সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা ও সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি চট্র: ১৬৬৯) এর সভাপতি মাওলানা নেছার আহমদ আর নেই (ইন্না নিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।৩ তিনি দিবাগত রাত ৩টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। উল্লেখ্য যে, নগরীর বাগবাড়ী কানিশাইল ঈদগাহ মসজিদের সাবেক ইমাম মাওলানা নেছার আহমদ কয়েকদিন থেকে মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগে ওসমানী হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামের আব্দুল হান্নান-এর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নগরীর বাগবাড়ী কানিশাইল ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে মানিক পীর (র.) মাজার সংলগ্ন কবর স্থানে সমাহিত করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা দক্ষিণের নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, মহানগর সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি মো: আব্দুর রব, অফিস সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী প্রমুখ। জানাযায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বিশিষ্ট আলেমে দ্বীন ও শ্রমিক নেতা মাওলানা নেছার আহমদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, মাওলানা নেছার আহমদের ইন্তিকালে সিলেটবাসী ইসলামী আন্দোলনের একজন খাঁটি সৈনিককে হারাল যা সহজে পুরণ হওয়ার নয়। বাংলাদেশের সবুজ ভু-খণ্ডে ইনসাফভিত্তিক কুরআনের সমাজ বিনির্মাণ ও অবহেলিত শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা সিলেটবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবাবরবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন- সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন