বিজ্ঞাপন দিন
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
প্রজেক্ট বাস্তবায়নে একজন আর্কিটেক্টের ভূমিকা
বুধবার, ২১ অক্টোবর, ২০২০
আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ
তার মৃত্যুতে তামাকুমন্ডি লেইন বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদ প্রার্থী জনাব মোঃ ইদ্রিস চৌধুরীসহ র্বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতি দাতাগণ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
নিখিল বিশ্ব কি ও কেন
১. সমগ্র বিশ্বজাহানের মালিক ও আইনদাতা:
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِى خَلَقَ السَّمٰوٰتِ وَالْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعٰلَمِينَ
لَهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى
سَبَّحَ لِلَّهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
২. মানুষ আল্লাহর প্রতিনিধি :
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌ فِى الْأَرْضِ خَلِيفَةً ۖ قَا
وَهُوَ الَّذِى جَعَلَكُمْ خَلٰٓئِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتٰىكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌۢ
وَعَدَ اللَّهُ الَّذِينَ ءَامَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ
يٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنٰكَ خَلِيفَةً فِى الْأَرْضِ فَاحْكُم بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَن سَبِيلِ اللَّهِ ۚ
৩. নবী-রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ:
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ ءَايٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِى ضَلٰلٍ مُّبِينٍ
قُلْ يٰٓأَيُّهَا النَّاسُ إِنِّى رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِى لَهُۥ مُلْكُ السَّمٰوٰتِ وَالْأَرْضِ ۖ لَآ إِلٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِىِّ الْأُمِّىِّ الَّذِى يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمٰتِهِۦ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلٰى نُوحٍ وَالنَّبِيِّۦنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلٰىٓ إِبْرٰهِيمَ وَإِسْمٰعِيلَ وَإِسْحٰقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسٰى وَأَيُّوبَ وَيُونُسَ وَهٰرُونَ وَسُلَيْمٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًا
চলবে - - -
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
একটা সিজার মানে একটা মায়ের মৃত্যুর আগ পযর্ন্ত প্রতিবন্ধি হয়ে বেঁচে থাকা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
রূপগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
থানার ওসি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম. মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ’গ’ সার্কেলের এসপি মাহিন ফরাজি, ওসি তদন্ত এইচ. এম. জসিম উদ্দিন প্রমূখ।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃংখলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।
সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ প্রশ্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কাউন্সিলর আনোয়ার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষভদের প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া প্রমূখ।
পুলিশ জানায়, রূপগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয় কায়েতপাড়া ইউনিয়নে। এক জড়িপে এ তথ্য জানা গেছে। এ ছাড়া দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান বক্তারা।
সৌজন্যেঃ সংবাদচর্চা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদ’র গভীর শোক প্রকাশ
তার ইন্তেকালে বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদ চট্টগ্রাম বিভাগ গভীর শোক প্রকাশ করে মুফতি মাওলানা ফারুক ছিদ্দিকী,মোহাম্মদ, সভাপতি মোহছেন আল হোসাইনী-সেক্রেটারী, এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে আরো উল্লেখ করেন, আল্লাহ তায়ালা মরহুমের ভূলত্রুটি গুলো ক্ষমা করুন। দ্বীনের জন্য তাঁর খেদমতকে কবুল করুন। তাঁকে জান্নাতুন ফেরদৌসের আ'লা মাকাম দান করুন।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
মুসলিম বিজ্ঞানীদের আড়াল করার চক্রান্ত : ল্যাটিন অনুবাদে নাম পরিবর্তন।
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
মুঘল সম্রাট আওরঙ্গজেব কি সত্যিই হিন্দু বিদ্বেষী ছিলেন ?
ইউনিভার্সিটি অব নিউয়ার্কে দক্ষিণ এশিয়ার ইতিহাস পড়ান ট্রাশকা।
ভারতে ৪৯ বছরের শাসন
ট্রাশকা লিখেছেন যে আওরঙ্গজেবকে দাফন করা হয়েছিল মহারাষ্ট্রের খুলদাবাদে একটি কাঁচা কবরে।
আওরঙ্গজেব ও সাহিত্য
আওরঙ্গজেবের জন্ম হয়েছিল ১৬১৮ সালের ৩রা নভেম্বর। তখন সম্রাট ছিলেন তাঁর পিতামহ জাহাঙ্গীর।
অন্যসব মুঘল সম্রাটদের মতোই, আওরঙ্গজেব ছোটবেলা থেকেই হিন্দিতে অনর্গল কথা বলতে পারতেন।
একেবারে তরুণ বয়স থেকে শাহ জাহানের চার ছেলেই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসার চেষ্টা চালাচ্ছিলেন। মুঘলরা মধ্য এশিয়ার ওই প্রথায় বিশ্বাস করতেন যে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে সব ভাইদেরই সমান অধিকার রয়েছে।
অড্রে ট্রাশকা দারা শিকোহর বিয়ের পরের একটি ঘটনার উল্লেখ করেছেন।
দারা শিকোহর সঙ্গে শত্রুতা
তবে এরই মধ্যে অন্য হাতিটি সুধাকরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং তাকে লড়াইয়ে ফিরিয়ে আনে।
শাহ জাহানের দরবারের রাজকবি আবু তালিব তাঁর কবিতায় ঘটনাটি উল্লেখ করেছেন।
হিরাবাঈ ছিলেন একজন গায়িকা ও নৃত্যশিল্পী।
আওরঙ্গজেব তাকে প্রথম দেখেছিলেন একটি গাছ থেকে আম পারার সময়ে।
তাদের এই প্রেম কাহিনী মাত্র এক বছরের মধ্যেই শেষ হয়ে যায় - হীরাবাঈয়ের মৃত্যুর সঙ্গেই।
তাকে আওরঙ্গাবাদে দাফন করা হয়।
দারা শিকোহ যদি সম্রাট হতেন
কিন্তু আওরঙ্গজেব ওই প্রস্তাবে রাজী হননি।
দারা শিকোহ ধরা পরেন ১৬৫৯ সালে, নিজেরই এক বিশ্বস্ত সহযোগী মালিক জীবনের হাতে।
আম ছিল তাঁর ভীষন প্রিয়
বাবর থেকে শুরু করে সব মুঘল সম্রাটই আম খুব পছন্দ করতেন।
আওরঙ্গজেবের মৃত্যুর মাত্র কয়েক মাস পরেই ১৭০৭ সালের গ্রীষ্মে মৃত্যুবরণ করেন উদয়পুরী।
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
লাল চিনি ক্রয় করে নিজে বাঁচুন দেশকে বাঁচান।
শিরোনামহীন
পরিশেষে একটি আত্মসমালোচনামূক কথা বলি, সাহাবায়ে কেরাম অন্যের সামান্য দীনদারিকেও বড় মূল্যায়ন করতেন। আর নিজের গভীর পরহেজগারিকেও ভাবতেন সামান্য। আমরা তাঁদের সম্পূর্ণ উল্টো। অন্যের এত এত আমল-আখলাক দেখেও তার মন্দ বা দুর্বল দিকগুলোই সামনে আনি। অথচ নিজের লেবাস আর গতানুগতিক আমলেই আত্মতুষ্ট থাকি। নিজের বড় বড় গলদ ও গুনাহকেও তুচ্ছ মনে করি।
(সংগৃহীত)
About
ব্লগ সংরক্ষাণাগার
-
▼
2021
(51)
-
▼
জুলাই
(7)
- আল্লাহই ধনী এবং তোমরা সবাই ফকির
- কারো চিত্তরঞ্জন, কারো অসহায় মরণঃ মোহাম্মদ কফিল উদ্দীন
- পবিত্র আল কুরানের ৮১টি উপদেশ মূলক বাণী
- চট্টগ্রামে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দি...
- বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্য
- জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল
- চট্টগ্রামে মেয়ের পিতার বাড়ি থেকে জামাই এর বাড়িতে ...
- ► ফেব্রুয়ারী (7)
-
▼
জুলাই
(7)
-
►
2018
(55)
- ► ফেব্রুয়ারী (1)
-
►
2016
(107)
- ► সেপ্টেম্বর (22)
আমার ব্লগ তালিকা
-
মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা - [image: বাংলাদেশ বার্তা: মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াত...৩ বছর আগে
-
পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. - [image: বাংলাদেশ বার্তা: বিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি...৩ বছর আগে