আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ছাত্রীবহনকারী একটি বাস সড়ক দূর্ঘটনার শিকার হলে ১জন ছাত্রীর মৃত্যু ও আরো ১৩জন আহত হয়েছে বলে আইআইইউসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে প্রকাশ ১১ আগষ্ট’১৬ তারিখ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ছাত্রীবহনকারী একটি বাস ক্লাস শেষে ছাত্রীদের নিয়ে সীতাকুন্ড উপজেলার ফকির হাটের কাছে পৌছুলে বিপরীত দিকে ছুটে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ১৩/১৪জন ছাত্রী মারাত্মক আহত হয় এবং আহতদের সাথে সাথে একে খান একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয় পরে সেখান থেকে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী কাজী নেহলিনকে মৃত ঘোষণা করে।
দূর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই আইআইইউসি’র ভাইস চ্যান্সেলল, বোর্ড অব ট্রাস্টীজে৭র সদস্যগণ, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী হাসপাতালে ছুটে যান, আহত ছাত্রীদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।
আরো জানা যায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর বহদ্দার হাট বাসটার্মিনালের পাশে মেয়েদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধাসহ নিজস্ব একাডেমিক কমপ্লেক্স রয়েছে, এ যাবত সেখানেই মেয়েদের সকল প্রকার একাডেমিক কার্যক্রম চলছিল। সম্প্রতি ইউজিসি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সকল আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করলে শহর থেকে একাডেমিক কার্যক্রম কুমিরা ক্যাম্পাসে স্থানান্তরের প্রথম সপ্তাহেই এই দূঘটনা ঘটলো।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন