বাংলাদেশের প্রথম শ্রেণীর শিল্প উদ্যোক্তা ও ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় এ সভা।
বাংলাদেশি আমেরিকান প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মীর কাসেম আলীর ছোট ভাই মীর মাসুম আলী, মূলধারা নেত্রী ও মীর মাসুম আলীর সহধর্মিনী শাহানা মাসুম, হিউম্যান রাইটস ফর বাংলাদেশের সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ, মজলিশে শূরার সদস্য নাজি আল মোক্তাদির, ইমাম মোহাম্মদ আব্দুল বাকী, কোয়ালিশন অফ বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (ক্বোবা)’র সভাপতি আব্দুল্লাহ আল আরিফ, রাইটার্স ফোরামের সাধারণ সম্পাদক নঈমউদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, মহিলা নেত্রী ইসমত আরা ফজিলাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক ও রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। মীর কাসেম আলীর মতো একজন প্রথম শ্রেণীর শিল্প উদ্যোক্তা হত্যা প্রমাণ করেছে বাংলাদেশে কোনো ন্যায়বিচার নেই। মীর কাসেম আলীর মতো একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক জাতীয় নেতাকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় আমরা গভীরভাবে শোকাহত ও সংক্ষুব্ধ।
এসময় বক্তারা বলেন, সরকার শুধু ইসলামি আন্দোলনের নেতাদেরকেই শেষ করে ক্ষান্ত হচ্ছে না, এখন তাদের পরিবার-পরিজনকে গুম ও গৃহহীন করছে। বাংলাদেশ আজ গুম, খুনের অভয়ারণ্য। বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক বিশ্বের সহায়তা কামনা করেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘের সামনে ৪৭ স্ট্রিটের সামনে প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশী-আমেরিকান মিছিল করে। এতে ‘মীর কাসেম আলীর রক্ত বৃথা যেতে পারে না, রাজনৈতিক হত্যা বন্ধ কর করতে হবে ইত্যাদি’ শ্লোগানে মীর কাসেম আলীর হত্যার প্রতিবাদ জানানো হয়। মিছিল শেষে জাতীয় নেতাদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময়ে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।
উৎসঃ নয়াদিগন্ত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন