সমস্যা কী? গোপালগঞ্জ তো আর ডুবছে না,
তাছাড়া বন্যার অনেক উপকারিতা, মাছ আসে, হাতি আসে, শিয়াল আসে, কুত্তাও আসে, দেশ বন্যপ্রাণীতে সমৃদ্ধ হয়, এছাড়া পলিমাটি আসে, জমি উর্বর হয়, ফসল ভালো হয়, ভুগর্ভস্থ পানির লেভেল রিচার্জ হয়, তবে বন্যার পলি ও কাদা দিয়ে ফেসিয়াল করা যায় কিনা সেটা এখনও গবেষণাধীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন