সরকারী প্রথম শ্রেনীর একজন কর্মকর্তার মাসিক বেতন যখন ১১,০০০ টাকা।
সরকারী হিসেবে ওই কর্মকর্তার পরিবার মানে একটি চার সদস্যের পরিবার। চাকরির শর্তানুযায়ী একজন সরকারী কর্মকর্তা অন্য কোন চাকরী কিম্বা ব্যবসা বাণিজ্য করতে পারে না, এমনকি তার পরিবারের কেউ যদি কোন ব্যবসা করতে চায় তবে তার জন্য কর্তৃপক্ষের অনুমতি লাগবে। যাক সে কথা, ১১০০০ টাকা স্কেলের একজন কর্মকর্তা বা তার নতুন বউ কিম্বা সদ্য জন্ম নেয়া শিশু সন্তানের পক্ষে কোন ব্যবসা করাও সম্ভব না, একে তো পুঁজির অনুপস্থিতি আরেক দিকে বিধি। ১১০০০ টাকা ওই চার জনের মধ্যে ভাগ করে দিলে , একেকজনের ভাগে পরে মাসিক ২৭৫০ টাকা (১১০০০/৪=২৭৫০)। অর্থাৎ দৈনিক ৯১.৬৭ টাকা ( ২৭৫০/৩০=৯১.৬৭) যা প্রায় ১.১৮ মার্কিন ডলার ( ২২/৯/২০১৪ তারিখের হিসেবে)।
The World Bank বা বিশ্ব ব্যাংকের ২০০৫ সালের সংজ্ঞাঅনুযায়ী যাদের দৈনিক আয় ১.২৫ ডলারের কম তাদেরকে বলা হয় চরম দরিদ্র্য ( Extreme Poverty or Absolute Poverty)। বিশ্ব ব্যাংকের বর্তমান সংজ্ঞা অনুসারে চরম দারিদ্র্যের নতুন সীমারেখা ২.৫ ডলার।
মজার ব্যাপার হল চরম দারিদ্র্য সীমার নিচে বছরের পর বছর ধরে বসবাস করা এই শ্রেনীর মানুষগুলোকে প্রতিনিয়ত রক্ষা করে চলতে হয় দেশের সর্বচ্চ আইন তথা সংবিধানকে।
এরকম চরম দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষগুলোই হচ্ছে দুনিয়ার সবচেয়ে সেরা অভিনেতা-অভিনেত্রী। পরিবারের প্রতিটি সদস্যের দৈনিক মাথাপিছু আয় ১.১৮ মার্কিন ডলার হবার পরেও প্রতিদিন সকালে তারা অফিসে যায় হাসি মুখে, আপনাকে আমাকে সেবা দিতে।
কপিঃ Akbar Hossain
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন