বাংলাদেশ বার্তা ডেস্কঃ পাবনায় আইন শৃঙ্খলাবাহিনী পরিচয়ে গত শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় ইসলামী ছাত্রশিবির পাবনার সুজানগর উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলামসহ ৭ কর্মীকে আইন শৃংখলাবাহিনী পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই দিনেও তাদের কোন সন্ধান না পেয়ে পরিবারের লোকজন মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তবে আইন শৃংখলাবাহিনী তাদের আটকের বিষয়টি অস্বীকার করেছেন।
শনিবার ছাত্রশিবিরের পাবনা জেলা শাখা পূর্বের সভাপতি আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সুজানগর উপজেলার খয়রান নামক নৌঘাট থেকে শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় র্যাব পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক্ষদর্শীর বর্ণনা মতে তিনি দাবি করেন এই ৭ জন শুক্রবার ছুটির দিনে নৌকা ভ্রমন করে ফেরার পথে পূর্ব থেকেই অপেক্ষমাণ র্যাবের একটি গাড়িতে তাদেরকে তুলে নেয়া হয়। কিন্তু পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সুজানগর থানা ও পাবনা র্যাব-১২ তে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি অস্বীকার করেন।
বিবৃতিতে তারা দেশের চলমান হত্যা, গুম ও খুনের ধারাবাহিকতায় পরিবার চরম শঙ্কার মধ্যে আছে। এই অন্যায় ভাবে আটক করে অস্বীকার করায় তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে। অবিলম্বে ৭ নেতা কর্মীর নি:শ্বর্ত মুক্তি দাবি করা হয়। অথবা তাদের সন্ধান দিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
এব্যাপারে পুলিশ ও র্যাবের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এ বিষয়টি তাদের জানা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন