এক কাশ্মিরী যুবতীকে ধরে নিয়ে যাচ্ছে নিরপত্তা বাহিনী |
বাংলাদেশ বার্তা ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত মাস জুড়ে সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় ভারত বিরোধী আন্দোলন , হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে।
ভারত শাসনের অবসানের দাবিতে ধর্মঘট ঢাকায় টানা ২৬ দিন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ রয়েছে।
ভারত অধিকৃত কাশ্মিরের জনপ্রিয় স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির (২২) ভারতীয় সেনাদের অস্ত্রে মৃত্যুর পর থেকে কাশ্মীরিদের প্রতিবাদ-বিক্ষোভ চলছে । নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অনেক স্বাধীনতাকামী। আহত শতাধিক।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মঙ্গলবার রাতে সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে দুই বেসামরিক নাগরিক। রাতে নিহত হওয়া ব্যক্তি শ্রীনগরের একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে নিহত দুই ব্যক্তির একজনের জানাজার নামাজ পড়া শেষে কয়েক হাজার নামাজির ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় বাহিনী।
সংগ্রহ ঃ- Shadhin Mahfoj Mohon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন