সিলেটের বিশ্বনাথ উপজেলায় অতিথি সেজে ঘরে ঢুকে যুক্তরাজ্যপ্রবাসীর স্ত্রী সুজিনা বেগমকে (১৯) খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা রেজিয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজিনা বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (পশ্চিমপাড়া খালপাড়) গ্রামের মৃত হাজি আবদুর রউফের মেয়ে ও যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ আহমদের স্ত্রী।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাতনামা চারজন লোক আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢোকে। তাদের হাতে ছিল একটি মিষ্টির প্যাকেট। সুজিনার মা রেজিয়া বেগম এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানায়, তারা তার (রেজিয়া) স্বামীর পূর্বপরিচিত। এরপর তারা ঘরে প্রবেশ করে।
আপ্যায়নের জন্য রেজিয়া বেগম তাদের জন্য লাচ্ছি তৈরি করছিলেন। একপর্যায়ে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে রেজিয়া বেগম ও তার মেয়ে সুজিনা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। সুজিনার ভাই জহির উদ্দিন (১২) ঘর থেকে বের চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে সুজিনার মৃত্যু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওসমানী হাসপাতালে রেজিয়া বেগমের অস্ত্রোপচার চলছিল।
পারিবারিক সূত্র জানায়, ৫ মাস আগে জগন্নাথপুর উপজেলার ছিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্যপ্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজিনা বাবার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করে আসছিলেন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক কিছু বলা যাচ্ছে না। তবে যে প্রবাসীর সঙ্গে সুজিনার বিয়ে হয়েছিল ওই প্রবাসী যুক্তরাজ্যে আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কিছুটা বিরোধ চলছিল। এ কারণে ঘটনাটি ঘটেছে কি না, তারা তা খতিয়ে দেখছেন। আমার দেশ এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন