আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী তার পরিবারের সদস্যদের জানিয়েছেন- ‘তাদের সাথে ফের দেখা হবে জান্নাতের বাগানে।’
মীর কাসেমের সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ শেষে তার স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, মীর কাসেম আলী শহীদ হিসেবে পরিবারের ৭০জনকে জান্নাতের সুপারিশ করতে পারবেন। এক পর্যায়ে তিনি বলেন মীর কাসেম বলেছেন, ‘যদি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেন তাহলে তো তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা, এবং নাতিসহ আরো অনেকজনকে সুপারিশ করতে পারবেন।’
খন্দোকার আয়েশা জানান, তার পরিবারের সদস্যরাও এ ব্যাপারে গর্বিত এবং সৌভাগ্যবান।
তিনি জানান, এসময় মীর কাসেম তার সংগঠন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের উদ্দেশে বলেছেন- ‘কষ্ট পাওয়া কিংবা হতাশ হওয়ার কিছু নেই- যে ময়দানে শহীদের রক্ত ঝরে সে ময়দান ইসলামী আন্দোলনের উর্বর ভূমিতে পরিণত হয়।’
এসময় তিনি তাদের উদ্দেশে বলেন, ‘তারা সবাই যেন সঠিকভাবে দ্বীনের কাজ করেন। ইনশাআল্লাহ তাদের সাথেও তার জান্নাতের বাগানে দেখা হবে।’
এছাড়া শনিবার ফেসবুকে দেয়া এক স্টাটাসে মীর কাসেমের স্ত্রী বলেছেন, সব ইসলামী আন্দোলনের সংগ্রামীদের প্রতি মীর কাসেম আলী জানিয়েছেন- ‘ফাঁসি দেখে ভয় পেওনা। হতাশ হয়োনা। শহীদি রক্তে স্নাত-ভূমি ইসলামের জন্য সতেজ ও আরো উর্বর হয়। তাতে কলেমার পতাকা শক্ত হাতে দৃঢ়ভাবে পুতে দিতে পারবে অক্লেশেই ইনশাআল্লাহ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন