বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

ধানের শীষ প্রতীক পাবে না হামিদ আযাদ, আলমগীর ফরিদ বাতিল



আমাদের বাংলাদেশ নিউজ ডেস্কঃ কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিলকারী এএইচএম হামিদুর রহমান আযাদ ধানের শীষ প্রতীক বরাদ্দ পাবেননা। এএইচএম হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করায় আইন অনুযায়ী দশ ডিসেম্বর সোমবার তাঁকে স্বতন্ত্র প্রতীকই বরাদ্দ দেয়া হবে। কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন রোববার রাত ৮’২৫ মিনিটে মুঠোফোনে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেনের কাছে এএইচএম হামিদুর রহমান আযাদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দোয়ার জন্য বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চুড়ান্ত মনোনয়নপত্র রোববার তাঁকে জমা দানের বিষয়টি জানতে চাইলে রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন এ প্রতিবেদককে তার উত্তরে বলেন-এএইচএম হামিদুর রহমান আযাদ তাঁর মনোনয়নপত্রের সাথে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধপত্র একসাথে প্রাথমিক মনোনয়ন হিসাবে দাখিল নাকরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাঁকে কোন অবস্থাতেই এখন ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব নয়।
অন্যদিকে, ধানের শীষ প্রতীক বরাদ্দ চেয়ে প্রাথমিক মনোনয়নপত্র দাখিলকারী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ নয় ডিসেম্বর রোববার বিকেল পাঁচটার মধ্যে ধানের শীষ প্রতীক তাঁকে বরাদ্দ দেয়ার জন্য দলের চুড়ান্ত মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা না হওয়ায় তাঁর মনোনয়নপত্রটি আপনাআপনি সীজ হয়ে গেছে বলে রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন এ প্রতিবেদককে একই সময়ে নিশ্চিত করেছেন। সুতারং কক্সবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকের কোন প্রার্থী নির্বাচনে আর অংশ নেয়ার সুযোগ নেই।
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ||

"জামায়াতমুক্ত পার্লামেন্ট" গড়ার চক্রান্ত !


আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ "জামায়াতমুক্ত পার্লামেন্ট" গড়ার ষড়যন্ত্রে আজ দেশি-বিদেশি সব অপশক্তি একাট্টা। এ লক্ষেই কেড়ে নেয়া হয়েছে জামায়াতের নিবন্ধন। আটকে দেয়া হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক। জামায়াতের আসন সীমিত করার জন্য চতুর্মুখী চাপ সৃষ্টি করা হয়েছে জোটের প্রধান দলের ওপর। অনেক ক্ষেত্রে শরিকেরাও করছে বিরূপ আচরণ। স্বতন্ত্র জামায়াত প্রার্থীদের অধিকাংশ মনোনয়নপত্রই বাতিল করে দেয়া হয়েছে। সম্ভাব্য জামায়াত প্রার্থীদের এলাকায় নারকীয় গ্রেফতার অভিযান ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে ও হচ্ছে। ইসলাম বিদ্বেষী সব অপশক্তির এক আওয়াজ- "জামায়াত ঠেকাও"।
এমন সর্বগ্রাসী ষড়যন্ত্র ও বৈরিতা ইসলামী আন্দোলনের জন্য নতুন কোনো ঘটনা নয়। তাই আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। ধৈর্যের সাথেই বাতিল শক্তির সকল চক্রান্ত মোকাবিলা করে যেতে হবে। সকল পরিস্থিতি সামনে রেখে কেন্দ্রিয় সংগঠন যখন যে সিদ্ধান্ত নেবে এর ওপরই সীসাঢালা প্রাচীর হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা ভিন্ন মুক্তির কোনো উপায় যেমন নেই, তেমনি এসব ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো অবকাশও নেই।
আমার প্রতিটি কথা ও মন্তব্য প্রকাশের আগেই মনে রাখতে হবে- এর জন্য একদিন প্রভুর সামনে দাঁড়িয়ে আমাকেই জবাবদিহি করতে হবে। সর্বদাই মনে রাখতে হবে- আল্লাহর সন্তুষ্টিই আমার চুড়ান্ত লক্ষ্য। সুতরাং সংগঠনের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে সংগঠনের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। আমি আন্দোলনের জনশক্তি হয়ে থাকলে রীতিনীতি মেনে যে কোনো পরামর্শ দিতে পারি, কিন্তু কোনোরকম বিদ্রোহ মনোভাব প্রকাশের এখতিয়ার ইসলাম আমাকে দেয়নি। আল্লাহ আমাদের অধিকতর ধৈর্যশীল ও সমঝদার হওয়ার তাওফিক দান করুন। আমীন !collected

বিএনপির ধানের শীষে জামায়াতের ২২ প্রার্থী, দুই আসনে উন্মুক্ত প্রতিযোগিতায় সম্মত বিএনপি।


বিএনপির সঙ্গে শনিবার (৮ ডিসেম্বর) রাতভর আলোচনা আর উত্তেজনা শেষে ২২ আসনই মেনে নিতে হলো জামায়াতকে। তবে জোটগত মনোনয়নের বাইরে দুটি আসনে উন্মুক্ত প্রতিযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছে বিএনপি। এক্ষেত্রে এই দুটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে জামায়াত চাইছে আরও অন্তত দুটিতে উন্মুক্ত প্রার্থিতা করতে। আজ রবিবার (৯ ডিসেম্বর) বিকালের মধ্যে এই আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
জামায়াতের নেতারা বলছেন, বরাবরই জামায়াতকে ছাড় দিতে হয়। একাদশ নির্বাচনে বেশি ছাড় দিতে হয়েছে। এক্ষেত্রে দর কষাকষি করলেও শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির অটল অবস্থান ও টানা অনুরোধের কারণে রবিউল বাশার (সাতক্ষীরা-৩), ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫), হাবিবুর রহমান (সিলেট-৬) আসনগুলোতে ছাড় দিতে হলো।
জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের তো বরাবরই কোরবানি হতে হয়। আমাদের তিনটি সিট কম দিয়েছে। তদবির করার পরও তিনটি দিলো না, ২২টি পেলাম।’
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য জানান, ২৫টি আসনে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়ন পেলেও শেষ মুহূর্তে এসে তিনটি আসন না দিতে জোর আপত্তি জানায় বিএনপি। জামায়াতকে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনটি আসনে কোনও ছাড় দেওয়া যাবে না।
সিলেট জামায়াতের নেতারা বলছেন, সিলেট ৫ - এ ফরিদ উদ্দিন চৌধুরী তাদের উইনিং ক্যান্ডিডেট। তার জায়গায় জমিয়তের (কাশেমী অংশ) উবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় জেতার বিষয়ে সন্দেহ রয়েছে। বিগত নির্বাচনে উবায়দুল্লাহ ফারুকের ভোটপ্রাপ্তির সংখ্যা ছিল খুব কম।
সিলেট-৬ আসনে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়ন পাননি সিলেট জেলা দক্ষিণের আমির মাওলানা হাবিবুর রহমান। জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ তিনটি আসন আমাদের হাতছাড়া হলো, ফরিদ উদ্দিন সাহেবেরটাও হয়েছে, আমারটাও হয়েছে। এটা আমরা মেনে নিলাম, শেষ পর্যন্ত দেশে নির্বাচন ছাড়াতো কোনও উপায় নেই। দুঃখজনক হলেও মেনে নিয়েছি দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, আমরা মনে আঘাত পেয়েছি। কিন্তু এখানে যাতে দেশ ও জাতির ক্ষতি হোক, এমন কিছু তো করতে পারি না আমরা।’
এদিকে, জামায়াত প্রার্থীদের ২২টি আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলেও দুটি আসনে উন্মুক্ত প্রতিযোগিতা করতে সম্মত হয়েছে বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে ৫টি আসনে (চাপাই-৩, রাজশাহী-৩, সিরাজগঞ্জ-৪, ঝিনাইহদ-৩, মেহেরপুর-১) এবং ২০০১ সালে একটি আসনে (চট্টগ্রাম-১৫ তৎকালীন ১৪) উন্মুক্ত প্রার্থিতা করেছিল জামায়াত। যদিও একটি আসনেও বিজয়ী হতে পারেননি জামায়াতের প্রার্থীরা। এমনকী ওই আসনগুলোতে বিএনপির প্রার্থীরাও জিতেনি।
এ বিষয়ে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি কিছু আসনে উন্মুক্ত নির্বাচনের বিষয়ে একমত হয়েছে। আমরা চেষ্টা করছি সংখ্যাটা বাড়িয়ে নিতে। আলোচনা চলছে। বিকালের মধ্যে একটা সমাধানে আসা যাবে আশা করছি।
বাংলাট্রিবিউন.কম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪টি আসন পেয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী।



আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়।
যে ২৪টি আসন পেল জামায়াত
ঠাকুরগাঁও-২ আসনে জেলা জামায়াত আমীর মো. আবদুল হাকিম
দিনাজপুর-১ আসনে জেলা কমিটির (উত্তর) কর্মপরিষদ সদস্য মো. আবু হানিফ

দিনাজপুর-৬ আসনে জেলা (দক্ষিন) আমীর আনোয়ারুল ইসলাম
নীলফামারী-২ আসনে জেলা নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু
নীলফামারী-৩ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য, জেলার সাবেক আমীর অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম
গাইবান্ধা-১ আসনে জেলা জামায়াতের উপদেষ্টা মাজেদুর রহমান সরকার
সিরাজগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান
পাবনা-৫ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপ্যাল মো. ইকবাল হোসাইন
ঝিনাইদহ-৩ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান
যশোর-২ আসনে কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাত হোসাইন
বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ
বাগেটহাট-৪ আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আবদুল আলিম
খুলনা-৫ আসনে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুলনা-৬ আসনে খুলনা মহানগর জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদ
সাতক্ষীরা-২ আসনে জেলার সাবেক আমীর মুহাদ্দিস আবদুল খালেক
সাতক্ষীরা-৩ আসনে জেলার ভারপ্রাপ্ত আমীর মুফতি রবিউল বাশার
সাতক্ষীরা-৪ আসনে কেন্দ্রীয় শূরা সদস্য গাজী নজরুল ইসলাম
পিরোজপুর-১ আসনে জেলা জামায়াতের রুকন শামীম সাঈদী
ঢাকা-১৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান
সিলেট-৫ আসনে জেলার বিভাগীয় রাজনৈতিক সহ-সমন্বয়কারী অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী
সিলেট-৬ আসনে সিলেট দক্ষিণ জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান
কুমিল্লা-১১ আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
চট্টগ্রাম-১৫ আসনে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আ ন ম শামসুল ইসলাম ও
কক্সবাজার-২ আসনে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ প্রতিদিন

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

বিএনপি ছাড়া অন্যান্য দলের প্রাপ্ত আসন

বিএনপি ছাড়া অন্যান্য দলের প্রাপ্ত আসন
#জামায়াত ইসলামী: ২৪ এবং ২০ দলীয় জোট:
#জামায়াতে #ইসলামীঃ-২৪
১) ঠাকুরগাঁও-২ মো. আবদুল হেকিম, 
২) দিনাজপুর-১ মো. আবু হানিফ,
৩) দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম,
৪) নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু,
৫) নীলফামারী-৩ মো. আজিজুল ইসলাম,
৬) গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার,
৭) সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান,
৮) পাবনা-৫ মো. ইকবাল হোসাইন,
৯) ঝিনাইদহ-৩ অধ্যাপক মতিয়ার রহমান,
১০) যশোর-২ আবু সাঈদ মো: শাহাদাত হোসাইন,
১১) বাগেরহাট-৩ আবদুল ওয়াদুদ,
১২) বাগেটহাট-৪ মো. আবদুল হালিম,
১৩) খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার, 

১৪) খুলনা-৬ মো. আবুল কালাম আজাদ,
১৫) সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক,
১৬) সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার,
১৭) সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম,
১৮) পিরোজপুর-১ শামীম সাঈদী,
১৯) ঢাকা-১৫ ডা: শফিকুর রহমান,
২০) সিলেট-৫ ফরিদ উদ্দিন চৌধুরী,
২১) সিলেট-৬ হাবিবুর রহমান,
২২) কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের,
২৩) চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম ও
২৪) কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।
সূত্রঃ- বিডি প্রতিদিন/০৮ ডিসেম্বর ২০১৮
#বিজেপি: ১
ঢাকা-১৭ আন্দালিব রহমান পার্থ।
#এনপিপি: ১
নড়াইল-২ ফরিদুজ্জামান ফরহাদ।
#পিপিবি: ১
রংপুর-৩ রিটা রহমান।
#কল্যাণ পার্টি: ১
চট্টগ্রাম- ৫ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
#এলডিপি: ৫
১) চট্টগ্রাম- ১৪ অলি আহমেদ,
২) চট্টগ্রাম-৭ মো. নুরুল আলম,
৩) কুমিল্লা-৭ রেদোয়ান আহমেদ,
৪) লক্ষ্মীপুর-১ সাহাদাত হোসেন সেলিম,
৫) ময়মনসিংহ-১০ সৈয়দ মাহবুব মোর্শেদ।
#খেলাফত মজলিশ: ২
১) হবিগঞ্জ-৪ আহমেদ আবদুল কাদের
২) নারায়ণগঞ্জ-৪ মুফতি মুনির হোসেন।
#জমিয়তে উলামায়ে ইসলাম: ৩
১) সুনামগঞ্জ-৩ শাহিনুর. পাশা,
২) হবিগঞ্জ-২ আবদুল বাসিদ আজাদ,
৩) যশোর-৫ মুফতি মোহাম্মদ ওয়াক্কাস।
#জাতীয় পার্টি (কাজী জাফর): ২
১) গাইবান্ধা-৩ টিআই ফজলে রাব্বী,
২) কুষ্টিয়া-২ আহসান হাবিব লিংকন।
#জেএসডি: ৫
১) লক্ষীপুর-৪ আ স ম আবদুর রব
২) কুমিল্লা-৪ আবদুল মালেক রতন
৩) ঢাকা-১৮ শহিদউদ্দিন মাহমুদ স্বপন
৪) কিশোরগঞ্জ-৩ সাইফুল ইসলাম
৫) শরীয়তপুর-১ নুরুল ইসলাম।
#কৃষক-শ্রমিক-জনতা লীগ: ৩
১) টাঙ্গাইল-৮ কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী
২) টাঙ্গাইল-৪ আসনে রফিকুল ইসলাম,
৩) গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী।
#গণফোরাম: ৫
১) ঢাকা-৭ মোস্তফা মহসিন মন্টু
২) ময়মনসিংহ-৮ এএইচএম খালেকুজ্জামান।
৩) হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া
৪) পাবনা-১ অধ্যাপক আবু সাঈয়িদ
৫) কুড়িগ্রাম-২ আমসা আমিন
#জাতীয় ঐক্য প্রক্রিয়া: ১
১) মৌলভীবাজার-২ সুলতান মো. মনুসর আহমেদ।
#নাগরিক ঐক্য: ৫
১) বগুড়া-২ মাহমুদুর রহমান মান্না
২) নারায়ণগঞ্জ-৫ এস এম আকবর
৩) রংপুর-১ শাহ রহমত উল্লাহ
৪) রংপুর-৫ মোফাখারুল ইসলাম
৫) বরিশাল-৪ নুরুর রহমান জাহাঙ্গীর।

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।

আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে গুলশানে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত চূড়ান্ত তালিকা অনুসারে ধানের শীষ পেলেন যারা:
★ঢাকা বিভাগ: বিএনপির চূড়ান্ত প্রার্থীরা হলেন-
ঢাকা-২ আসনে ইরফান ইবনে আমান
ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪ আসনে সালাহউদ্দিন আহমেদ
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস
ঢাকা-১০ আসনে আবদুল মান্নান
ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব
ঢাকা-১৩ আসনে আব্দুস সালাম
ঢাকা-১৯ আসনে দেওয়ান মো. সালাহউদ্দিন
ঢাকা-২০ আসনে তমিজউদ্দিন
নারায়ণগঞ্জ- ২ আসনে নজরুল ইসলাম আজাদ
নরসিংদী-১ আসনে খায়রুল কবীর খোকন
নরসিংদী-২ আসনে ড. আবদুল মঈন খান
নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল
মানিকগঞ্জ-১ আসনে এমএ জিন্নাহ
মানিকগঞ্জ-২ আসনে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত
মুন্সীগঞ্জ-২ আসনে মিজানুর রহমান সিনহা
মুন্সীগঞ্জ-৩ আসনে আবদুল হাই
গাজীপুর-১ আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী
গাজীপুর-২ আসনে সালাহউদ্দিন সরকার
গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন
কিশোরগঞ্জ-১ আসনে রেজাউল করিম খান চুন্নু
কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন
কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল
কিশোরগঞ্জ-৬ আসনে মো. শরীফুল আলম
টাঙ্গাইল-১ আসনে সরকার শহীদ
টাঙ্গাইল-২ আসনে সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইল-৫ আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান
টাঙ্গাইল-৬ আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী
টাঙ্গাইল-৭ আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী
ফরিদপুর-১ আসনে শাহ মো. আবু জাফর
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
ফরিদপুর-৩ আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ
ফরিদপুর-৪ আসনে ইকবাল হোসেন খন্দকার সেলিম
গোপালগঞ্জ-২ আসনে সিরাজুল ইসলাম সিরাজ
গোপালগঞ্জ-৩ আসনে এসএম আফজাল হোসেন
মাদারিপুর-২ আসনে মিল্টন বৈদ্য
মাদারিপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার
শরিয়তপুর-২ আসনে শফিকুর রহমান কিরন
শরিয়তপুর-৩ আসনে মিয়া নুরুদ্দিন অপু।
★সিলেট বিভাগ:
সিলেট-৩ আসনে শফি আহমদ চৌধুরী
সিলেট-৪ আসনে দিলদার হোসেন সেলিম
সুনামগঞ্জ-১ আসনে নজির হোসেন
সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরী
সুনামগঞ্জ-৪ আসনে ফজলুল হক আসপিয়া
সুনামগঞ্জ-৫ আসনে মিজানুর রহমান চৌধুরী
মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু
মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান
মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী
হবিগঞ্জ-৩ আসনে জি কে গৌছ।
★চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন
চট্টগ্রাম-৪ আসনে ইসহাক কাদের চৌধুরী
চট্টগ্রাম-৬ আসনে জসিমউদ্দিন সিকদার
চট্টগ্রাম-৭ আসনে কুতুবউদ্দিন বাহার
চট্টগ্রাম-৯ আসনে ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম-১০ আসনে আবদুল্লাহ আল নোমান
চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক এনাম
চট্টগ্রাম-১৩ আসনে সারওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম চৌধুরী
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-২ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা-৩ আসনে কাজী মুজিবুল হক
কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন
কুমিল্লা-৯ আসনে কর্নেল (অব.) আনোয়ারুল আজিম
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে একরামুজ্জামান
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রকৌশলী খালেদ মাহবুব শ্যামল
চাঁদপুর-১ আসনে মোশাররফ হোসেন
চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন
চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক
ফেনী-২ আসনে ভিপি জয়নাল আবেদীন
ফেনী-৩ আসনে আকবর হোসেন
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন
নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুক
নোয়াখালী-৩ আসনে বরকতউল্লাহ বুলু
নোয়াখালী-৪ আসনে মো. শাহজাহান
নোয়াখালী-৫ আসনে ব্যারিস্টার মওদুদ আহমদ
নোয়াখালী-৬ আসনে ফজলুল আজিম
লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁঁইয়া
লক্ষ্মীপুর-৩ আসনে শহীদউদ্দিন চৌধুরী এ্যানী
কক্সবাজার-১ আসনে হাসিনা আহমেদ
কক্সবাজার-৩ আসনে লুৎফর রহমান কাজল
কক্সবাজার-৪ আসনে শাহজাহান চৌধুরী
পার্বত্য খাগড়াছড়ি শহীদুল ইসলাম ভুইঁয়া
পার্বত্য রাঙ্গামাটি মনি স্বপন দেওয়ান
পার্বত্য বান্দরবান সাচিং প্রু জেরি।
★ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ-২ আসনে শাহ শহীদ সারওয়ার
ময়মনসিংহ-৩ আসনে আহম্মেদ তায়েবুর রহমান হিরন
ময়মনসিংহ-৫ আসনে মোহাম্মদ জাকির হোসেন বাবলু
ময়মনসিংহ-৬ আসনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ
ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদীন
ময়মনসিংহ-৯ আসনে খুররম খান চৌধুরী
ময়মনসিংহ-১১ আসনে ফখরুদ্দিন বাচ্চু
শেরপুর-১ আসনে ডা. শানসিলা
শেরপুর-২ আসনে একেএম মোখলেসুর রহমান রিপন
শেরপুর-৩ আসনে মাহমুদ রুবেল
জামালপুর-২ আসনে সুলতান মাহমুদ বাবু
জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার
জামালপুর-৫ আসনে অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন
নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-২ আসনে আনোয়ারুল হক
নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান শ্রাবনী।
★খুলনা বিভাগ:
খুলনা-১ আসনে আমীর এজাজ খান
খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল
সাতক্ষীরা-১ আসনে হাবিবুল ইসলাম হাবিব
চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান
কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী
ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ
যশোর-১ আসনে মফিকুল হাসান তৃপ্তি
যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪ আসনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব
যশোর-৬ আসনে আবুল হোসেন আজাদ
বাগেরহাট-১ আসনে মাসুদ রানা
বাগেরহাট-২ আসনে এমএ সালাম।
★রংপুর বিভাগ
পঞ্চগড়-১ : ব্যারিস্টার নওশদ জমির
পঞ্চগড়-২ : ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁও-১ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও-৩ : জাহিদুর রহমান
দিনাজপুর-২ : মো. সাদিক
দিনাজপুর-৪ : আক্তারুজ্জামান ভুঁইয়া
দিনাজপুর-৫ : এ জেড এম রেজওয়ানুল হক
নীলফামারী-১ : রফিকুল ইসলাম
রংপুর-২ : মোহাম্মদ আলী সরকার
রংপুর-৩ : রিটা রহমান (শরিক)
রংপুর-৪ : এমদাদুল হক ভরসা
রংপুর-৬ : সাইফুল ইসলাম
কুড়িগ্রাম-১ : সাইফুর রহমান রানা
কুড়িগ্রাম-৩ : তাজবিরুল ইসলাম
কুড়িগ্রাম-৪ : আজিজুর রহমান
লালমনিরহাট-১ : হাসান রাজিব প্রধান
লালমনিরহাট-২ : রোকনউদ্দিন বাবুল
লালমনিরহাট-৩ : আসাদুল হাবিব দুলু
গাইবান্ধা-২ : আবদুর রশিদ সরকার
★রাজশাহী বিভাগ
জয়পুরহাট-১ : ফজলুর রহমান
জয়পুরহাট-২ : আবু ইউসুফ মো. খলিলুর রহমান
বগুড়া-১ : কাজী রফিকুল ইসলাম
বগুড়া-৪ : মোশাররফ হোসেন
বগুড়া-৫ : জিএম সিরাজ
রাজশাহী-১ : আমিনুল হক
রাজশাহী-২ : মিজানুর রহমান মিনু
রাজশাহী-৩ : শফিকুল হক মিলন
রাজশাহী-৪ : আবু হেনা
চাঁপাইনবাবগঞ্জ-১ : শাহজাহান মিয়া
চাঁপাইনবাবগঞ্জ-২ : আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ-৩ : হারুন অর রশিদ
নাটোর-১ : কামরুন্নাহার শিরীন
নাটোর-২ : সাবিনা ইয়াসমিন ছবি
নাটোর-৪ : আবদুল আজিজ
নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি
সিরাজগঞ্জ-১ : কনক চাঁপা
সিরাজগঞ্জ-২ : রুমানা মাহমুদ
সিরাজগঞ্জ-৬ : কামরুদ্দিন ইয়াহিয়া মজলিস
পাবনা-২ : সেলিম রেজা হাবিব
পাবনা-৪ : হাবিবুর রহমান।
★খুলনা বিভাগ
খুলনা-২ : নজরুল ইসলাম মঞ্জু
খুলনা-৩ : রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪ : আজিজুল বারী হেলাল
যশোর-১ : মফিকুল হাসান তৃপ্তি
যশোর-৩ : অনিন্দ্য ইসলাম অমিত
মাগুরা-১ : মনোয়ার হোসেন খান
মাগুরা-২ : নিতাই রায় চৌধুরী।
★বরিশাল বিভাগ
বরিশাল-৫ : অ্যাড. মজিবুর রহমান সরোয়ার
পটুয়াখালী-৩ : গোলাম মাওলা রনি
ভোলা-৩ : মেজর হাফিজ উদ্দিন আহমেদ
ভোলা-৪ : নাজিম উদ্দিন আলম
ঝালকাঠি-২ : জেবা আমিন খান।
বার্তা-২৪

পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালের উস্কানিমুলক একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহবান


আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ পরিকল্পনা মন্ত্রী লোটাস কামালের উস্কানিমুলক একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে তা প্রত্যাহারের আহবান জানিয়েছেন নাঙ্গলকোটের সন্তান শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। গত মধ্যরাতে লোটাস কামালের একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে এক ফেসবুক স্ট্যাটাসে ইয়াছিন আরাফাত এ আহবান জানান। নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনের আ’লীগের সংসদ সদস্য প্রার্থী জনাব আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি একজন মন্ত্রী এবং দেশের প্রাচীন দল আওয়ামী লীগের জেলা সভাপতি। তিনি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা কোন রাজনৈতিক নেতার বক্তব্য হতে পারে না। তার এ বক্তব্য চর দখলকারী কোন দস্যু নেতার বক্তব্যের মত। তিনি জামায়াত-শিবির এবং এলাকাবাসীর বিরুদ্ধে যে বিষেধাগার করেছেন, এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন তা ওনার ভাবমূর্তিকেই ক্ষুন্ন করেছে। গণতন্ত্রে বিশ্বাসী কোন মানুষ তার রাজনৈতিক প্রতিপক্ষকে এভাবে খুঁজে খুজে বের করে নিশ্চিহ্ন করার হুমকি দিতে পারে না। তিনি যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা ফ্যাসিবাদের ভাষা। আশা করি তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং কুমিল্লা-১০ তথা নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ এলাকায় শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে উৎসবমুখর ভোটদানের পরিবেশ তৈরিতে ভুমিকা রাখবেন। মনে রাখবেন হুমকি দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে এমনকি পুলিশও লেলিয়ে দিয়ে জনগনকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইনশাআল্লাহ।
#মুহাম্মদ_ইয়াছিন_আরাফাত, নাঙ্গলকোট, কুমিল্লা।
উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনের নির্বাচনী এক উঠান বৈঠকে লোটাস কামাল বলেন, জামায়াত শিবির এবং আরো যত চৌদ্দগোষ্টি আছে সবাইকে শেষ করে দেয়া হবে। ২৭ তারিখের মধ্যে যদি তারা আমাদের সাথে কম্প্রোমাইজে না আসে তাহলে কাউকে এলাকায় থাকতে দেয়া হবে না, খুঁজে খুঁজে বের করে নিশ্চিহ্ন করা হবে।
ধারণা করা হচ্ছে, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত মনোনয়ন পাচ্ছেন এবং লোটাস কামালের বিপরীতে লড়বেন এমন গুঞ্জনের ভিত্তিতেই লোটাস কামাল উস্কানিমূলক এ বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্যের ভিডিওটি ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
natundhaka.com

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

মিথ্যা মামলায় জামায়াতের স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন কারাগারে

আমাদের বাংলাদেশ নিউজ24 ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা তায়েব আলীসহ ৬ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এর আদালতে হাজির হয়ে আসামীরা জামিন আবেদন করলে তিনি এ আদেশ দেন।
সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে কাহালু উপজেলা সদরের দুটি স্থানে কে বা কারা দুটি ককটেল বিস্ফোরন ঘটালে কাহালু উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে কাহালু থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা করেন। এ মামলায় উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলীসহ বিএনপি ও জামায়াতের ২২জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামী করা হয়। এরপর আসামীরা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় তায়েব আলীসহ জামায়াতের ৬ জন নেতাকর্মী বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান। অপর আসামীরা হলেন কাহালু সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুল মোমিন, কাহালু পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও রিজওয়ানুল হক।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা মাওলানা তায়েব আলী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু উপজেলা চেয়ারম্যানের পদে থাকার অজুহাত দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

দুই ভাইস চেয়ারম্যান মঞ্জু ও জহিরের গ্রেফতারে নিন্দা, মুক্তি দাবী কক্সবাজার জেলা জামায়াতের


আমাদের বাংলাদেশ ডেস্কঃ কক্সবাজারে গত কয়েক দিন যাবত নাশকতার পরিকল্পনাকারি ধরার অজুহাতে গণগ্রেফতার অভিযানের নামে পেকুয়ার জনপ্রিয় জনপ্রতিনিধি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এবং মহেশখালীর জনপ্রিয় জনপ্রতিনিধি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা জহিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমির মাওলানা মুস্তাফিজুর রাহমান, নায়েবে অামির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, এসিসস্টেন্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মহেশখালী উত্তরের আমির আব্দুশ শাকুর, দক্ষিণের আমির জাকের হোসেন, কুতুবদিয়ার আমির মাওলানা আনোয়ার হোসাইন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার জনপ্রতিনিধিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। যা সম্পূর্ণ অমানবিক ও বেআইনী।
নির্বাচনের তফসিল ঘোষণার পরও সরকার বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করে দেশকে কারাগারে পরিনত করেছে ।
বিশেষভাবে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদেরকে টার্গেট করে গণগ্রেফতার অভিযানের কারণে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।যা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় পরিলক্ষিত হয়েছে।
জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা সর্বকালের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার তাদের ক্যাডার ও পুলিশ দিয়ে জুলুম নির্যাতন, হত্যা, গুম, রিমান্ডে নিয়ে পঙ্গু করে ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়। যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
বেছে বেছে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করাটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি বড় অন্তরায়।
নির্বাচনের দায়িত্বে যারা থাকবে তারা যদি গ্রেফতার হয় তবে নির্বাচন করবে কে? এমন প্রশ্ন বিবৃতিতে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, আমাদের দুই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু এবং মাওলানা জহিরসহ নেতা-কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিষয়টি নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা এবং আশা করি নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের মাধ্যমে কক্সবাজার জেলায় সুন্দর উৎসবমুখর গ্রহন যোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

ফরিদুদ্দীন মসউদকে গ্রেফ্তারসহ ছয় দফা দাবী আজকের প্রেসক্লাবের উলামাদের মানব-বন্ধন থেকে !


আজ সকাল ১০টায় সম্মিলিত ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এক জনবহুল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়।
দাবিগুলি হল- 
১) মূল পরিকল্পনাকারী ওয়াসিফ, খান শাহাবুদ্দিন নাসিম, মৌলভী ফরিদ উদ্দিন মাসউদ গংদের আগামী শুক্রবার ফজরের আগে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২) ওয়াসিফ, নাসিম ও সাদ পন্থী হাতাতি খুনিদের কাকরাইল মারকাজসহ সারা বাংলাদেশের দাওয়াতি কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
৩) বিশ্ব এজতেমার কাজ সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমা ময়দান আহলে হক ওলামায়ে কেরাম ও হকপন্থী তাবলিগী সাথীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
৪) কওমি শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলইয়া থেকে সাদপন্থী দালাল মৌলবী ফরিদ উদ্দিন মাসুদকে বহিষ্কার করতে হবে।
৫) একটি সর্বগ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করে ইজতেমায় হামলায় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক রিপোর্ট জাতির সামনে উপস্থাপন করতে হবে।
৬) হামলায় নিহত-আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন থেকে আরও ঘোষণা করা হয়, দোষীদের যদি আগামী শুক্রবারের পূর্বে গ্রেফতার করা না হয় তাহলে শুক্রবার জুমা বাদ সারা দেশের প্রত্যেকটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় ইমাম সমাজের সভাপতি ক্বারী আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মাওলানা শাহ আতাউল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন। মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মাওলানা বেলায়েত আল ফিরুজি, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা জোবায়ের বকশি, মুফতি আনিসুর রহমান, মাওলানা শহিদুল আনোয়ার, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা শামসুল হক প্রমুখ। কর্মসূচি ঘোষণা করেন জাতীয় ইমাম সমাজের সেক্রেটারি মাওলানা মিনহাজ উদ্দিন।
Zamzam24.com

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী