বিজ্ঞাপন দিন

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই ঈদ উত্তর সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ব্যাংক খোলা এবং যথারীতি ব্যাংকিং কার্যক্রম চলছে। এই গ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। ঢাকার সবুজবাগ থানার রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১:b>ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও, শাহীবাগ বাজার

শনিবার, ২৭ মার্চ, ২০২১

যখনই বিপদে পড়বেন তিনটি কাজ অবশ্যই করবেন

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ যখনই বিপদে পড়বেন তিনটি কাজ অবশ্যই করবেন।

. সাদাক্বাহ (দান): রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ তোমরা সদকা কর এবং সদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা কর। কেননা, সদকা রোগ এবং বালা-মুসিবত দূর করে এবং আয়ু নেকী বৃদ্ধি করে। -বায়হাকী।

. ইস্তিগফার (হাদিসসম্মত উপায়ে আল্লাহর নিকট গোনাহ্ থেকে ক্ষমা প্রার্থনা। এটি জপতে পারেন: "রাব্বিগফিরলি", "আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি")

যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সংকট থেকে মুক্তির পথ করে দেন। যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি প্রশান্তি দান করেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দান করেন। (আবুদাউদ: ১৫১৮)

. দরুদ পাঠ (হাদিসসম্মত হলে উত্তম। "আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ" পাঠ করে সংক্ষেপে দরুদ পড়তে পারেন)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি নবীজিকে বলেন, 'আমার পুরো দু'আই আপনার প্রতি দরুদের জন্য নির্ধারিত করে দেব।' তখন নবীজি বলেন, "তাহলে তোমার (সকল) ইচ্ছা/অভিপ্রায় পূরণের জন্য এটাই যথেষ্ট হবে এবং তোমার গোনাহ্ ক্ষমা করা হবে।" [তিরমিযি: ২৪৫৭, মুসতাদরাক: /৪২১ (সহিহ)]

 

এগুলো খুব দ্রুত উপকার পৌঁছায়। হাদিস দ্বারাও এসব আমল প্রমাণিত। সাথে হাদিসসম্মত উপায়ে দু' তো করবেনই।

সৌজন্যে কুরআনের আলো


শবে বরাত: তর্ক নয়; জানতে হবে

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ শাবান মাস, ফযিলতপূর্ণ মাসের মধ্যে একটি,, এ মাসে রসূল সাঃ অধিক পরিমানে রোজা এবং ইবাদতের মধ্যে মনোনিবেশ করতেন,,

কিন্তু আমরা শাবান মাসের ইবাদত বলতেই বুঝি মধ্য শাবানের"শবে বরাত " এর রাত।
এখন আমরা শবেবরাত নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করবো,
আলোচনার পূর্বে জানতে হবে, কোরআন এবং হাদীস আরবিতে নাযিল হয়েছে সুতরাং সকল ইবাদত আরবি ভাষায় বিশ্লেষণ করে আমল করাই উত্তম ।
শবে বরাত মূলত ফারসি শব্দ,যদি এর বাংলা করি,
~শব অর্থঃ রাত বা রজনী,
~বরাত অর্থঃ ভাগ্য, বরকতময়।সুতরাং এরবাংলা অর্থ ভাগ্য বা বরকতময় রজনী। এখন বাংলা থেকে যদি আরবি করি,
~রাত বা রজনী এর আরবি শব্দঃ লাইলাতুল
~ভাগ্য বা বরকতময় এর আরবি শব্দঃ কদর
অর্থাৎ শবে বরাত এর আরবি শব্দ হলোঃ"লাইলাতুল কদর"
আর আপনি নিশ্চয়ই জানেন "লাইলাতুল কদর"কোন মাসে হয়(সূরা কদর)
জ্ঞানীদের জন্যই এতটুকুই যথেষ্ট।
এর পরেও হয়তো অনেকে বলবেন,আমরাতো জানি কদর অর্থঃ সম্মানিত রাত বা মহিমান্বিত রাত।
প্রিয় বন্ধু, আপনি যদি (সূরা দুখানঃ১-৪) এই আয়াতগুলোর ব্যাখ্যা দেখেন তাহলে দেখতে পাবেন বরকতময় বা ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বুঝানো হয়েছে।
এখন হয়তো কেও বলবেন,বাপদাদারা কি হাদীস জানতো না, তারাতো শতশত বছরদরে পালন করে আসছে।
সবচেয়ে দুঃখের বিষয় হলো, মুসলিমরাও আজ হিন্দুদের মতো বাপদাদাদের অনুসরণ করছে,,হিন্দুরা করতেই পারে কারণ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ"বেদ" আনুমানিক সারে চার হাজার বছর পূর্বের যা সচারাচর পাওয়া যায় না, কিন্তু মুসলিমরা কেন বাবদাদার অনুসরণ করবে যেহেতু তার টেবিল-আরমারিতেই কোরআন-হাদীস সাজিয়ে রাখা আছে!! সুতরাং দলিল ছাড়া বাপদাদার বা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ কখনো করা যাবে না।(সূরা বাকারঃ১৭০,আরাফঃ২৮)
এর পরেও অনেকে বলবেন,নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরাতের আমল সম্পর্কেতো হাদীস আছে, বন্দুরা
আমি এ জন্যেই বললাম কারো অন্ধ অনুসরণ করা যাবে না, আপনাকে যে ব্যাক্তি মধ্য শাবানের ইবাদত সম্পর্কে হাদীস শুনিয়েছে তাকে উক্ত হাদীসের সনদ এবং রাবী সম্পর্কে প্রশ্ন করুন।
মূলত, মধ্য শাবান নিয়ে, রোজা,মিলাদ-কিয়াম, হালুয়া রুটি,সম্মিলিত দোয়া,নামাজ বা নামাজের রাকাত সংখ্যার ফযিলত,ইত্যাদি প্রায় সবগুলো হাদীস বানোয়াট বা জাল, কিছু হাদীস যঈফ,,
এর পরেও হয়তো অনেকে বলবেন,আমরাতো এই রাতে গান-বাজনা করবো না বরং আল্লহর নাম নিয়েই ইবাদত করবো এতে দুস কোথায়,আসলে এমন কথা আমরা অজ্ঞতার কারণে বলে থাকি। প্রিয় বন্ধু,
ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনাকে যেমন জান্নাতে নিয়ে যাবে, ঠিক তেমনি সুন্নাহপরিপন্থি ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।(মুসলিম মুকদ্দমাঃ১-৪) সুতরাং ভালো এবং ইসলামি বিষয় বলেই দলিল ছাড়া সেটাকে ইবাদত মনে করা রসূল সাঃ এর উপর মিথ্যারোপ করার সামিল।
তবে,মধ্য শাবানের নির্ভরযোগ্য একটি হাদীস হলো, এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতিত আল্লহ তার বান্দাদের ক্ষমা করে দিবেন,(সুনান ইবনে মাজাহ১৩৯০,,হাসান)
এই হাদীসের মূলভাব হলো আমার যদি মধ্য শাবানের পূর্বে শির্ক এবং হিংসা থেকে মুক্ত হতে পারি তাহলে আমরাই সেই ক্ষমাপ্রাপ্ত দলদের মধ্যে একজন হবো।ইনশাআল্লহ
আর এই হাদীস দিয়ে উপরের ইবাদতগুলো প্রমাণ করাটা মূর্খতা, যদি তাই হতো তাহলে রসূল সাঃ এবং সাহাবী রাঃ এদের থেকে এই রাতের ইবাদত নিয়ে অন্তত একটি সহীহ হাদীস থাকতো।
প্রিয় বন্ধুরা, মোটকথা হলো ইবাদতের জন্য কি রসূল সাঃ এর আদর্শ যথেষ্ট নয়??সুতরাং আসুন শাবান মাসে কোন নির্দিষ্ট করে(শবে বরাত) নফল রোজা বা নামাজ না পড়ে, রসূল সাঃ এর সুন্নাহ অনুযায়ী পুরো মাসটাই বেসি বেসি করে রোজা এবং নামাজ আদায় করি।
আল্লহ বুঝার তৈফিক দান করুন( আমিন)
মোঃ জুবায়ের শিকদার

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বেড়াইদের চালা গ্রাম : মোবারক হোসেন শ্যামল

 

বেড়াইদের চালা গ্রাম

আমার মনের মত নাম।
এই গ্রামে মোর দাদার ভিটা
বাবার জন্মস্হান।
এই গ্রামেতেই জন্ম আমার
ছেলেরও জন্ম ভুমি
এই গ্রামের নাম লিখে যাই
দুই ঠোটে যাই চুমি।
সবুজ ঘেরা গ্রামটি আমার
নিবির পরিপাটি
এই গ্রামেতে ফলায় ফসল
সোনায় মোড়া মাটি।
বেড়াইদের চালা গ্রাম
শান্তি অবিরাম
এই গ্রামেতে জন্ম যাদের
সবাই কে সালাম।
কত গুনী জন্ম নিলেন
ধন্য করে গ্রামের নাম
এই গ্রামেমেতেই জন্ম আমার
এই ভাবনায় সফলকাম।
ভালোবাসি এই গ্রাম আমার
গ্রামটা আরো গড়তে চাই
এই গ্রামেতেই হলাম বড়
এই গ্রামেতেই মরতে চাই।
আমার গ্রামে সবাই ভালো
মন্দ আমার নাই জানা
আমার গ্রামে সবার দাওয়াত
আসতে কারো নাই মানা।
ইদের খুশি সবার ঘরে
এই গ্রামেতে সব সময়
সবার হাতে হাত মিলিয়ে
গ্রামকে রাখি শান্তিময়।
তোমরা এসো আমার গ্রামে
বেড়াইদের চালা নামে
সবাই দেখো করবে আদর
সাদর স্ব সম্মানে।
৷৷৷৷৷৷৷৷৷৷ শ্যামল।

রবিবার, ২১ মার্চ, ২০২১

রাসুল সা. যেভাবে রোজার প্রস্তুতি নিতেন...

 

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ নবিজির সা. রামাদানপূর্ব প্রস্তুতিকে তিনভাগে ভাগ করা যায়:

১. ব্যবহারিক প্রস্তুতি (বেশি বেশি নফল রোজা রাখা)
২. আল্লাহর কাছে দুআর পরিমাণ বৃদ্ধি করা। জিকির বাড়ানো।
৩. আশপাশের মানুষকে বরকতময় রামাদান সম্বন্ধে সচেতন করা।
১. রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শা’বান মাসের মত অন্য কোন মাসে এত অধিক সাওম (রোযা) পালন করতেন না। তিনি অল্প কয়েক দিন ব্যতীত পূরো শা’বান মাসই সাওম (রোযা) পালন করতেন। (সুনানে নাসাঈ: ২১৮০)।
তবে শাবান মাসে ঠিক কতদিন নবিজি সা. রোজা রাখতেন, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে, রোজা শুরু হওয়ার আগের কয়েকদিন তিনি রোজা না রেখে শরীরকে বিশ্রাম দেয়ার নির্দেশনাও দিয়েছেন।
উসামা বিন জায়েদ রা. বলেন, আমি রাসুলকে সা. প্রশ্ন করলাম, আপনি শাবান মাসের মতো এতো নফল রোজা অন্য কোনো মাসে রাখেন না। কারণ কি? নবিজি সা. উত্তরে বললেন, কারণ রজব আর রামাদানের মধ্যবর্তী এ মাসটিকে মানুষ গুরুত্ব কম দেয়। অথচ এ মাসে বান্দার আমলগুলোকে ওপরে তার রবের কাছে নিয়ে যাওয়া হয়। আমি চাই, আমার আমলগুলো এমন একটি সময়ে নেয়া হোক, যখন আমি রোজা থাকি। (সুনানে আল নাসাঈ)
২. রাসুল সা. রোজার আগমনের আগেই দুআর পরিমান বাড়িয়ে দিতেন। রোজার চাঁদ দেখার সাথে সাথে দুআর পরিমান আরো বেড়ে যেতো। বিভিন্ন হাদিসগ্রন্থে রাসুলের সা. রামাদান পূর্ববর্তী বেশ কিছু দুআর কথা জানা যায়।
৩. রাসুল সা. সাহাবি ও আশপাশের মানুষের কাছে রোজার বরকত ও নেয়ামতগুলো তুলে ধরতেন। রোজার মাসের ফজিলতগুলো আলোচনা করতেন। এই মাসে নফল নামাজ, দান-সাদাকা, রোগীকে দেখতে যাওয়াসহ সকল নেক আমলের সওয়াব কতটা বেড়ে যায়, তা নিয়ে আলোচনা করতেন।
রাসুলের সা. এ জাতীয় তৎপরতা ও তারবিয়াতি কার্যক্রমের কারণে রামাদান আসার আগেই গোটা মদিনার চেহারা পালটে যেতো। আমরা আমাদের জীবনকে পালটাতে পেরেছি কি? আসুন, সবাই যে যার গন্ডিতে রাসুলের সা. সুন্নাতের আদলে রামাদানের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমিন।

৪১ তম বিসিএস" প্রিলিমিনারি পরীক্ষার একজন মার্জিত, শালীন পোষাক পরিহিত ধার্মিক প্রকৃতির পরীক্ষার্থীর কথা

 

গত ১৯.০৩.২০২১খ্রিঃ "৪১ তম বিসিএস" প্রিলিমিনারি পরীক্ষার একজন মার্জিত,শালীন পোষাক পরিহিত ধার্মিক প্রকৃতির পরীক্ষার্থীর কথা বলছিলাম আমি।

নিচে সাদা পাঞ্জাবি পায়জামা ওয়ালা যার ছবি দেখছেন, তিনি মূলত একজন "৪১ তম বিসিএস" পরীক্ষার্থী, তাহার পরীক্ষা কেন্দ্র যদিও চট্টগ্রাম সিটি-কর্পোরেশন মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে ছিল, কিন্তুু তিনি অসচেতন ভাবে তারাহুরো করে, ভূলক্রমে, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার কিছুক্ষণ পর বুঝতে পারে যে, তার আগত পরীক্ষার কেন্দ্রটি সঠিক নয় ভূল পরীক্ষা কেন্দ্রে এসেছে!
তখন ঘড়ির কাটা প্রায় সকাল ১০.০৬ মিনিট ছুঁই ছুঁই নির্ধারিত ০২ (দুই) ঘন্টার পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে, সকাল ১০.০০ ঘটিকা থেকে। এমন পরিস্থিতিতে তিনি বুকভরা হতাশা নিয়ে, কেন্দ্র থেকে ফেরৎ আসতে দেখে ওখানে কর্তব্যরত আমি এবং সিএসবি (সিটি স্পেশাল ব্রাঞ্চ) কোতোয়ালী জোনের অন্যতম চৌকস পুলিশ অফিসার এস.আই খোরশেদ আলম স্যার আমাদের দুজনের বিষয়টি দৃষ্টি গোচর হওয়ায়, আমি কাছে এগিয়ে গিয়ে সেই পরীক্ষার্থীকে জিজ্ঞেস করি যে, কি ব্যাপার আপনি পরীক্ষা না দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে ফেরৎ চলে আসলেন যে? কোন সমস্যা? তখন উক্ত পরীক্ষার্থী ভূল বসত অন্য পরীক্ষা কেন্দ্র চলে আসার কথা বলে চরম হতাশা এবং দুঃখ প্রকাশ করতে থাকে। সেই সাথে যানবহন থামিয়ে তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যাবার জন্য চেষ্টা করে বাট কোন খালি বাহন না পেয়ে চেষ্টা ব্যর্থ হওয়ার এক পর্যায়ে পরীক্ষায় অংশ না নেয়ার চুড়ান্ত সিদ্ধান্ত আমাদের জানিয়ে বলে যে, এমনিতেই আমার ভূলের কারনে অনেক সময়ক্ষেপণ করে ফেলছি। তাছাড়া এটা হচ্ছে বিসিএস পরীক্ষা, অল রেডি এখন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে যেহেতু, আমাকে এখন আর কেন্দ্রে ঢুকতে নাও দিতে পারে!
তার কথা শুনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা পরীক্ষা কেন্দ্রের পাশে অপেক্ষমান কোতোয়ালী থানা পুলিশের ডিউটিতে থাকা টহল গাড়ীযোগে দ্রুত উক্ত পরীক্ষার্থীকে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌছানোর নিমিত্তে আমি এবং এস.আই খোরশেদ আলম স্যারের অনুরোধক্রমে কোতোয়ালী থানা পুলিশের মানবিকতায় ও সার্বিক তড়িৎ ব্যবস্থাপনায় উক্ত "বিসিএস পরীক্ষার্থী" কে শেষ পর্যন্ত তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে "বিসিএস"পরীক্ষায় অংশ গ্রহনও নিশ্চিত করতে সক্ষম হই আমরা।
সংগৃহীত

শনিবার, ২০ মার্চ, ২০২১

কমোডর অব. এম আতাউর রহমান আর নেই –

আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ দিগন্ত মিডিয়া করপোরেশন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান কমোডর অব. এম আতাউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ১০টায় ইবনে সিনা হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমের ডাক্তার মেয়ে বৃটেনে কর্মরত। আরেক মেয়ে বুয়েটের অধ্যাপিকা। আজ বাদ জোহর ধানমন্ডি ইদগাহ মাঠ মসজিদে মরহুমের প্রথম জানাজা হবে। এরপর বাদ আছর নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রভাকার্দি গ্রামের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম এ রহমান ১৯২৭ সালের ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রভাকার্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে কলকাতা বেঙ্গল ইঞ্জিনীয়ারিং কলেজ থেকে বিএসসি ইঞ্জিনীয়ারিং পাস করেন। তিনি ১৯৫০ সালে পাকিস্তান নৌ বাহিনী কমিশন্ড অফিসার হিসাবে যোগ দেন। ১৯৫১ সালে বৃটেনের মানাডন পলিমা্উথ থেকে
তিনি পোস্ট গ্রাজুয়েশন করেন। স্বাধীন হবার পর তিনি দেশে ফিরে এসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কমোডর হিসাবে তিনি নৌ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি বিআইডাব্লিউটিসি, চালনা বন্দর, টিসিবি ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের দ্বিতীয় বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করেন। দিগন্ত মিডিয়া কর্পেরেশনের প্রতিষ্ঠাতা বোর্ড চেয়ারম্যান ছিলেন কমোডর আতাউর রহমান। এ ছাড়া বহু সংখ্যক সমাজ সেবা প্রতিষ্ঠান ও দাতব্য কর্মকান্ডের সাথে তিনি যুক্ত ছিলেন। পরিচিত পরিমণ্ডলে তিনি কিংবদন্তীতুল্য একজন পরোপকারী ও সমাজহিতৌষি ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন।

শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

হাসি -- রোকনুজ্জামান খান

 

হাসতে নাকি জানেনা কেউ

কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।
খোকন হাসে ফোঁকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে
কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।
টিয়ে হাসে, রাঙ্গা ঠোঁটে,
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।
এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।

About

ব্লগ সংরক্ষাণাগার

আমার ব্লগ তালিকা

Translate

Translate

আমাদের বাংলাদেশ নিউজ 24

সর্বশেষ

অনুসরণকারী