বিজ্ঞাপন দিন
শনিবার, ১৩ মার্চ, ২০২১
আমার কাছে হিদায়াত প্রার্থনা কর আমি তোমাদের হিদায়াত দান করব
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
বিভিন্ন প্রকার দলিল
সোমবার, ৮ মার্চ, ২০২১
ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা
ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসান। দেশব্যাপী একসাথে ১২ টি কেন্দ্রে ১১ টি ব্যাংকসহ ৩৩টি ফাইনান্সিয়াল ইন্সটিটিউশনের মোট ৪৭০০ পরিক্ষার্থী ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
রবিবার, ৭ মার্চ, ২০২১
স্ত্রীকে সাত টুকরা করে কাজে যান স্বামী
আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মনিপুর এলাকায় ৭ মার্চ ২০২১ তারিখ রোববার সকাল থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল।
কৌতূহলী হয়ে বিকেলের দিকে স্থানীয় বাড়ির মালিক জাকির হোসেনসহ কয়েকজন একটি ব্যাগ খুঁজে পান। ব্যাগ খুলে বের হয় এক নারীর খণ্ডিত মস্তক। জাকির চিনতে পারেন, ওই নারী তাঁর বাড়িরই ভাড়াটে পোশাককর্মী রেহেনা আক্তার (২০)। কিন্তু তাঁর স্বামী জুয়েল আহমেদকে (২৫) গতকাল সকালেও কারখানায় যেতে দেখা গেছে। ওই সময়ই রেহেনার স্বামী জুয়েল কারখানা থেকে ফিরে এলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পুলিশকেও ডাকা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই জুয়েল জানান, গত বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেন তিনি। এরপর বঁটি দিয়ে সাত টুকরা করে কয়েকটি ব্যাগে ভরে কয়েক জায়গায় ফেলে দেন। তাঁর দেখানোমতে মৃতদেহের অন্য টুকরাগুলো আশপাশের জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্ত্রীকে হত্যার পর স্বামী জুয়েল গত দুই রাত ওই ঘরেই অবস্থান করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত রেহেনা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ইসলামপুর গ্রামের আবদুল মালেকের মেয়ে। তাঁর স্বামী (গ্রেপ্তার) জুয়েলও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানার শ্রমিক। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। তখন থেকে তাঁরা মনিপুর এলাকায় ঘর ভাড়া করে থাকছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে কলহ চলছিল। প্রায়ই ঝগড়া–বিবাদ হতো। তুচ্ছ ঘটনায় জুয়েল স্ত্রীকে মারধর করতেন বলে জানান পাশের অন্য ভাড়াটিয়ারা।
জয়দেবপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী জুয়েল গত দুই রাত ওই ঘরেই অবস্থান করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। লাশের টুকরাগুলো উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারের পর জুয়েল তাঁর স্ত্রীকে সাত টুকরা করে হত্যার কথা স্বীকার করেছেন।
সৌজন্যেঃ নাগরিক বাংলা24
বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
সুখের অভিনয়ঃ আব্দুল হান্নান চৌধুরী
বুকের মাঝে কত কষ্ট চেপে আছে
যায়নাতো মুখে কিছু বলা,
থামেনা কভু তার পথ চলা।
সারা দিনমান হাটি চলি ফিরি
মুখে সুখের মিছে হাসি,
আছে বুকে ব্যাথা রাশি।
চাইতে পারিনা কারো কাছে
যায়না বলা কোনো কিছু,
সংকট ছাড়েনা পিছু।
সারাদিন কত দৌড় ঝাপ চলে
শুধু দুটো রোজগারের আশায়,
আপন হিসাব খাতায়।
সুখ নামক পাখিটার পিছে
ছুটে চলি মোরা সারাময়।
সুখ কভু কপালে জুটেনা
করে যাই শুধু সুখের অভিনয়।
মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
ইসলাম কি এতটা অসহায় হয়ে গিয়েছে যে, বাজারের নায়ক,গায়ক,খেলোয়ার দিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করতে হবে?
আমাদের বাংলাদেশ 24 ডেস্কঃ
About
ব্লগ সংরক্ষাণাগার
-
▼
2021
(51)
-
▼
জুলাই
(7)
- আল্লাহই ধনী এবং তোমরা সবাই ফকির
- কারো চিত্তরঞ্জন, কারো অসহায় মরণঃ মোহাম্মদ কফিল উদ্দীন
- পবিত্র আল কুরানের ৮১টি উপদেশ মূলক বাণী
- চট্টগ্রামে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দি...
- বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্য
- জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল
- চট্টগ্রামে মেয়ের পিতার বাড়ি থেকে জামাই এর বাড়িতে ...
- ► ফেব্রুয়ারী (7)
-
▼
জুলাই
(7)
-
►
2018
(55)
- ► ফেব্রুয়ারী (1)
-
►
2016
(107)
- ► সেপ্টেম্বর (22)
আমার ব্লগ তালিকা
-
মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা - [image: বাংলাদেশ বার্তা: মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াত...৩ বছর আগে
-
পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. - [image: বাংলাদেশ বার্তা: বিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি...৩ বছর আগে