বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

উত্তাল কাশ্মীর ......

এক কাশ্মিরী যুবতীকে ধরে নিয়ে যাচ্ছে নিরপত্তা বাহিনী
বাংলাদেশ বার্তা ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাস জুড়ে সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় ভারত বিরোধী আন্দোলন , হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে।
ভারত শাসনের অবসানের দাবিতে ধর্মঘট ঢাকায় টানা ২৬ দিন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রয়েছে।
ভারত অধিকৃত কাশ্মিরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির (২২) ভারতীয় সেনাদের অস্ত্রে মৃত্যুর পর থেকে কাশ্মীরিদের প্রতিবাদ-বিক্ষোভ চলছে । নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অনেক স্বাধীনতাকামী। আহত শতাধিক।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার রাতে সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে দুই বেসামরিক নাগরিক। রাতে নিহত হওয়া ব্যক্তি শ্রীনগরের একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে নিহত দুই ব্যক্তির একজনের জানাজার নামাজ পড়া শেষে কয়েক হাজার নামাজির ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী।
সংগ্রহ ঃ- Shadhin Mahfoj Mohon

আমার দেশ ও শীর্ষ নিউজসহ ৩৫ নিউজ পোর্টাল বন্ধ ঘোষণা


দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজ সাইট বন্ধ করে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সরকারের পক্ষে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সাইটগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
দেশের একটি শীর্ষ আইআইজি প্রতিষ্ঠানের প্রধান যুগান্তরকে জানান, বৃহস্পতিবার রাতে বিটিআরসির চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই সাইটগুলো ব্লক করে দেয়া হয়েছে।
'জনস্বার্থ' ও 'জননিরাপত্তা'জনিত কারণে সাইটগুলো বন্ধ করা হয়েছে বলে বিটিআরসির আরেকজন কর্মকর্তা যুগান্তরকে নিশ্চিত করেছেন।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। তার পত্রিকাটিও বন্ধ রয়েছে। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন প্রচারিত হত।
আর শীর্ষ নিউজ নামের অনলাইনটি এর আগেও একবার বন্ধ করেছিল সরকার।
অনলাইন নিউজ মিডিয়া নিয়ে একটি নীতিমালা বর্তমানে চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।
প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির  প্রসঙ্গে যুগান্তরকে বলেন, যেহেতু এখানে প্রযুক্তিই প্রধান, তাই আপাতত বিটিআরসি-ই অনলাইন কনটেন্ট রেগুলেট করছে।
সৌজন্যেঃ দৈনিক যুগান্তর

বন্যায় দুর্গতদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান শিবিরের


রফিক আহমেদ : দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের, সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান।
রোববার এক বিবৃতিতে শিবির সভাপতি এ আহবান জানান।
শিবির সভাপতি বলেন, ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। তিনি বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। এ এক ভয়াবহ পরিস্থিতি। কিন্তু দুঃখের বিষয় সরকারের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তায় তেমন কোন কার্যকরি উদ্যোগ এখন পর্যন্ত নেয়া হয়নি। বন্যাদুর্গত জনগণের বিশাল একটি অংশ আজ মানবেতর জীবন যাপন করলেও সরকারের তরফ থেকে কোন ত্রাণ সহায়তা পাচ্ছে না।
নেতাকর্মীদের প্রতি বন্যার্তদের সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়ে শিবির সভাপতি বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলকে আহব্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি মনিটরিং সেল গঠন করা হয়। এছাড়া ত্রাণ তৎপরতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেচ্ছাসেবক টিম ও দুর্গত এলাকায় জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একাধিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্ক, ০৪ আগষ্ট, ২০১৬ইং বৃহস্পতিবারঃ বিরোধী অপরাধের মামলায় ফাঁসির কাষ্ঠে দন্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ঢাকার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে হুম্মাম কাদের চৌধুরীর পিএস মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী সাংবাদিকদের জানান।
তিনি জানান, আদালতে হাজিরার সময় হুম্মাম কাদের চৌধুরী ও তার মা ফারহাত কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে ডিবি পরিচয় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
উৎসঃ আলোতিক নিউজ

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

সরকার দলীয়রা মিটিং করলে সেটা বৈধ আর আমরা করলে হয় গোপন বৈঠক -অধ্যাপক মুজিব


আমাদের বাংলাদেশ অনলা্মইন নিউজ ডেস্কঃ অগণতান্ত্রিক সরকারের সমালোচনা করে জনাব মুজিব বলেন, সরকার কোন নিয়মনীতি মেনে চলছে না। সরকার দলীয়রা মিছিল মিটিং করলে বৈধ আর আমরা বৈঠক করলে সেটা হয় গোপন বৈঠক। বিনা ভোটে নির্বাচিত সরকার এখন র‌্যাব-পুলিশ নির্ভর হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যেখানে ধর্মের বিশ্বাস দুর্বল সেখানে জবাবদিহীতা থাকে না, আর জবাবদিহীতা না থাকলে অন্যায়, অবিচার, দুুর্নীতি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 
অধ্যাপক মুজিব আরো বলেন, সরকার ইসলামী আন্দোলন ধ্বংস করতে চায়। এই জন্য নেতৃবৃন্দকে মিথ্যা ও অযৌক্তিক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী ও জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফেডারেশনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

কাশ্মীরে ওআইসি’র তদন্তদল পাঠাতে পাকিস্তানের দাবি, তুরস্কের সমর্থন..


ইসলামাবাদ: কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের বিষয় তদন্ত করতে ওআইসি’র একটি তদন্তদল পাঠানোর পাকিস্তানের দাবির প্রতি তুরস্কের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ সমর্থনের কথা ব্যক্ত করেন।
মেভলুত কাভুসোগলু বলেন, ‘জম্মু ও কাশ্মীর বিষয়ে পাকিস্তানের অবস্থানকে তুরস্ক সম্পূর্ণরূপে সমর্থন করে। এই ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি তুরস্কের সমর্থন সবসময় ছিল এবং এখনো সে সমর্থন রয়েছে।’
কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনে তদন্ত টিম পাঠাতে ইসলামাবাদের দাবিকে সমর্থন করে তিনি বলেন, ‘তুরস্ক আশা করে, আলোচনার মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান হবে এবং কাশ্মীরে বিভিন্ন গোষ্ঠীকে সংগঠিত করতে এবং একটি পর্যবেক্ষক টিম পাঠানোর জন্য আমি ওআইসি মহাসচিবকে অনুরোধ করছি।’
কাভুসোগলু বলেন, ‘তুরস্ক ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একজন সক্রিয় সদস্য। আশা করছি, ওআইসি কাশ্মীরে বিভিন্ন গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করবে। আশা করছি আসছে সেপ্টেম্বরে ওআইসির পরবর্তী সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
ইতোমধ্যে কাশ্মীর ইস্যুটি পাকিস্তান জাতিসংঘে উত্থাপন করেছে এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত টিম পাঠানোর দাবি জানিয়েছে।
গত ৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া প্রতিবাদ বিক্ষোভে সোমবার পর্যন্ত ৬০ জন কাশ্মীরি নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য পাকিস্তান টুডে।
পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে তুরস্ক। সম্প্রতি তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এক গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তান এলেন কাভুসোগলু। প্রথম দেশ হিসেবে তুরস্কের ওই অভ্যুত্থান প্রচেষ্টার সমালোচনা করায় ইসলামাবাদকে ধন্যবাদ জানান তিনি।
তুরস্ক ইতোমধ্যে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত তুর্কি ফেতুল্লাহ গুলেনের সমর্থকরা এই অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে দেশটির সরকার। 
তিনি বলেন, ‘গুলেনের প্রতিষ্ঠিত সংগঠন প্রতিটি দেশের স্থিতিশীলতা বা নিরাপত্তার জন্য হুমকি। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক সংগঠনের মতো বিষয়ে বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে এই সন্ত্রাসী সংগঠনটির। অতীতে আমরা গুলেনকে সমর্থন করেছিলাম কিন্তু অভ্যুত্থান প্রচেষ্টা মাধ্যমে তুরস্কের ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এমন গোপন এজেন্ডা ছিল তা, আমাদের জানা ছিল না।’
কাভুসোগলু বলেন, ‘পাকিস্তান এবং তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একে অপরকে সমর্থন করছে।’
বৈঠকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের গতিশীল নেতৃত্বে তুরস্কে গণতন্ত্র, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের দ্ব্যর্থহীন সমর্থনের অঙ্গীকার করেন পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজ।
অব্যাহত সন্ত্রাসবাদ মোকাবেলায় উভয় পক্ষই সম্মত হয়েছে বলে জানান সারতাজ আজিজ। এছাড়াও দুই পক্ষই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন এবং এ বিষয়ে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মত দেন।
দ্য ইকনোমিকস টাইমস অবলম্বনে ভাষান্তর মো. রাহল আমীন

জামালপুরসহ দেশের বিভিন্নস্থানে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ছাত্রশিবিরেরউদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

জামালপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের
 কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ
আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ ০৪ আগষ্ট ২০১৬ই; বাংলাদেশ জুড়ে বন্যার ভয়াবহ অবস্থা বিরাজ করছে।গ্রেপ্তার হয়রানী, গুশ,খুনের ঝুঁকি নিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারা দেশের বন্যাদূর্গতদের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ অব্যাহত রোখেছে।

জামালপুর

জামালপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ।
এগিয়ে চলছে শিবিরের ত্রান কার্যক্রম, কেন্দ্রীয় দাওয়া কার্যক্রম সম্পাদক আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে জামালপুরে বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে ত্রান বিতরণ করে ছাত্রশিবির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ শহর শাখাঃ

বাংলাদে;শ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার খোকশাবাড়ি ও ছোনগাছা ইউনিয়নে বন্যার্থ দের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করে।
০৩আগষ্ট  ২০১৬ইং তারিখ বুধবার বাংলাদে;শ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার খোকশাবাড়ি ও ছোনগাছা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উক্ত ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলঅদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক জনাব মোঃ শাহ আলম। 
বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার খোকশাবাড়ি ও ছোনগাছা ইউনিয়নে ৫০০ বন্যার্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করে।

অনেকেই জানতে চায় আমি কেন জামায়াত সমর্থক


আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ  অনেকেই জানতে চায় আমি কেন জামায়াত সমর্থক।। হ্যাঁ! আগে জানতাম আমরা স্বাধীন। জানতাম, জামায়াত আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু এখন?
ভারত আমাদের সব নিয়ে গেছে। ভারত এখন ১০০ পাকিস্তান এক সঙ্গে। মুজিবের কথায় বিশ্বাস করেছিলাম কিন্তু চোখে দেখিনি যে পাকিরা চোর। কিন্তু দিল্লীর চুরি ডাকাতি চোখে দেখছি। সবার সামনে দিয়ে সুন্দরবন নিয়ে গেল। পাকিরা মিছিল করতে দিতো। এই খানসাহেব, মিছিলে গুলী করে।
এখন কি আমরা ভারতের বিরুদ্ধে মুক্তিজুদ্ধ করছি না?
তাহলে কি আমরাও রাজাকার না?
আসল জায়গায় ধুকতে হবে। রাজাকার অজুহাতে দেশকে ২ খণ্ড করেছে আওয়ামী লীগ।
ম্যানডেলা বলেছিলেন, তোমরা যদি ক্ষমা না করে যুদ্ধ করতে চাও, সারাজীবন শুধু যুদ্ধই করবে।
আমার সারাক্ষনই যুদ্ধ করছি কারন আমরা ক্ষমা না করে উল্টা নিজেরাও যে রাজাকার হয়ে গেছি, সেই রাজাকারটা চোখে পড়ছে না।
এখন সময়, সব দল এক হয়ে বাংলার নাৎসি পার্টি থেকে হিটলারদেরকে ধরে ভারতে পাঠিয়ে দিয়ে বহুদলীয় রাজনীতি যেখানে কেউ কাউকে বঞ্চিত করবে না।
এইসব রাজাকার রাজাকার বুলি আর না। কাদের সিদ্দিকিরা সব ট্রেডার।
এরাও মুজিবের মত ডোবাচ্ছে।
এই শব্দটাকেই ভুলে যান। সবাই এক টেবিলে বসুন। দেখবেন, পাকিদের রাজাকার আর ভারত বিরোধী রাজাকারের চেহারা একরকম।

বন্যার্তদের পাশে ইসলামী ব্যাংক

 আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্ক; ৩ আগষ্ট’২০১৬:  লাদেশ    দেশের বন্যাদুর্গত মানুষের মাঝে ৫ কোটি টাকার ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বন্যার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাংকের স্থানীয় শাখার মাধ্যমে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও জীবন ধারণের নানা উপকরণ বিতরণ করা হচ্ছে।
ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতি বছর বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ২ আগস্ট ২০১৬ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর চরের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে গাইবান্ধার কামারজানি, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার উদ্দামারী এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এ দিন ১৫০০ এর অধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, পরিচালক প্রফেসর (ডা.) কাজী শহিদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান, ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মোশাররফ হোসাইন, রংপুরজোন প্রধান মোহাম্মদ শহীদ উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ত্রাণ বিতরণের সময় বলেন, “ইসলামী ব্যাংক আর্ত মানবতার সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। দেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও টেকসই উন্নয়নে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি বলেন, “এ ব্যাংক সব সময় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
প্রফেসর সৈয়দ আহসানুল আলম বলেন, “বন্যা দূর্গতদের সাহায্যার্থে সরকারের আহবানে সাড়া দিয়ে বেসরকারী পর্যায়ে ইসলামী ব্যাংক দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।”
তিনি বলেন, “এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সার্মথ্যবানরা বানভাসী মানুষের পাশে এসে দাঁড়াবেন।”
প্রফেসর (ডা.) কাজী শহিদুল আলম বলেন, “ইসলামী ব্যাংক সকল মানুষের ব্যাংক। বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে এ ব্যাংক সবার পাশে আছে এবং থাকবে।”
মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, “ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করছে। তিনি বলেন, এ ব্যাংক দেশের প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের জন্য সর্বদা সচেষ্ট রয়েছে।”
উৎসঃ   নতুন বার্তা


খালেদার জাতীয় ঐক্যে জামায়াত ‘ট্রামকার্ড’

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বিএনপির জাতীয় ঐক্য প্রক্রিয়া জামায়াতকে ‘ট্রামকার্ড’ হিসেবে ব্যবহার করছে কতিপয় রাজনৈতিক দল। এর সঙ্গে সুর মেলাচ্ছেন বিশিষ্ট নাগরিকরাও। ফলে এই ঐক্য তৎপরতা খুব সহজেই আলোর মুখ দেখছে না।
বিএনপির নেতাকর্মীদের দাবি, শর্ত দিয়ে কোনো ঐক্য হয় না। জামায়াতের সঙ্গে বিএনপি নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট নয়। তাছাড়া জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া। এখানে জামায়াতকে জড়ানো হচ্ছে নির্বাচনের মাঠে রাজনৈতিক ফায়দা লুটতে, আর কিছু নয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতকে জোটে রাখলে লাভ ক্ষতির হিসেব মিলাচ্ছে বিএনপি। অপরদিকে জামায়াতকে ২০ দলীয় জোট থেকে বের করতে মরিয়া হয়ে উঠছে আওয়ামী লীগসহ সমমনা দলগুলো।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্য গঠনে বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু, ২০ দলীয় জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ ব্যাপারে তেমন সাড়া মিলছে না। বিশেষ করে বামদলগুলো ‘কঠিন’ শর্ত জুড়ে দিচ্ছে। সবাই জামায়াতকে ব্যবহার করছে ট্রামকার্ড হিসেবে।
এখানে জামায়াত কোনো সমস্যা নয়, কারণ এই প্রক্রিয়ায় সঙ্গে জামায়াত যুক্ত না - এমনটাও দাবি করছে বিএনপি।
দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল(অব.) রুহুল আলম চৌধুরী মঙ্গলবার (২ আগস্ট) দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শর্ত দিয়ে কোনো ঐক্য হয় না। জামায়াত জোটে থাকবে কিনা এ নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জামায়াতকে জোটে রাখা যাবে না এই নিয়েও মতামত আছে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এখানে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে। জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনী জোটে। জামায়াতকে জড়িয়ে ইস্যু বানালে চলবে না। জঙ্গি সংকট মোকাবিলায় ঐক্যমত্য গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করলেই আর কোনো ঝামেলা থাকছে না। তা না করে জামায়াতকে ট্রামকার্ড বানানো হয়েছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য।’
জাতীয় ঐক্য গঠনে শর্তহীনভাবে আশানুরূপ সাড়া না পাওয়ার কথাও স্বীকার করেন বিএনপির এই নেতা।
বিএনপির জাতীয় ঐক্যের সাড়ার প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ কর্মসূচি নেওয়ার পক্ষে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। এজন্য একটু সময় লাগছে। আমরা কোনো লীগ বলছি না। এখানে আওয়ামী লীগসহ অন্যান্য গণতান্ত্রিক দলগুলো থাকতে পারে। কেননা শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে উগ্রবাদ জঙ্গিবাদ দমন সম্ভব নয়। আওয়ামী লীগ যদি না সাড়া দেয় আমরা অন্যান্য গণতান্ত্রিক দলগুলো সাড়া দিচ্ছে। তারা নিজেরাও জাতীয় ঐক্যের কথা বলছে।’
গত ২০ জুলাই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়ার প্রস্তাবিত জাতীয় ঐক্যের বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, মঞ্জুরুল আহসান খান ও হায়দার আকবর খান রনোর সঙ্গে বৈঠক করেন। আগের দিন ডা. জাফরুল্লাহ বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে। ১৯ জুলাই বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সঙ্গেও কথা বলেন তিনি।
এদিকে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও তার ছেলে মাহি বি. চৌধুরী দুজনেই এখন যুক্তরাষ্ট্রে। ৯ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনও এ মুহূর্তে বিদেশে রয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিমিয় অনুষ্ঠানে মঙ্গলবার (০২ আগস্ট) কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) মাগরিবের নামাজের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এদেশের ঐক্য হবে মানুষের ঐক্য। যারা মানুষের নেতা তারাই দেশকে চালাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ৪ তারিখ মাগরিবের নামাজের পর কৃষক শ্রমিক জনতা লীগ ২০ দলীয় জোটের সঙ্গে নয়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবো। তিনি প্রকৃত বিরোধী দলের নেত্রী। তার সঙ্গে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাবো।’
জামায়াতকে নিয়ে জাতীয় ঐক্য হতে পারে না জানিয়ে তিনি বিএনপিকে পরামর্শ দেন, ‘নজর বদলান, চলা বদলান, ভুলত্রুটি স্বীকার করুন, আর হাওয়া ভবন হবে না; এর গ্যারান্টি দিন। এই অপমানজনক বেঁচে থাকার চেয়ে মাথা উচু করে বেঁচে থাকবো।’
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ একই অনুষ্ঠানে বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটি রাজনৈতিক দল বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়। কিন্তু যেকোনো মুহূর্তে ক্ষমতাসীন দল ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। বর্তমানে দেশের বিরোধী দল বিএনপি। তিনি (খালেদা জিয়া) সিদ্ধান্ত নিয়েছেন যে, ২০ দলের মধ্যে অন্ততপক্ষে এই দলটিকে (জামায়াত) আর ওইভাবে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ, ওই দলটির লায়াবিলিটি (একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়) বহন করতে চান না তিনি। সুতরাং এই দিক থেকে দেখলে প্রতিবন্ধকতা নেই।
তিনি আরো বলেন, ‘অন্যদিক থেকে বলব, জামায়াতে বর্তমানে যারা নেতৃত্বে আছেন, তাদের অধিকাংশের জন্ম একাত্তর সালের পরে। এরাও দেশ ও জাতির অংশ। সুতরাং তাদেরও একটা চিন্তা-ভাবনা থাকা দরকার। জাতীয় ঐক্য যদি তাদের কারণে ব্যর্থ হয়, সেটা তারাই বা চাইবেন কেন? সুতরাং এটা নিয়ে ঝগড়া-ঝাটির কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।’
২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামী ছিল, এখনো আছে।
সাহিত্যিক ও সাংবাদিক কবি আল মুজাহিদী বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধ হয়েছে বলে তারা এখনো স্বীকার করেনি। তারাই জঙ্গিবাদের উস্কানি দিচ্ছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদকে কার্ড হিসেবে ব্যবহার করছে, ঠিক যেভাবে জামায়াতের কার্ডও ব্যবহার করছে তারা। তাদেরকে নিষিদ্ধ করে দিলেই তো হয়ে যায়, ঝামেলা চুকে যায়।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর গত ৩ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দল-মত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান বিএনপি প্রধান খালেদা জিয়া।
বিএনপির নেতৃত্বে ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর চারদলীয় জোট গঠন করা হয়। পর্যায়ক্রমে তা ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়।

উৎসঃ   দ্য রিপোর্ট

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী