রাজধানীর মধ্যবাড্ডায় একটি বাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট।
সোমবার দুপুর ১টার দিকে সোনালী ব্যাংকের মধ্যবাড্ডা শাখার পেছনে অবস্থিত ওই টিনশেড বাড়িতে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়েছে।
ফায়ার ব্রিগেড কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক মোহাম্মদ আলী জানান, সোমবার বেলা ১২টা ৫৫ মিনিটে ব্যাংক এশিয়ার পাশের গলিতে ওই টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কিন্তু আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়ায় চারপাশের আবাসিক ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে পাশের ভেনাস কমপ্লেক্স নামের একটি বহুতল ভবন থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। আশেপাশের এলাকা থেকে বহু মানুষ জড়ো হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড পর্যন্ত একপাশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার ব্রিগেড কর্মীরা।
London Bangla News
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন