নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ কায়সার এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন ফিরোজীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ কায়সারকে ২১ জুলাই রাতে এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন ফিরোজীকে ২০ জুলাই রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দেয়া হচ্ছে। বর্তমান সরকারের জুলুম-নির্যাতন থেকে জনগণের নির্বাচিত গণপ্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস- চেয়ারম্যানগণও রেহাই পাচ্ছেন না। তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের এহেন জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. ওবায়দুল্লাহ কায়সারসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাÑকর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন