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই।
৩৪) খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়। না হলে ঘরে বিপদ আসে।
৩৫) গোছলের পর শরীরে তেল মাখার পূর্বে কোন কিছু খেতে নেই।
৩৬) মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-কাটি বা জবেহ করা যাবে না।
৩৭) পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে।
৩৮) কোন ব্যক্তি বাড়ি হতে বাহির হলে যদি তার সামনে খালি কলস পড়ে যায় বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে তখন সে যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার যাত্রা আজ শুভ হবে না।
৩৯) ছোট বাচ্চাদের হাতে লোহা পরিধান করাতে হবে।
৪০) রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেয়া যাবে না।
৪১) হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে।
৪২) হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।
৪৩) নতুন স্ত্রী কোন ভাল কাজ করলে শুভ লক্ষণ।
৪৪) পাখি ডাকলে বলা হয় ইষ্টি কুটুম (আত্মীয়)আসবে।
৪৫) কাচা মরিচ হাতে দিতে নাই।
৪৬) তিন রাস্তার মোড়ে বসতে নাই।
৪৭) খানার সময় যদি কারো ঢেকুর আসে বা মাথার তালুতে উঠে যায়, তখন একজন আরেকজনকে বলে, দোস্ত তোকে যেন কেউ স্মরণ করছে বা বলা হয় তোকে গালি দিচ্ছে।
৪৮) কাক ডাকলে বিপদ আসবে।
৪৯) শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে।
৫০) পেঁচা ডাকলে বিপদ আসবে।
৫১) তিনজন একই সাথে চলা যাবে না।
৫২) দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শুনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে “দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না, টিকটিকি ঠিক ঠিক বলেছে।”
৫৩) একজন অন্য জনের মাথায় টোকা খেলে দ্বিতীয় বার টোকা দিতে হবে, একবার টোকা খাওয়া যাবে না। নতুবা মাথায় ব্যথা হবে/শিং উঠবে।
৫৪) ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নাই।
৫৫) নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে।
৫৬) নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে।
৫৭) পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নিবে।
৫৮) পোড়া খানা খেলে সাতার শিখবে।
৫৯) পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।
৬০) দাঁত উঠতে বিলম্ব হলে সাত ঘরের চাউল উঠিয়ে তা পাক করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে।
৬১) সকাল বেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়– দেয়ার পূর্বে কাউকে কোন কিছু দেয়া যাবে না।
৬২) রাতের বেলা কোন কিছু লেন-দেন করা যাবে না।
৬৩) সকাল বেলা দোকান খুলে যাত্রা (নগদ বিক্রি) না করে কাউকে বাকী দেয়া যাবে না। তাহলে সারা দিন বাকীই যাবে।
৬৪) দাঁড়ী-পাল্লা, মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, না হলে লক্ষ্মী চলে যাবে।
৬৫) শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক থাকে।
৬৬) রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে ধই বলতে হয়।
৬৭) বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে।
৬৮) কোন ফসলের জমিতে বা ফল গাছে যাতে নযর না লাগে সে জন্য মাটির পাতিল সাদা-কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে।
৬৯) বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল কাদের জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যাবে।
৭০) নখ চুল কেটে মাটিতে দাফন করতে হবে, কেননা বলা হয় কিয়ামতের দিন এগুলো খুঁজে বের করতে হবে।
৭২) মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হবে।
৭৩) স্ত্রীগণ তাদের নাকে নাক ফুল না রাখলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ।
৭৪) দা, কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত-পা কেটে যাবে।
৭৫) গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে।
৭৬) বেচা কেনার সময় জোড় সংখ্যা রাখা যাবে না। যেমন, এক লক্ষ টাকা হলে তদস্থলে এক লক্ষ এক টাকা দিতে হবে। যেমন, দেন মোহর (কাবীন) এর সময় করে থাকে, একলক্ষ এক টাকা ধার্য করা হয়।
৭৭) বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-গুজব করছে, তখন তাদের মধ্যে অনুপস্থিত কাউকে নিয়ে কথা চলছে, এমতাবস্থায় সে উপস্থিত হলে, কেউ কেউ বলে উঠে “দোস্ত তোর হায়াত আছে।” কারণ একটু আগেই তোর কথা বলছিলাম।
৭৮) হঠাৎ বাম চোখ কাঁপলে দুখ: আসে।
৭৯) বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়ির কেউ পেছন থেকে ডাকলে অমঙল হয়।
৮০) স্বামীর নাম বলা জাবে না এতে অমঙল হয়।
৮১) বাছুর এর গলায় জুতার টুকরা ঝুলালে কারো কু দৃষ্টি থেকে বাচা যায়।

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী