৩০০পিচ মরা-পচা মুরগীসহ হাতে নাতে ২জনকে গ্রেপ্তার |
বাংলাদেশ বার্তা: রাজধানীর ধানমন্ডির একটি স্বনামধন্য রেস্টুরেন্ট থেকে ৩০০পিচ মরা-পচা মুরগীসহ হাতে নাতে ২জনকে গ্রেপ্তার করেছে RAB । এ সময় রেস্টুরেন্টের মালিক পালিয়ে যায়। গ্রিল ও শর্মায় সয়লাব ঢাকার রাজধানীর ফাষ্টফুড, হোটেল ও রেস্টুরেন্টসমূহ। তবে তা অধিকাংশ ক্ষেত্রেই মরা মুরগির। এমটিই প্রতিয়মান হচ্ছে বিভিন্ন ঘটনা থেকে।
গ্রিল চিকেন ও শর্মাতে দেদারসে ব্যবহার করা হচ্ছে মরা মুরগী। রাজধানী ঢাকার বিভিন্ন ফাষ্টফুড, হোটেল ও রেস্টুরেন্টে এসব মরা মুরগীর গ্রিল এবং শর্মা ন্যুনতম ৮০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন এসব মরা মুগীর গ্রিল চিকেন খাচ্ছেন হাজার হাজার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন