বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

আমি হতাশ নই,আশাবাদী দলের লোক।কিন্তু কিছু বিষয় আমার জানার অধিকার আছে।

এ প্রশ্নগুলি জবাব দিতে পারবেন কি শ্রদ্ধাভাজন ড.কামাল হোসেন, জনাব তারেক রহমান এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 
#সংলাপে ২০ দল ছাড়া কেন গিয়েছিলেন? গণফোরামের ৭জন যাওয়া কি জরুরী ছিলো? এটা কি প্রীতিভোজ ছিল?
#জামায়াতে ইসলামী আন্দোলন,সংগ্রামে ও ভোটের দিক দিয়ে অন্যতম সহযোগী হওয়ার পরও আওয়ামীলীগ কুটকৌশলের কাছে হেরে গিয়ে জামায়াতকে কোথাও রাখেননি কেন?
#নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনের অংশ বলার পরও আন্দোলন কোথায় করেছিলেন?
#সংলাপে আপনাদের কোন দাবি মানলোনা শেখ হাসিনা! অথচ নির্বাচনে থেকে গেলেন কেন? এ বিষয়টি পরে কেন চেপে গেলেন?
#জাতীয় ঐক্যফ্রন্টের স্টান্ডিং কমিটি ঘোষণা দিয়েছিল জেলা ও থানা ভিত্তিক কমিটি হবে।সারাদেশে কয়টা কমিটি হয়েছিল? সেন্ট্রাল কমিটিতে ২০ দিলের কেউ ছিলোনা কেন?
#কেন্দ্রভিত্তিক কমিটির ঘোষণা করেছিলেন। কয়টা কমিটি করা হয়েছে?
#১৯৯৯ সালের সর্বদলীয় ছাত্রঐক্য গঠন ও তার আন্দোলনের ফসল ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোটের বিপুল বিজয়। অথচ ২০০৯ সাল থেকেই ছাত্রশিবির আপনাদের ধারে ধারে ঘুরেছে কিন্তু কোন কারণে সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করেননি? বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি।
#কথা নেই,বার্তা নেই জামায়াতকে দেয়া ২৫ আসন থেকে ২২ আসনে নামিয়ে আনার সঠিক ব্যাখ্যা সেদিন কেউ পায়নি।যাদের মনে কষ্ট দিয়েছিলেন তাদের মান ভাংগাতে কি উদ্যোগ ছিল আপনাদের। তারেক রহমানের উচিৎ ছিলো জামায়াতের কাছে ক্ষমা চাওয়া।
#বিগত ১০ টি বছর আওয়ামীলীগের নিষ্ঠুর আঘাতে জর্জরিত কর্মীদের খবর না নিয়ে নির্বাচনে জানবাজ কর্মী পাওয়ার আশা কেন করেছিলেন?
#আওয়ামীলীগ পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ে যেখানে ঝাপিয়ে পড়েছে সেখানে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ছিলো কি কর্মীদের কাছে? শুধু প্রেস ব্রিফিং দিয়ে সময় পার করা ঠিক হলো?
#নির্বাচনে, আন্দোলনে জানবাজ দেশপ্রেমিক কর্মী জামায়াতের মধ্যে অথচ এক সাথে নির্বাচন করা কালীন ড.কামাল হোসেন ও ড.জাফরুল্লাহ চৌধুরী জামায়াতকে নিয়ে অযাচিত মন্তব্য করা কি জরুরি ছিলো? মিডিয়াতে কভারেজ পাওয়ার চেয়ে ঐক্য সুসংহত জরুরি ছিলো কিনা?
#ভারতীয় আধিপত্যবাদী ভূমিকার কারণে আওয়ামীলীগ আজ ক্ষমতায় সেটা দিবালাকের মতো স্পষ্ট ।অথচ ভারতের ব্যাপারে আপনাদের নিরব ভূমিকা কেন?
#ব্যরিষ্টার মঈনুল হোসেন জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে ভূমিকা রাখায় আধিপত্যবাদীদের চক্ষুশূলের কারণে আজ ঠুনকো মামলায় কারাগারে অথচ উনার মুক্তির দাবিতে আপনাদের কন্ঠ এতো ক্ষীণ কেন? নির্বাচনের আগে উনার মুক্তি কেন নিশ্চিত করতে পারেননি? 
এই লোকটি বাকশালীদের অনেক ষড়যন্ত্রের জবাব সাহসের সাথে দেয়ার হিম্মতওয়ালা মানুষ।
#সকাল-সন্ধ্যা প্রার্থী বাতিল,মার্কা বদল করা হলো অথচ জনগণের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছাতে পারেননি কেন?
#ঢাকাতে জনসভা, গণসংযোগ যৌথভাবে করার কথা ছিলো সেটা বাতিল করলেন কেন? ঢাকার মানুষ আন্দোলিত হলে এর প্রভাব দেশব্যাপী পড়তো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী