আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ ফ্রান্সের রাজধানীতে বহুতল দুটি ভবনে প্রকাশ্যে আঁকা হয়েছে নবী মুহাম্মদ ﷺ এর ব্যঙ্গচিত্র কার্টুন(!)এবং ব্যাপক পুলিশি পাহারায় তার সুরক্ষাও নিশ্চিত করেছে ওই দেশীয় প্রশাসন......।
ফ্রান্স বিবৃতি প্রকাশ করেছে, তারা ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশনা করেই যাবে(?)...।
.এটা কি ধরনের বাকস্বাধীনতা?
এটা কি উস্কানিমূলক, বেপরোয়া, আগ্রাসন, এবং উগ্রতা নয়?
.
আমাদের কি সময় আসেনি এসব কাফেরদের বর্জন করার, তাদের পণ্য ডাস্টবিনে নিক্ষেপ করার, বিশ্বব্যাপী মুসলিম সংগঠনগুলোর প্রতি আহবান করব; আপনারা ফ্রান্সের ব্যাপারে শক্ত অবস্থান নিন।
আলেম-ওলামাসহ সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের কে আহবান করব আপনারা অবশ্যই এসব বিষয়ে এগিয়ে আসবেন।
সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন