বিজ্ঞাপন দিন
সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
মঈনউদ্দীন হাছান চৌধুরীর সিঙ্গাপুরে ইন্তেকাল
সাংসদ হাজী সেলিম পুত্র ইরফান ১বছরের কারাদন্ড নিয়ে কারাগারে
সাংসদ হাজী সেলিম পুত্র ইরফান ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ বছরের সাজা নিয়ে কারাগারে।
২৫ অক্টোবর রাতে এ নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে একটি হত্যা চেষ্টা মামলার সূত্র ধরে ২৬ অক্টোবর দুপুর ১২টা থেকে রাত অবধি পুরান ঢাকার চকবাজারে অবস্থিত চাঁন সরদার দাদা বাড়ি ৯ তলা ভবনের ৩য় ও ৪র্থ তলায় র্যাব-৩ ও র্যাব-১০ য়ৌথ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
র্যাবের অভিযানে ঐ বাড়িতে প্রচুর পরিমানে বিদেশী মদ, ৩৮টি ওয়াকিটকী, পুঁলিশের হ্যান্ডকাপসহ বেশ কিছু অবৈধ সরঞ্জামাদি পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালত বাসায় মদ পান এর অপরাধে ৬মাসের কারাদন্ড এবং অবৈধভাবে ওয়াকিটাকী রাখার অপরাধে আরো ৬ মাসের কারাদন্ড মোট ১ বছরের কারাদন্ড প্রদান করে হাজী সেলিমপুত্র ইরফানকে কারাগারে পাঠায় ভ্রাম্যমান আদালত।
চাঁন সরদার বাড়ির পর পাশের আরো একটি ভবন মদিনা আসিক টাওয়ারে ইরফান সেলিমে কার্যালয়ে র্যাবের অভিযান রাতেই পরিচালিত হয়। র্যাবের ভাষ্যমতে সেখানে একটি টর্চার সেল পাওয়া যায়।
র্যাব ধারনা করছে যে, চাঁদাবাজি ইত্যাদীতে এই টর্চার সেল ব্যবহার হয়ে থাকতে পারে। সেখানে ওয়াকিটকী, পুলিশের হ্যান্ডকাপ, হকিস্টিকার, রশি(দড়ি) ইত্যাদী সরঞ্জাম পাওয়া গেছে।
ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, ধানমন্ডি থানায় মামলাটি করেছেন নির্যাতনের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে আরো মামলা হতে পারে।
উল্লেখ্য, হাজী সেলিম পুত্র ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলর। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। তাই সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে কাউন্সিলর নির্বাচিত হন।
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
কারা সত্যিকারের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল ?
মৃত ব্যক্তির আহাজারী!
আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার,আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপর, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দনকরোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ, খক্ষ -বিক্ষত হয়ে গেছে।
যখন মৃতকে কাফন পরানো হয়- তখন মৃত দেহ বলেতে থাকে -হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদের কে, শেষ বারের মত দেখতে দাও, তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।
যখন মৃত ব্যক্তিকে- যখন তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তখন সে বলতে থাকে-হে আমার আত্মীয় -স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি, ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ারজন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও।
যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে। হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় -স্বজন, হে আমার প্রতিবেশী। তোমরা যেন আমারমত, দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা। তোমরা লক্ষ করে দেখ আমি আল্লাহর নাফরমানি করে, হালাল হারামের প্রতি লক্ষ না করে, যে ধন দৌলত কামায় করে ছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে না।
যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে। তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল। এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো। দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখেযাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না, শুধু একটু দোয়া করে যাও। টাকা, পয়সা, সবকিছু আমি রেখে গেছি, ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে।হে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। (আমিন)
পশ্চিমা দেশগুলোর সুপারিশ আর অজুহাতগুলোর মধ্যে একটা বাটপারি থাকে
এটা কি ধরনের বাকস্বাধীনতা?
এটা কি ধরনের বাকস্বাধীনতা?
এটা কি উস্কানিমূলক, বেপরোয়া, আগ্রাসন, এবং উগ্রতা নয়?
.
সংগৃহীত
প্রজেক্ট বাস্তবায়নে একজন আর্কিটেক্টের ভূমিকা
বুধবার, ২১ অক্টোবর, ২০২০
আলহাজ্ব মোহাম্মদ সোলাইমান সওদাগরের মৃত্যুতে শোক প্রকাশ
তার মৃত্যুতে তামাকুমন্ডি লেইন বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদ প্রার্থী জনাব মোঃ ইদ্রিস চৌধুরীসহ র্বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতি দাতাগণ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
নিখিল বিশ্ব কি ও কেন
১. সমগ্র বিশ্বজাহানের মালিক ও আইনদাতা:
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِى خَلَقَ السَّمٰوٰتِ وَالْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعٰلَمِينَ
لَهُۥ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى
سَبَّحَ لِلَّهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
২. মানুষ আল্লাহর প্রতিনিধি :
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌ فِى الْأَرْضِ خَلِيفَةً ۖ قَا
وَهُوَ الَّذِى جَعَلَكُمْ خَلٰٓئِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِى مَآ ءَاتٰىكُمْ ۗ إِنَّ رَبَّكَ سَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٌ رَّحِيمٌۢ
وَعَدَ اللَّهُ الَّذِينَ ءَامَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ
يٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنٰكَ خَلِيفَةً فِى الْأَرْضِ فَاحْكُم بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَن سَبِيلِ اللَّهِ ۚ
৩. নবী-রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ:
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ ءَايٰتِهِۦ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِى ضَلٰلٍ مُّبِينٍ
قُلْ يٰٓأَيُّهَا النَّاسُ إِنِّى رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِى لَهُۥ مُلْكُ السَّمٰوٰتِ وَالْأَرْضِ ۖ لَآ إِلٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِىِّ الْأُمِّىِّ الَّذِى يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمٰتِهِۦ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلٰى نُوحٍ وَالنَّبِيِّۦنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلٰىٓ إِبْرٰهِيمَ وَإِسْمٰعِيلَ وَإِسْحٰقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسٰى وَأَيُّوبَ وَيُونُسَ وَهٰرُونَ وَسُلَيْمٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًا
চলবে - - -
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
একটা সিজার মানে একটা মায়ের মৃত্যুর আগ পযর্ন্ত প্রতিবন্ধি হয়ে বেঁচে থাকা
About
ব্লগ সংরক্ষাণাগার
-
▼
2021
(51)
-
▼
জুলাই
(7)
- আল্লাহই ধনী এবং তোমরা সবাই ফকির
- কারো চিত্তরঞ্জন, কারো অসহায় মরণঃ মোহাম্মদ কফিল উদ্দীন
- পবিত্র আল কুরানের ৮১টি উপদেশ মূলক বাণী
- চট্টগ্রামে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দি...
- বরিশাল বিভাগের কিছু গুরুত্বপূর্ন তথ্য
- জিলহাজ মাসের ১০টি গুরুত্বপূর্ণ আমল
- চট্টগ্রামে মেয়ের পিতার বাড়ি থেকে জামাই এর বাড়িতে ...
- ► ফেব্রুয়ারী (7)
-
▼
জুলাই
(7)
-
►
2018
(55)
- ► ফেব্রুয়ারী (1)
-
►
2016
(107)
- ► সেপ্টেম্বর (22)
আমার ব্লগ তালিকা
-
মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা - [image: বাংলাদেশ বার্তা: মহানগরী জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ জামায়াত...৩ বছর আগে
-
পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. - [image: বাংলাদেশ বার্তা: বিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা. বার্তা বাংলাদেশ] বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি...৩ বছর আগে