আমাদের বাংলাদেশ অনলা্মইন নিউজ ডেস্কঃ অগণতান্ত্রিক সরকারের সমালোচনা করে জনাব মুজিব বলেন, সরকার কোন নিয়মনীতি মেনে চলছে না। সরকার দলীয়রা মিছিল মিটিং করলে বৈধ আর আমরা বৈঠক করলে সেটা হয় গোপন বৈঠক। বিনা ভোটে নির্বাচিত সরকার এখন র্যাব-পুলিশ নির্ভর হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যেখানে ধর্মের বিশ্বাস দুর্বল সেখানে জবাবদিহীতা থাকে না, আর জবাবদিহীতা না থাকলে অন্যায়, অবিচার, দুুর্নীতি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
অধ্যাপক মুজিব আরো বলেন, সরকার ইসলামী আন্দোলন ধ্বংস করতে চায়। এই জন্য নেতৃবৃন্দকে মিথ্যা ও অযৌক্তিক মামলা দিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী করে রেখেছে। তিনি অবিলম্বে শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী ও জাতীয় নেতৃবৃন্দসহ সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফেডারেশনের নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন