আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ গত ২৯ আগস্ট রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর জনাব আবদুল খালেক মোল্লা, খুলনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মো: মোস্তাফিজুর রহমান টিংকু, জামায়াতের রুকন জনাব মো: আলী হায়দার এবং নাটোরের লালপুর উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম এবং ছাত্রশিবির কর্মী মুহাইমিনুল ইসলাম আশিককে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৩০ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার অন্যায়ভাবে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র করছে তার অংশ হিসেবেই সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতনে দেশের জনগণ বর্তমানে অতিষ্ঠ। এভাবে জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে যেমন কোন সরকার ক্ষমতায় আঁকড়ে থাকতে পারেনি তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর জনাব আবদুল খালেক মোল্লা ও খুলনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব মোস্তাফিকুর রহমান টিংকুসহ সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন