আমাদের বাংলাদেশ নিউজ 24 ডেস্কঃ শাবান মাস, ফযিলতপূর্ণ মাসের মধ্যে একটি,, এ মাসে রসূল সাঃ অধিক পরিমানে রোজা এবং ইবাদতের মধ্যে মনোনিবেশ করতেন,,
কিন্তু আমরা শাবান মাসের ইবাদত বলতেই বুঝি মধ্য শাবানের"শবে বরাত " এর রাত।
এখন আমরা শবেবরাত নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করবো,
আলোচনার পূর্বে জানতে হবে, কোরআন এবং হাদীস আরবিতে নাযিল হয়েছে সুতরাং সকল ইবাদত আরবি ভাষায় বিশ্লেষণ করে আমল করাই উত্তম ।
শবে বরাত মূলত ফারসি শব্দ,যদি এর বাংলা করি,
~শব অর্থঃ রাত বা রজনী,
~বরাত অর্থঃ ভাগ্য, বরকতময়।সুতরাং এরবাংলা অর্থ ভাগ্য বা বরকতময় রজনী। এখন বাংলা থেকে যদি আরবি করি,
~রাত বা রজনী এর আরবি শব্দঃ লাইলাতুল
~ভাগ্য বা বরকতময় এর আরবি শব্দঃ কদর
অর্থাৎ শবে বরাত এর আরবি শব্দ হলোঃ"লাইলাতুল কদর"
আর আপনি নিশ্চয়ই জানেন "লাইলাতুল কদর"কোন মাসে হয়(সূরা কদর)
জ্ঞানীদের জন্যই এতটুকুই যথেষ্ট।
এর পরেও হয়তো অনেকে বলবেন,আমরাতো জানি কদর অর্থঃ সম্মানিত রাত বা মহিমান্বিত রাত।
প্রিয় বন্ধু, আপনি যদি (সূরা দুখানঃ১-৪) এই আয়াতগুলোর ব্যাখ্যা দেখেন তাহলে দেখতে পাবেন বরকতময় বা ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বুঝানো হয়েছে।
এখন হয়তো কেও বলবেন,বাপদাদারা কি হাদীস জানতো না, তারাতো শতশত বছরদরে পালন করে আসছে।
সবচেয়ে দুঃখের বিষয় হলো, মুসলিমরাও আজ হিন্দুদের মতো বাপদাদাদের অনুসরণ করছে,,হিন্দুরা করতেই পারে কারণ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ"বেদ" আনুমানিক সারে চার হাজার বছর পূর্বের যা সচারাচর পাওয়া যায় না, কিন্তু মুসলিমরা কেন বাবদাদার অনুসরণ করবে যেহেতু তার টেবিল-আরমারিতেই কোরআন-হাদীস সাজিয়ে রাখা আছে!! সুতরাং দলিল ছাড়া বাপদাদার বা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ কখনো করা যাবে না।(সূরা বাকারঃ১৭০,আরাফঃ২৮)
এর পরেও অনেকে বলবেন,নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরাতের আমল সম্পর্কেতো হাদীস আছে, বন্দুরা
আমি এ জন্যেই বললাম কারো অন্ধ অনুসরণ করা যাবে না, আপনাকে যে ব্যাক্তি মধ্য শাবানের ইবাদত সম্পর্কে হাদীস শুনিয়েছে তাকে উক্ত হাদীসের সনদ এবং রাবী সম্পর্কে প্রশ্ন করুন।
মূলত, মধ্য শাবান নিয়ে, রোজা,মিলাদ-কিয়াম, হালুয়া রুটি,সম্মিলিত দোয়া,নামাজ বা নামাজের রাকাত সংখ্যার ফযিলত,ইত্যাদি প্রায় সবগুলো হাদীস বানোয়াট বা জাল, কিছু হাদীস যঈফ,,
এর পরেও হয়তো অনেকে বলবেন,আমরাতো এই রাতে গান-বাজনা করবো না বরং আল্লহর নাম নিয়েই ইবাদত করবো এতে দুস কোথায়,আসলে এমন কথা আমরা অজ্ঞতার কারণে বলে থাকি। প্রিয় বন্ধু,
ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনাকে যেমন জান্নাতে নিয়ে যাবে, ঠিক তেমনি সুন্নাহপরিপন্থি ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।(মুসলিম মুকদ্দমাঃ১-৪) সুতরাং ভালো এবং ইসলামি বিষয় বলেই দলিল ছাড়া সেটাকে ইবাদত মনে করা রসূল সাঃ এর উপর মিথ্যারোপ করার সামিল।
তবে,মধ্য শাবানের নির্ভরযোগ্য একটি হাদীস হলো, এই রাতে মুশরিক এবং হিংসুক ব্যতিত আল্লহ তার বান্দাদের ক্ষমা করে দিবেন,(সুনান ইবনে মাজাহ১৩৯০,,হাসান)
এই হাদীসের মূলভাব হলো আমার যদি মধ্য শাবানের পূর্বে শির্ক এবং হিংসা থেকে মুক্ত হতে পারি তাহলে আমরাই সেই ক্ষমাপ্রাপ্ত দলদের মধ্যে একজন হবো।ইনশাআল্লহ
আর এই হাদীস দিয়ে উপরের ইবাদতগুলো প্রমাণ করাটা মূর্খতা, যদি তাই হতো তাহলে রসূল সাঃ এবং সাহাবী রাঃ এদের থেকে এই রাতের ইবাদত নিয়ে অন্তত একটি সহীহ হাদীস থাকতো।
প্রিয় বন্ধুরা, মোটকথা হলো ইবাদতের জন্য কি রসূল সাঃ এর আদর্শ যথেষ্ট নয়??সুতরাং আসুন শাবান মাসে কোন নির্দিষ্ট করে(শবে বরাত) নফল রোজা বা নামাজ না পড়ে, রসূল সাঃ এর সুন্নাহ অনুযায়ী পুরো মাসটাই বেসি বেসি করে রোজা এবং নামাজ আদায় করি।
আল্লহ বুঝার তৈফিক দান করুন( আমিন)
মোঃ জুবায়ের শিকদার