ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় অকস্মাৎ তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ)তে রাখা হয়। সেখানে তারমৃত্যু হয় বলে খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।
এতে বলা হয়, এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে দিতেই তিনি পড়ে যান। ৮৪ বছর বয়সী আবদুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খাসি হিলসের এসপি এম খারক্রাং এ কথার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এপিজে আবদুল কালাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন